![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চলেছি ,
থেমে নেই আমার অনন্তকালের পথচলা।
সীমাহীন দিগন্তের পথে-
আমি চলেছি।
যার শেষপ্রান্তে মৃত্যু।
এখনো চলছি-
হয়ত ভুলে পথ হারিয়ে
পথভ্রষ্ট আমি।
হয়ত সোনালী পথে হাঁটছি।
হয়তবা নতুন পথের স্রষ্টা।
তীব্র আঁধার আমার পথে-
শুভ কিংবা অশুভ
যাতে অর্থ লুকিয়ে আছে,
ঠিক আমার হৃদয়ের মত;
যেখানে সহসা তীব্র কালো তমঃ
দানা বাঁধে অজান্তেই।
আমি হাঁটছি,
যতদূর চোখ যায়, ধূসর প্রান্তর
পাথর, ধুলো আর শুকনো পাতায় ভর্তি
নাকি থেমে আছি?
- না, থেমে নেই।
কেউ থেমে থাকে না।
আমার সাথে আমার স্মৃতিগুলোও চলছে
বিরামহীনভাবে।
"কিছু সত্য আর কিছু মিথ্যা"
আজ আমি আপেক্ষিক স্থির।
২| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৪
বর্ষণ মাহি বলেছেন: ধন্যবাদ, ভাইয়া।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৩ রাত ৮:০৮
একজন আরমান বলেছেন:
শিরোনামটাই দুর্দান্ত হয়েছে।