![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালও আমি পূর্ণ ছিলাম,
ছিল চোখে চোখ,
হাতে হাত,
আর হৃদয় ছিল আর্দ্র ।
কালও আমি পূর্ণ ছিলাম,
রাধাচূড়ার ছায়ায়-
ক্ষণকাল ছিলাম পৃথিবীর বাইরে,
কোন অসীমে ।
কালও আমি পূর্ণ ছিলাম,
ভিতরটা ছিল ভালবাসায় টইটম্বুর।
আমি অসীমকে পেয়েছিলাম অসীমের মাঝে,
আর এক সমূদ্র মুক্ত দানা !
কালও আমি পূর্ণ ছিলাম,
পাওয়ার এক আশ্চর্য অহংকার ছিল,
হাত ভর্তি চাঁদের আলো ছিল,
আর সাথে ছিল গোটা মহাবিশ্ব ।
কালও আমি পূর্ণ ছিলাম,
একজোড়া ভ্রমর ছিল,
ছিল শিশির ভেজা দুটো পাপড়ি,
আমি অবাক হয়ে দেখছিলাম ।
কালও আমি পূর্ণ ছিলাম,
কারণ আমি ছুঁয়ে ছিলাম
এক স্বচ্ছ পরশ পাথর ।
যার স্পর্শে ক্রমশ শুদ্ধ হচ্ছিলাম ।
কিন্তু আজ অজস্র পূর্ণতা দেয়া পূর্ণতা,
আজ আমায় শূন্য করে রেখে গেল।
রেখে গেল জানালার ধারের বিষন্নতা ,
একটি নুপূর,
আর অসহ্য আকাঙক্ষা ।
২০ শে জুন, ২০১৪ রাত ৯:৪৩
বর্ষণ মাহি বলেছেন: ধন্যবাদ + :p
২| ১৭ ই জুন, ২০১৪ রাত ১১:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর।
২০ শে জুন, ২০১৪ রাত ৯:৪৪
বর্ষণ মাহি বলেছেন: কি সুন্দর? আমি নাকি কবিতা? :p
৩| ১৮ ই জুন, ২০১৪ রাত ১২:০৮
জাহাঙ্গীর.আলম বলেছেন: ভাল লাগল ৷
২০ শে জুন, ২০১৪ রাত ৯:৪৫
বর্ষণ মাহি বলেছেন: আমার ও ॥
৪| ১৮ ই জুন, ২০১৪ রাত ১২:৩৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ !!!
প্রথম লাইনে কালও আমি পূর্ণ ছিলাম, হবে না?
২০ শে জুন, ২০১৪ রাত ৯:৪৯
বর্ষণ মাহি বলেছেন: স্লিপ অব ফিঙ্গার ॥ সরি ।
৫| ২১ শে জুন, ২০১৪ রাত ১১:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
২২ শে জুন, ২০১৪ রাত ২:৪২
বর্ষণ মাহি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই ॥
৬| ২৭ শে জুন, ২০১৪ দুপুর ১২:০৮
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: কালও আমি পূর্ণ ছিলাম,
একজোড়া ভ্রমর ছিল,
ছিল শিশির ভেজা দুটো পাপড়ি,
আমি অবাক হয়ে দেখছিলাম ।
কালও আমি পূর্ণ ছিলাম,
কারণ আমি ছুঁয়ে ছিলাম
এক স্বচ্ছ পরশ পাথর ।
যার স্পর্শে ক্রমশ শুদ্ধ হচ্ছিলাম ।
কিন্তু আজ অজস্র পূর্ণতা দেয়া পূর্ণতা,
আজ আমায় শূন্য করে রেখে গেল।
রেখে গেল জানালার ধারের বিষন্নতা ,
একটি নুপূর,
আর অসহ্য আকাঙক্ষা - চমৎকার নান্দনিকতার ছোঁয়ায় জড়ানো কয়েকটা শব্দ , যেগুলো গেঁথেছেন সুনিপুণ ভাবেই ...
প্রথম ভালোলাগা জানিয়ে গেলাম ...
৭| ১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৩
নক্ষত্রচারী বলেছেন: পিলাস
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৪ রাত ১১:৩৩
একজন ঘূণপোকা বলেছেন:
পুত্তুম প্লাস।
বেশ লাগল