নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না।

চেষ্টা করছি কিছু করার।

বর্ষণ মাহি

বর্ষণ মাহি › বিস্তারিত পোস্টঃ

আসুন পাশে দাঁড়াই

০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১:০৬

সেদিন একটা আট দশ বছরের শিশুকে রাস্তায় মার খেতে দেখলাম।

কি করেছে সে?

একটা দোকান থেকে চুরি করে একটা চপ খেয়েছে । তাই দোকানদার তাকে ধরতে পেরে উত্ত্যম মধ্যম দিয়েছে ।

আমি কিন্তু সেদিন সবার মধ্যে দাঁড়িয়ে থেকে ওর মার খাওয়া দেখছিলাম । আর মনে মনে বলছিলাম কেন কেউ ওর দিকে এগিয়ে যাচ্ছে না ? কেন ওকে কেউ মার খাওয়া থেকে রক্ষা করছে না?



আমিও কিন্তু ঐদিন এগিয়ে যাই নি । আমিও কিন্তু ওকে মারের হাত থেকে বাঁচাই নি ।



"there is Over 600,000 Street children living in Bangladesh" - এটা উইকিপিডিয়ার তথ্য । আপনি আমি সকলেই জানি আসল সংখ্যাটা এর থেকে অনেক বেশি ।



এই ৬ লাখের বেশি এসব ছেলেমেয়েদের কিন্তু কোন ঈদ নেই । ঈদ এ তারা নতুন জামা পাওয়ার আশা করে না।এমন কি ক্ষিদের সময় তারা একমুঠো ভাত যোগাড় করতে পারে না ।



আমাদের ক্ষিদে পেলে আমরা কত কিছু খাই । চিকেন ফ্রাই , পিজা , বার্গার ইত্যাদি । ঈদ এ কত কিছু কিনি। এক্তার জায়গায় ৩টা জামা কিনি । তখন কি আমাদের ওদের কথা একবার মনে পরে?



আসুন না এই ঈদ এ ওদের কথা ভাবি। কিছু আর্থিক সাহায্য করে ওদের ঈদ এ একটা নতুন জামা উপহার দিই ।



আমরা উদ্যোগ নিয়েছি । আপনারা সফল করুন ।



ফেবু ইভেন্ট এর লিঙ্ক View this link

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৪৬

ঢাকাবাসী বলেছেন: কাব্য, তত্ব বা আবেগের উপাদান হিসেবে কথাগুলো ভাল, বাস্তবে ওটা সহজ না। শুধু ঢাকা শহরেই ত্রিশ চল্লিশ লাখ টোকাই আছে, কি করতে পারব? নিজস্ব গন্ডিতে চুপচাপ যতটুকু পারি করি আর কি!

০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:০৮

বর্ষণ মাহি বলেছেন: কিছু করার জন্যই না ইভেন্ট তি খোলা। অনেকে মিলে এগিয়ে আসলে কি ওদের মুখে একটু হাসি ফোটানো সম্ভব নয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.