নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না।

চেষ্টা করছি কিছু করার।

বর্ষণ মাহি

বর্ষণ মাহি › বিস্তারিত পোস্টঃ

তুমি আমার কৃষ্ণ হবে?

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৩

তুমি কি আমার কৃষ্ণ হবে?

কৃষ্ণের মত কোন নদীর ধারে বসে,

আকুল হয়ে বাঁশিতে সুর তুলবে?

আমি সারাটি প্রহর চেয়ে রব,

মিলনের আশায় ।

মধ্যরাতে পাগল করা সুর তুলে ডাকবে তো আমায়?

আমি ছুটে আসব সিক্ত নীলাম্বরি হয়ে ।



তারপর,

সারারাত তোমার পায়ের উপর মাথা রেখে

শুনব ।

শুনব সেই পাগল করা সর্বনাশা সুর ।

চাঁদের আলো গলে পরবে।

আর আমি তারার ফুলের অঞ্জলি দেব তোমার পায়ে ।



বল না গো,

হবে আমার কৃষ্ণ?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন লিখেছেন কবি !! ভাল লাগলো

১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২২

বর্ষণ মাহি বলেছেন: ধন্যবাদ, দোয়া রাখবেন ।

২| ১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৮

জাহাঙ্গীর.আলম বলেছেন: চমৎকার লিখেছেন কবি ৷

১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৪

বর্ষণ মাহি বলেছেন: চেষ্টা করেছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.