![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ হঠাৎ আমার ধূসর স্বপ্নগুলো;
কেমন যেন রঙ্গিন হয়ে গেল।।
আমি ভাবতে পারিনি-
কিছু অদ্ভুত সত্য আকড়ে ধরবে আমাকে
ঠিক যেমন শিকড় মাটিকে আকড়ে ধরে।
আমি ভাবি নি-
আমি আবার কোনোদিন লাল নীল স্বপ্ন দেখতে শিখব।
আজ যখন আমি সেই স্বপ্নগুলো আকড়ে ধরে বাঁচতে চাই,
যখন সমুদ্রের ঢেউ গুলো আমায় একা ভেবে গর্জে ওঠে না,
ঠিক তখন এ দেখলাম,
অসম্ভবকে আকড়ে ধরে আমি।
তবুও আমি আবার আমার সেই রঙ্গিন স্বপ্নগুলোকে হারিয়ে যেতে দেবো না।
যে সুখের সন্ধান আমার সামনে-
তাকে সেই অন্ধকার কুয়োয় ডুবতে দেবো না।
কেননা আমি তো জানি;
সেখানে তীব্র হতাশা আর অন্ধকার ছাড়া আর কিছুই নেই।
সে গভীর কালো আঁধার,
যা গ্রাস করে সমস্ত চেতনাকে,
অবাধ্য এক উন্মত্ততা জড়িয়ে রাখে স্বত্তাকে।
স্বত্তার নাভিশ্বাস ওঠে।
... ... ... ... ... ... ... ...
নাহ, আমি আর ভাবতে পারি না...
আমার রঙ্গিন অসম্ভব স্বপ্নগুলোকে আমি হারিয়ে যেতে দেব না।
হোক না সে অসম্ভব,
তাতে কি???
©somewhere in net ltd.