![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানলে অবাক হবেন, সঙ্গে খুশিও। একটি স্প্যানিশ ম্যাট্রেস প্রস্তুতকারক কোম্পানি ডুরমেট তৈরি করল এমনই এক ম্যাট্রেস যার বিশেষত্ব হচ্ছে, আপনার বিছানা অন্য কেউ ব্যবহার করলে ম্যাট্রেসটি তা জানিয়ে দেবে আপনার স্মার্ট ফোনে।
এই স্মার্ট ম্যাট্রেসের ভেতরে ব্যবহার করা হয়েছে সেন্সর এবং স্পিড ডিটেক্টর। যখনই কেউ এই স্মার্ট ম্যাট্রেসটি ব্যবহার করবে এর ভাইব্রেশন সিস্টেম সেন্সর অ্যাকটিভ করবে এবং আপনাকে জানাবে কীভাবে এর ব্যবহার হচ্ছে। এর দাম ১ হাজার ৭৫০ মার্কিন ডলার (এক লাখ ৩৭ হাজার টাকা)।
প্রস্তুতকারক কোম্পানিটি বলছে, স্পেনে স্বামী-স্ত্রীর মধ্যে প্রতারণার হার দিন দিন বেড়েই চলছে। এই প্রতারণা বন্ধ করার জন্য তারা তৈরি করেছেএই ম্যাট্রেসটি।
এই ম্যাট্রেস তার ফলাফল জানাতে অব্যর্থ। আপনার সঙ্গী বিশ্বস্ত হোক বা না হোক এই ম্যাট্রেস কখনও প্রতারণা করবে না। জানিয়েছে এর প্রস্তুতকারক কোম্পানি।
এছাড়া এই স্মার্ট ম্যাট্রেসটি প্রতিদিন সকালে জানাবে আপনি কতক্ষণ ঘুমিয়েছেন ও আপনার ঘুম কতটা ভালো হয়েছে। অবশ্য অন্যান্য ফিটনেস ট্র্যাকারও এই তথ্য দিতে পারবে। কিন্তু প্রতারণার বিষয়ে জানাতে পারবে একমাত্র ডুরমেট স্মার্ট ম্যাট্রেস।
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩৮
সোহানুর রহমান সোহান (সাইবার ফাইভ) বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
প্রামানিক বলেছেন: নুতন কিছু জানা হলো।