নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না।

চেষ্টা করছি কিছু করার।

বর্ষণ মাহি

বর্ষণ মাহি › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা, ভালবাসি।

০৬ ই মে, ২০১৪ রাত ১২:৩৫

ঘুমন্ত ঐ নিষ্পাপ মুখে,

কি লেখা আছে বলতে পারো?

স্পর্শটা আমায় আরো শুদ্ধ করে দেয় ।



গভীর রাতের কামনা জড়ানো চোখে,

এত কি আছে বলতে পারো?

আমায় আরো পাগল করে দেয় ।



ভালবাসার ঐ গভীর আলিঙ্গনে

কি জাদু আছে বলতে পারো?

আমায় ভিষন তন্ময় করে দেয় ।



ভেজা অথচ উষ্ণ ঠোঁটের লেপ্টে যাওয়া চুম্বনে

কি দূরন্ত আছে বলতে পারো?

আমায় বড্ড অস্থির করে দেয় ।



বলতে পারো?

ঐ অদ্ভুত অসংগায়িত ভালবাসায় কি আছে ?

যে আমায় প্রতিটি দিন -

আরো বেশি করে ভালবাসতে বাধ্য করে দেয় ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৪ রাত ৯:০৭

নীল ভোমরা বলেছেন:

''বলতে পারো?
ঐ অদ্ভুত অসংগায়িত ভালবাসায় কি আছে ?''

সজ্ঞায়িত করার কিছু নাই...... সবটাই উপলব্ধির বিষয়!

২| ২১ শে মে, ২০১৪ দুপুর ১২:৪২

বর্ষণ মাহি বলেছেন: একদম ঠিক ।
:)

৩| ২২ শে মে, ২০১৪ রাত ৯:৩৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালোবাসাময় কবিতা।
বেশ লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.