নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না।

চেষ্টা করছি কিছু করার।

বর্ষণ মাহি

বর্ষণ মাহি › বিস্তারিত পোস্টঃ

ঠিকানা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৩

সেই এক বিন্দু জল,

যার গতিপথ ওই আকাশ থেকে মাটি ...



সে মেঘ হয়ে উড়ে বেড়ায় আকাশে।

উপর থেকে মাটি দেখে,

মাটির গাছপালা আর মানুষগুলোকে দেখে।

সে যেতে চায় মাটির কাছে-

গাছপালার কাছে -

আর মানুষগুলোর কাছে-





তার গতিপথ ওই আকাশ থেকে মাটি অবদি।



আকাশ থেকে মাটিতে নেমে আসার পর

সে নি:শ্বেষিত হবে ।

সে জানে ...

তবুও সে নেমে আসতে চায়,

ক্ষণিকের জন্য কাছ থেকে দেখতে চায় ।



একদিন --

সে বর্ষা হয়ে ঝড়ে পড়ে।



কিন্তু,

এত আশা নিয়ে যে ঝড়ে পরা -

তা আর পূরণ হয় না,

সভ্যতা তা হতে দেয় না ।



সে আছড়ে পরে পিচ ঠালা রাস্তায়,

নয়তো কংক্রিটের দেয়ালে।

অবশেষে সে স্থান পায়,

পচা নর্দমায় ॥



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.