নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকের আলো

সোহানের রোজনামচা

আমি অতি সাধারণ, সংগ্রামী আমরণ, খেঁটে খাওয়া কোন যুবক, জানিনা, বুঝিনা, ছলনা...

সোহানের রোজনামচা › বিস্তারিত পোস্টঃ

ভয়ংকর সুন্দর সাউথ আফ্রিকা ভ্রমণ

১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২০

যাকেই বলি সাউথ আফ্রিকা যাবো, সেই একটু ভ্রু কূঁচকে তাকায়!! আফ্রিকা কেন যাবো? ওটাতো ভয়নকর যায়গা!! আমি বলি অফিসের কাজে যাবো। যেতেই হবে। সবাই বলে ওখানে তো প্রতিদিন বাংলাদেশী খুন হয়। আমি ভাবি তাইতো। প্রায়ই পত্রিকায় দেখি।ভয় ভয় করে আমার। দশ দিন থাকতে হবে এত ভয়ংকর যায়গায়!!! সামনে আরো লম্বা সময়ের জন্য যেতে হবে হয়তো। ভাবি আর দুশ্চিন্তা করি। ইন্টারনেটে ভালো খারাপ দুই রকমের ই রিপোর্ট দেখি সাউথ আফ্রিকা সম্পর্কে। আমি খুজি বাংলাদেশী কোন ব্লগ পাওয়া যায় কিনা। কিন্ত নাহ। নেই। সিদ্ধান্ত নিলাম আমি ই লিখবো সাউথ আফ্রিকা কে নিয়ে বাংলা ব্লগ। এবারের দশ দিন আর সামনে তো আরো লম্বা সময়।

বাংলাদেশে সাউথ আফ্রিকার এম্বেসী নেই। ভিসা নিতে হয় শ্রীলংকা থেকে।ভিসা হাতে পেতে প্রায় ২০ দিন সময় লাগলো।গুলশানে সাউথ আফ্রিকান এয়ারলাইন্সের এক এজেন্ট ভিসা এজেন্ট হিসেবে কাজ করে।ওরাই একমাত্র অথোরাইজড এজেন্ট। খরচ হয় ২৪০০০ টাকার মত। যদিও ভিসা ফি অনেক কম। কিন্ত কি আর করা। নিজে শ্রীলংকা গিয়ে ভিসা করাতে আরো বেশী খরচ।

প্লেনে ওঠার তারিখ চলে এল।এয়ারপোর্টে যখন অপেক্ষা করছিলাম, নানাজনের নানা কথা মনের মাঝে উঁকি দিতে থাকলো আর আমার একটু একটু ভয় লাগতে লাগলো।যাইহোক কাতার এয়ারলাইন্সে লাগেজ বুক করে চেক ইন করলাম আর এগিয়ে গেলাম ইমিগ্রেশান কাউন্টারের দিকে। মোটামুটি লম্বা লাইন। কাতারের রাজধানী দোহা হয়ে যেতে হবে। এ কারণেই লাইনটা আরো লম্বা। কাতারে অনেক বাংলাদেশী ভাইয়েরা কাজ করেন। অনেকেই ছুটিতে দেশে এসেছিলেন। ছুটি কাঁটিয়ে ফিরে যাছছেন কর্মক্ষত্রে।

একসময় আমার সিরিয়াল আসলো। ইমিগ্রেশান অফিসার পাসপোর্ট হাতে নিয়ে জিগ্গেস করলেন কোথায় যাব? বললাম। সাথে সাথে উনি হাত থেকে পাসপো্র্ট টা ডেস্কের উপরে রাখলেন আর তাঁকিয়ে বললেন যে সাউথ আফ্রিকাতে প্রচুর লোক ভুয়া ভিসা নিয়ে যাছ্ছে। কাজেই আমার পাসপো্র্টে সিল মারার আগে ওনার বড় কর্মকর্তার সাথে কথা বলতে হবে। আমার অসস্হি টা আরো বেড়ে গেল। একটু অপমানিত বোধ করলাম। বললাম,"আপনি আমার পাসপোর্ট টা দেখেন। অনেক দেশের ভিসা আছে।আর সাউথ আফ্রিকা যাবো নকল ভিসায়?" ভদ্রলোক বললেন, "স্যার ক্ষমা করবেন, আমি আমার বস কে ডেকেছি। উনি আসছেন।" অপমানিত আমি এক পাশে দাড়িয়ে রইলাম। তবে বস খুব তাড়াতাড়ি এলেন এবং আমার আর আমার কলিগের পাসপোর্ট চেক করে দ্রুতগতিতে ইমিগ্রেশান শেষ করলেন। ভেবেছিলাম লাউন্জে নাস্তা করবো। তা আর হলোনা কারণ প্লেন টেক অফের সময় বেশী বাকী নেই। বোর্ডিং এর সময় আবার আমার ভিসা দেখতে চাইলো এয়ারলাইন্সের লোক। লে বাওয়া। এত ঝক্কি!!! নিজের লজ্জাই লাগছিল সাউথ আফ্রিকা যাচ্ছি বলে। মনটা কেমন খারাপ লাগলো। অবশ্য কাতার এয়ারলাইন্সের সুন্দর বিজনেস ক্লাস মনটা ভাল করে দিল। এয়ারবাস টি উড়াল দিলো দোহার উদ্দেশ্যে। আমাদের রুট হল ঢাকা-দোহা-জোহানেসবার্গ।দোহায় ১৯ ঘন্টা ট্রানজিট। কাতার এয়ারলাইন্স যেহেতু হোটেল দিবে, সেহেতু লম্বা ট্রানজিটেও কষ্ট লাগবেনা।বরন্চ দোহা শহরটাও ঘোরা হবে। মেঘের উপরে উঠে মনটা ভাল হয়ে গেল। ক্ষুধাটাও ততক্ষনে বেড়ে গেছে বেশ। আমি খাবার অর্ডার দেয়ার জন্য মেনু হাতে নিলাম। (চলবে)

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫

ভোরের সূর্য বলেছেন: যাদের সাউথ আফ্রিকা সম্বদ্ধে জানেনা বা যাদের জানার পৃথিবী খুব ছোট তারাই নাক কুচকাবে। রাজধানী johannesburg আফ্রিকার সবথেকে উন্নত রাজধানী এবং উন্নত দেশ। জোহানেসবার্গ শহরটি আমেরিকার যেকোন বড় শহরের সাথে তুলনা করার যোগ্য। আর উন্নত বলেই তারা ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে পেরেছে। আফ্রিকার এই দেশটি অন্য দেশগুলোর কোন তুলনাই চলেনা। আর এসব কিছুই নতুন না।আমার এক রিলেটিভ আমেরিকায় থাকে। সে ২৫বছর আগে সাউথ আফ্রিকা ঘুরে এসে এই কথা বলেছিলেন।

২| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১

সোহানের রোজনামচা বলেছেন: জোহানেসবার্গ সব থেকে বড় শহর। রাজধানী না। রাজধানী ওদের তিনটা।প্রিটোরিয়া এক্সিকিউটিভ রাজধানী, ব্লুমফনটেইন জুডিশিয়াল রাজধানী আর কেপটাউন লেজিসলেটিভ রাজধানী। আসলেই অনেক উন্নত দেশ।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

আরিফ আরাফাত রুশো বলেছেন: তবে আফ্রিকার এই দেশটা অন্য দশটা আফ্রিকান দেশ থেকে উন্নত হবার কারন মনে হয় ব্রিটিশদের এদেশে চিরস্থায়ী বসতি স্থাপন করা। কারন আফ্রিকানদের অনেক দেশেই এমন সপদ আর সৌন্দর্য আছে-কোথায় ওরা আর কোথায় সাউথ আফ্রিকা।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৯

জনাব মাহাবুব বলেছেন: ধারাবাহিকভাবে চলুক।

আফ্রিকা সম্পর্কে আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারবো।

মাত্র ১টি ছবি? বেশি বেশি ছবি দেন, বেশি বেশি লিখেন।

পোষ্টে প্লাস এবং আপনাকে অনুসরনে নিলাম।

৫| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

ইখতামিন বলেছেন:
অনেক সুন্দর লেখা
পরে পর্বের অপেক্ষায় .. +

৬| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার ! পরের পর্বের অপেক্ষায় রইলাম !

৭| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

মোঃ ইসহাক খান বলেছেন: জানার মত পোস্ট।

শুভেচ্ছা রইলো।

৮| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:২০

পাঠক১৯৭১ বলেছেন: আদম?

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭

সোহানের রোজনামচা বলেছেন: নাহ আদম না :-)

৯| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬

সোহানের রোজনামচা বলেছেন: ধন্যবাদ সবাইকে। আশা করি সংগে থাকবেন। পাঠক ১৯৭১@ আদম সন্তান তো আমরা সবাই :-) তবে প্রচলিত অর্থে আদম না :-)

১০| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

ড. জেকিল বলেছেন: সুন্দর পোস্ট। পরের পর্ব তাড়াতাড়ি পাবো আশা করি।

১১| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

টেকনিসিয়ান বলেছেন: অনেকদিন পর ভ্রমণ কাহিনী পড়লাম। ভালো লাগলো.... দেশী প্রবাসী ভাইদের কথা একটু লিখবেন।

১২| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

ভোরের সূর্য বলেছেন: দু:খিত।রাজধানীর নাম ভুল বলেছি। ধন্যবাদ আপনাকে ঠিক করে দেয়ার জন্য। আপনি প্রথম রিপ্লাইটা মনে হয় আমাকে দিয়েছেন কিন্তু আপনি কমেন্ট করেছেন যেখানে ব্লগাররা কমেন্ট করে।হঠাৎ করে চোখে না পড়লে বুঝতেই পারতাম না যে আপনি আমাকে রিপ্লাই দিয়েছেন এবং ভুল টা শুদ্ধ করে দিয়েছেন। আশা করবো এর পরে ব্লগারকে ব্যাক্তিগত উত্তরের অপসন টা ব্যবহার করবেন তাহলে জানতে পারবো।

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৭

সোহানের রোজনামচা বলেছেন: অনেকদিন ব্লগে আসা হয়নি ব্যাস্ততার কারণে।সব অপশন ভুলে গেছি। এ কারণেই এমনটা হয়েছে।

১৩| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

অদ্বিতীয়া আমি বলেছেন: ভালো লাগলো । আফ্রিকা ,আফ্রিকার ওয়াইল্ড লাইফ এসব নিয়ে আমার অনেক আগ্রহ ।

১৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

অ্যানোনিমাস বলেছেন: সুন্দর পোস্ট

১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

আনোয়ার ভাই বলেছেন: ভাল পোস্ট। সাউথ আফ্রিকায় দেশী ভাইয়েরা কেমন আছে, নতুন দের কোন সুযোগ আছে কি না জানাবেন।
ভ্রমনের পুরো খরচটা দিলে অন্যদের জন্য সুবিধা হবে।

১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

েবনিটগ বলেছেন: _________________________________________________

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.