![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুঁজে পাবে না আর আমায় ।
হারিয়ে যাব,
অস্থির হয়ে কেবলই খুঁজবে।
পাবে না ।
লেকের পাশে,
যেখানে পাশাপাশি বসে কাটিয়েছিলাম
অনেক গুলো বিকেল,
অনেক মানুষের ভীড়ে-
শুধু তুমি আর আমি!
খুঁজে বেড়াবে ; সেই বিকেল;
কিন্তু পাবে না ।
কখনো বিদ্যুতের তারে হঠাৎ
আগুনের ফুলকি দেখবে ।
কখনোবা পয়সা উল্টে শাপলা পড়বে।
খুঁজবে তখন,পাবে না।
কেউ তখন আর অপলক হয়ে তোমার
চোখ দুটোকে দেখবে না ।
কেউ আর পাশাপাশি হাঁটার সময়
তোমার হাত স্পর্শ করবে না ।
কেউ বাসে বসে ক্লান্ত
হয়ে তোমার
ঘাড়ে মাথা রাখবে না ।
কেউ তোমাকে দেখার জন্য আর
মাঝ রাস্তায়
দাঁড়িয়ে থাকবে না ।
কেউ আর তোমার
হাতে খামচি দিয়ে দাগ
ফেলতে চাইবে না ।
কেউ আর জ্বলাবে না তোমাকে ।
সেদিন খুঁজবে,
খুব খুঁজবে,
কিন্তু কোথাও খুঁজে পাবে না ।
কোথাও না ॥
©somewhere in net ltd.