নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না।

চেষ্টা করছি কিছু করার।

বর্ষণ মাহি

বর্ষণ মাহি › বিস্তারিত পোস্টঃ

শুকনো হৃদয়ে..

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৭

আমি জানালা দিয়ে বাইরে দেখছি,

বৃষ্টি পড়ছে অঝর ধারায়।



আমি মনে মনে বলছি,

“হে বৃষ্টি,

হে শ্রাবণের অঝর বৃষ্টি,

আমার শরীরটাকে ছুঁতে পার।

পারো কি আমার মনটাকে স্পর্শ করতে?

পারো?

কেন পার না?

তোমার শক্তি দিয়ে-

পারো না কি সমস্তটা ভিজিয়ে দিতে?



আমার হৃদয়ে যে খরা!

পারো না কি সেই শুকনো ধূলো ভরা হৃদয়টাকে

ধুয়ে দিতে? পারো না তুমি?

পারো না?”



মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৩ রাত ১২:১৭

একজন আরমান বলেছেন:
প্রথম ভালো লাগা আপু।
অবশেষে ব্লগে তোমাকে দেখে ভালো লাগলো। :)

২| ১৪ ই মে, ২০১৩ রাত ১:১০

বোকা ডাকু বলেছেন: :( :( :(

৩| ১৪ ই মে, ২০১৩ রাত ১:১৩

বাংলার হাসান বলেছেন: চমৎকার।

৪| ১৪ ই মে, ২০১৩ রাত ১:১৪

স্বপনবাজ বলেছেন: ভেবে নিন বৃষ্টি পারে! দেখেন অনেকটা কাজ করেছে!
লিখা ভালো লাগলো

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৮

বর্ষণ মাহি বলেছেন: ভেবে নিলাম, এখন দেখি কি হয়!!

৫| ১৪ ই মে, ২০১৩ রাত ২:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
২য় ভাললাগা।


বৃষ্টি কে আমরা এত যে ভালোবাসি সেটাকি বৃষ্টি জানে ?

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩০

বর্ষণ মাহি বলেছেন: বৃষ্টি জানলে হয়ত প্রতিদিন আমাদের কাছে ছুটে আসত। হয়ত বা জানে, আর তাই এত রুপ নিয়ে ঝরে পরে!!!

৬| ১৪ ই মে, ২০১৩ সকাল ৯:৫৩

স্বপ্নরাজ্য বলেছেন: আমার হৃদয়ে যে খরা!
পারো না কি সেই শুকনো ধূলো ভরা হৃদয়টাকে
ধুয়ে দিতে? পারো না তুমি?
পারো না?”

ভালো লাগলো.....................।

৭| ১৫ ই মে, ২০১৩ দুপুর ১২:০৫

বর্ষণ মাহি বলেছেন: :) দারুন ভাল লাগেছ সবার কথায়। :) :)

৮| ১৫ ই মে, ২০১৩ দুপুর ১২:১০

একজন আরমান বলেছেন:
লেখার রিপ্লাই দিতে দেখো সবুজ এরো চিনহ আছে সেখানে ক্লিক করে আলাদা আলাদা ভাবে রিপ্লাই দিতে পারবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.