![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে পড়বে কি তাকে?
তখনো স্নিগ্ধ সকালবেলার কমলা আলো,
গাছের পাতার ফাঁক গলে
পড়বে ওই ভাঙা বেঞ্চটার উপর।
তখনো হালকা মিষ্টি হাওয়া
দুঃখ মুছতে ব্যাকুল হবে
অই স্রোতহীন পুকুরের জলটুকুর।
তখনো বৃষ্টি ছুঁয়ে যাবে,
ছুঁয়ে যাবে ওই মাটি -গাছ,
পিচ ঢালা রাস্তা আর ওই ব্যস্ত শহর।
তখনো কর্মব্যস্ত মানুষ ছুটে চলবে,
তার কর্মব্যস্ত জীবনের মাঝে খুঁজে ফিরবে,
কোনো ক্লান্ত দুপুর।
অস্তিত্তহীন কোনো মানুষের খোঁজ কি পড়বে তখন?
যে কিনা ওই স্নিগ্ধ সকালবেলার কমলা রোদ গায়ে মেখেছিল!
কিংবা দেখেছিল ওই স্রোতহীন পুকুরের মেকী স্রোত!
হয়ত ওই ঝমঝম বৃষ্টি একদিন ছুঁয়েছিল তাকে।
একদিন ওই কর্মব্যস্ত মানুষগুলোর ভীড়ে,
সেও খুঁজে ফিরত একটু ছুটি!
এখন সে মুক্ত!
এখন তার ছুটি!
মাঝি এখনো নৌকা ভাসায় নদীর বুকে।
শিল্পী কণ্ঠ দেয়,
" যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাতে,
আমি বাইব না-
আমি বাইব না মোর খেয়া তরী এই ঘাটে।"
সত্যি! তার তরী আর ওই ঘাটে ভেড়ে না।
ভিড়বে না!
মনে পড়বে না কারো!
মায়া করে যতদিন ছিলে,
হে অস্তিতহীন!
আজ কেউ মনে রাখেনি তোমাকে।
হ্যাঁ, তুমি একা ছিলে।
আজ যেমন তুমি একা।
হ্যাঁ, তোমাকে বলছি-
একদিন তোমার সব ছিল।
আজ তোমার কিছুই নেই।
কেউ আসবে না তোমার ঘরের চাবি ভেঙে তোমায় নিয়ে জেতে।
তুমি একা,
হে অস্তিতহীন, তুমি একা,
হে মৃত, তুমি একা।
কেউ মনে রাখেনি তোমাকে।
মনে রাখে না।
২| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪
বর্ষণ মাহি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। কবিতাটা আমারও অনেক পছন্দের।
৩| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতায় 2য়+
৪| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩২
বর্ষণ মাহি বলেছেন: ধন্যবাদ আপনাকে..
৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২১
নুর ফ্য়জুর রেজা বলেছেন: ++
৬| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩১
বর্ষণ মাহি বলেছেন: অনেক ভালো লাগলো.
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৮
একজন আরমান বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে। তবে এই প্লটে একটা কথোপকথনও লিখে ফেলতে পারো। আশা করি ভালোই হবে।
শুভকামনা।