নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

আত্ম অনু সূচিতা

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৩

অমূল্য রত্ন পেয়েছি
চির সৌভাগের আর্শীবাদ দেখেছি,
জীবনের অনেকখানি সময় নষ্ট করেছি,
তাকে পেয়ে মনে হল
তারই পুরুস্কার নিজ হাতে গ্রহণ করেছি,
যেন জীবনের দামে
সদ্য প্রস্ফুটিত গোলাপ ছিনিয়েছি।
মুহূর্তে পিঁছে ফেলে আসা সকল দুঃখকে
বেহালার সূরে ইতি টেণে দিয়েছি !
যেন আলেয়ার আলোর জলন্ত প্রদিপ
আর আমি সে প্রদিপদাহে পুরে মরেছি ।

ক্ষমা কর ঈশ্বর যে সুখে আমি তোমায় ভুলে যেতে বসেছি,
তাতো তোমারই করুনা !
অথচ আমি কি নির্বোধ এক বোকা
ভুলে যেতে বসে তোমায় নিজেকেই দিয়ে ধোকা ।

কি কুৎসিত মনপুরি
যেন নিঃস্বার্থ এক অকৃতজ্ঞ মানব,
আত্ম অনু সূচিতা বলেও কিছু নেই
যে দিল তাকেই ভুলে যাই।



মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৯

স্রাঞ্জি সে বলেছেন:


সবজান্তার মানব ভুলে গেছে ঈশ্বর বলতে কিছু আছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৪

সূচরিতা সেন বলেছেন: অথচ ঈশ্বর প্রতিটা হৃদয়ের স্পন্দনে মিশে আছে কেহ আত্ম কণিকায় দেখতে পারে কেহ না।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৭

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২১

সূচরিতা সেন বলেছেন: শুভকামনা ।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৮

মাহমুদুর রহমান বলেছেন: সুখের সময় আমরা আল্লাহকে ভূলে যাই,কিন্তু বিপদে তাকে সবাই স্মরণ করি।তারপরও আল্লাহ আমাদের প্রতি সহনাভূতিশীল,ক্ষমাশীল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৫

সূচরিতা সেন বলেছেন: ঈশ্বর বড় করুনাময় । তিনিই সর্ব শ্রেষ্ঠ।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১০

জুনায়েদ বি রাহমান বলেছেন: দুঃখের কালে ঈশ্বরকে বেশি মনে পড়ে। সুখ ভুলিয়ে দেয়।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

সূচরিতা সেন বলেছেন: আর সে জন্যই মানুষ হল স্বার্থপর। এই ভুলটুকো না করলে হয়ত স্বার্থপর বলে কোনো বাক্যের প্রলাবই ঘটতো না।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২০

সনেট কবি বলেছেন: খুব সুন্দর কথামালা সাজিয়েছেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় কাকু। তবুও আমাদের আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখার রয়েছে বাকী তা থেকে কোনো ভাবেই দেয়া
যাবে না ফাকি ।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: সকালবেলা সুন্দর কবিতা পড়লাম।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় রাজীবনুর ।শুভ দুপুর।

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০২

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা সুন্দর! কল্পনার আল্পনায় মুগ্ধ হলাম।

শুভেচ্ছা নিয়েন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

সূচরিতা সেন বলেছেন: শ্রদ্ধেয় পদাতিক দা অভিরাম শুভেচ্ছা থাকর। অফুরন্ত মন্তব্যে অনুপেরিত ।

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল কবিতা। :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১

সূচরিতা সেন বলেছেন: অভিরাম শুভেচ্ছা ।

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩

রাকু হাসান বলেছেন: বলেছিলাম না ,আপনি দারুণ লিখেন । দেখেন গুণি ব্লগার দের কমেন্ট । একটি কথা আপনার প্রথম পাতায় আগমনের পোস্টে বেশ কিছু গুণি ব্লগার শুভেচ্ছা জানিয়েছেন ।যতই ব্যস্ত থকাুন আশা করি বিষয়টা দেখবেন । ++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩

সূচরিতা সেন বলেছেন: শ্রদ্ধেয় রাকু দা শুভেচ্ছা নিবেন।আপনাদের মন্তব্য আমায় যে অনুপেরনা দিচ্ছে তা আমি কখনো ভুলতে পারবো না।

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৬

কাওসার চৌধুরী বলেছেন:



ভাল লাগলো কবিতা পাঠে৷

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় কাওসার ভাই।শুভকামনা থাকল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.