![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন একটা আট দশ বছরের শিশুকে রাস্তায় মার খেতে দেখলাম।
কি করেছে সে?
একটা দোকান থেকে চুরি করে একটা চপ খেয়েছে । তাই দোকানদার তাকে ধরতে পেরে উত্ত্যম মধ্যম দিয়েছে ।
আমি কিন্তু সেদিন সবার মধ্যে দাঁড়িয়ে থেকে ওর মার খাওয়া দেখছিলাম । আর মনে মনে বলছিলাম কেন কেউ ওর দিকে এগিয়ে যাচ্ছে না ? কেন ওকে কেউ মার খাওয়া থেকে রক্ষা করছে না?
আমিও কিন্তু ঐদিন এগিয়ে যাই নি । আমিও কিন্তু ওকে মারের হাত থেকে বাঁচাই নি ।
"there is Over 600,000 Street children living in Bangladesh" - এটা উইকিপিডিয়ার তথ্য । আপনি আমি সকলেই জানি আসল সংখ্যাটা এর থেকে অনেক বেশি ।
এই ৬ লাখের বেশি এসব ছেলেমেয়েদের কিন্তু কোন ঈদ নেই । ঈদ এ তারা নতুন জামা পাওয়ার আশা করে না।এমন কি ক্ষিদের সময় তারা একমুঠো ভাত যোগাড় করতে পারে না ।
আমাদের ক্ষিদে পেলে আমরা কত কিছু খাই । চিকেন ফ্রাই , পিজা , বার্গার ইত্যাদি । ঈদ এ কত কিছু কিনি। এক্তার জায়গায় ৩টা জামা কিনি । তখন কি আমাদের ওদের কথা একবার মনে পরে?
আসুন না এই ঈদ এ ওদের কথা ভাবি। কিছু আর্থিক সাহায্য করে ওদের ঈদ এ একটা নতুন জামা উপহার দিই ।
আমরা উদ্যোগ নিয়েছি । আপনারা সফল করুন ।
ফেবু ইভেন্ট এর লিঙ্ক View this link
০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:০৮
বর্ষণ মাহি বলেছেন: কিছু করার জন্যই না ইভেন্ট তি খোলা। অনেকে মিলে এগিয়ে আসলে কি ওদের মুখে একটু হাসি ফোটানো সম্ভব নয়?
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৪৬
ঢাকাবাসী বলেছেন: কাব্য, তত্ব বা আবেগের উপাদান হিসেবে কথাগুলো ভাল, বাস্তবে ওটা সহজ না। শুধু ঢাকা শহরেই ত্রিশ চল্লিশ লাখ টোকাই আছে, কি করতে পারব? নিজস্ব গন্ডিতে চুপচাপ যতটুকু পারি করি আর কি!