নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ হানিফ চৌধুরী

মোঃ হানিফ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

নামাযীর পুরস্কার•|

০৮ ই মে, ২০১৬ রাত ১:০৪

নামাযীর পুরস্কার•| • ............... ............... ............... . হযরত ওসমান গণী (রাঃ) বলেন - যে ব্যক্তি সময়ের প্রতি লহ্ম্য রেখে গুরুত্ব সহকারে নামাযের ব্যাপারে যত্নবান থাকে , আল্লাহ পাক তাকে নয়টি জিনিস দ্বারা সম্মানিত করেন। ১। আল্লাহ পাক স্বয়ং তাকে ভালবাসেন। ২। তাকে সুন্দর স্বাস্থ্য দান করেন। ৩। ফেরেশতাগণ তার হেফাজত করেন। ৪। তার ঘরে বরকত দান করেন। ৫। তার মুখমণ্ডলে বুযুর্গদের চেহারার নূর ফুটিয়া উঠে। ৬। তার অন্তর কোমল হয়ে যায়। ৭। সে পুলছিরাতের উপর দিয়ে বিজলীর মত পার হয়ে যায়। ৮। আল্লাহ পাক তাকে জাহান্নাম হতে মুক্তি দান করবেন। ৯। সে জান্নাতে ঐসব লোকদের প্রতিবেশী হওয়ার সৌভাগ্য অর্জন করবে যাদের সম্পর্কে কুরআনে করীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন - "কিয়ামতের দিনতাদের কোন ভয়ভীতি থাকবে না এবং কোন প্রকার চিন্তাও হবে না" । হে আল্লাহ , আমাদেরকে সঠিক সময়ে গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামায আদায় করার তাওফীক দান করুন। আমীন আমিন। আমিন।**
[islameralo

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৬ রাত ৩:২৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: আমিন। আমিন। ছুম্মা আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.