![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কর্ণফুলী আর বঙ্গোপ সাগরের মোহনা চট্টগ্রামে নেভাল নামে পরিচিত | পতেঙ্গা সমুদ্র সৈকতের পূর্বে হযরত শাহ আমানত(রা আন্তার্জাতিক বিমানবন্দরের সামনে এই স্পটটি চট্টগ্রামবাসীদের কাছে অনেক আগে থেকেই জনপ্রিয় | একটু সময় পেলেই সবাই বন্ধু-বান্ধব বা পরিবার-পরিজন নিয়ে ঘুরতে চলে যান নেভাল | শহরের যান্ত্রিকতামুক্ত নির্মল পরিবেশে নদীর পাড়ে বসে মুক্ত শীতল হাওয়া যেন দুর করে দেয় বহুদিনের জমানো ক্লান্তি | আর রসনা বিলাসের জন্য রয়েছে বিখ্যাত কাকড়া ভাজা ও পেঁয়াযু | বেশি কথা লিখে আপনাদের বিরক্তি না বাড়িয়ে চলুন দেখে নিই কিছু ছবি |
নদীতে নোঙ্গর করে রাখা জাহাজ ও নদীর ওপারে কাফকো |
জাহাজ আর ওপারের শিল্প-কারকাখানার আলোতে সন্ধ্যায় আরো মায়াবী হয়ে উঠে নেভাল |
নেভালের সৌন্দর্যের বলতে গেলে কিছুই উঠে আসেনি এসব ছবিতে | চট্টগ্রামে গেলে সময় সুযোগ করে নিজেই একবার ঘুরে আসুন | আশা করি ভালোলাগবে |
১১ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:৪০
কালো পতাকার খোঁজে বলেছেন: অসাধারণ একটা জায়গা | চট্টগ্রাম গেলে অবশ্যই একবার যাওয়া হ্য় |
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:১৫
রিফাত হোসেন বলেছেন: ৬৬+++
২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৫
কালো পতাকার খোঁজে বলেছেন: ধন্যবাদ ।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:২৬
প িথক বলেছেন: নয়টা ছবির জন্য +++++++++
২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৯
কালো পতাকার খোঁজে বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪৭
বাংলার আগন্তুক বলেছেন: অনেক সুন্দর। প্রিয় চট্টগ্রামের কথা মনে পড়ে গেলো। আমি কি আপনার ছবিগুলো এই সাইটে ব্যবহার করতে পারি?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩৯
কালো পতাকার খোঁজে বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে শেয়ার করতে পারেন ।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪৯
মাসুদ০১৯১ বলেছেন: ১৫নং ঘাট দিয়ে প্রতিদিন যাওয়া হয় !
২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩৯
কালো পতাকার খোঁজে বলেছেন: ধন্যবাদ ।
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫২
চাঁটগাইয়্যা বাদশা বলেছেন: সহমত. really wonderfull in the night.
২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪০
কালো পতাকার খোঁজে বলেছেন: ধন্যবাদ ।
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩২
গোলাম রব্বানী রাব্বি বলেছেন: ঠিকই বলেছেন, ফটো দিয়ে নেভালের সৌন্দর্য বর্ণনা করা যাবেনা।
প্রায়ই যাওয়া হয় সেখানে। বন্ধুদের সাথে সন্ধ্যার মোহনীয় পরিবেশে বাতাসের তালে তালে সুদূর সমুদ্রের জাহাজগুলোর দিকে তাকিয়ে থাকতে ভালই লাগে।
খুব রোমান্টিক একটা পরিবেশ। আপনারা যারা আগে যাননি তাদের বলছি,
বিকালে গিয়ে পুরো সন্ধ্যাটা নেভাল কাটিয়ে দেখুন পুরো রাতটাই সেখানে কাটিয়ে দিতে ইচ্ছা করবে।সাথে যদি গীটার থাকে টুং টাং করতে পারেন। এর ঠিক পাশেই আছে পতেঙ্গা সী বিচ, বাটারফ্লাই পার্ক ও শাহ আমানত বিমানবন্দর। এগুলো সবকিছুই ঘিরে আছে কর্ণফূলী নদী ও সমুদ্র। আশা করি আপনাদের ভ্রমন ভালই কাটবে।
নেক্সট শুক্রবার বন্ধুরা মিলে যাওয়ার চিন্তাভাবনা আছে। মাঝে মাঝে রিলাক্সের জন্য নেভালই আমার বেস্ট চয়েজ। লেখককে ধন্যবাদ আমার মনের মত একটা জায়গা ব্লগে তুলে ধরার জন্য।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৩
কালো পতাকার খোঁজে বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য। ঢাকায় থাকি তাই চট্টগ্রামের এসব সৌন্দর্য্য অনেক মিস করি ।
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৮
আইজউদদীন বলেছেন: যাইতে মুন চায়
দারুন
০৬ ই মার্চ, ২০১২ দুপুর ১২:০৩
কালো পতাকার খোঁজে বলেছেন: ঘুইরা আসেন ।
৯| ০৫ ই মার্চ, ২০১২ রাত ১১:০২
অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: এইখানেই কি আপ্নে ডেটিং করতেন?
০৬ ই মার্চ, ২০১২ দুপুর ১২:০৪
কালো পতাকার খোঁজে বলেছেন: ডেটিং কর্তারিনাই । এখানে মজা হইলো রাতে । আর হেইতো রাইতে বাসায় যাইতো গা
১০| ০৯ ই মার্চ, ২০১২ বিকাল ৪:৩৭
ডিউরডান্ট ডি শিমুল বলেছেন:
ফটোগুলা সম্ভবত সন্ধার দিকে তোলা, অথবা ক্যামেরা রেজ্যুলেশন ভালোনা।
পোস্টে প্লাস। +++
১৩ ই মার্চ, ২০১২ দুপুর ১২:১৩
কালো পতাকার খোঁজে বলেছেন: হুমম সন্ধ্যার সময় এটা, কারণ ওখানে যাওয়া হয়ই ঐ সময় । আর ক্যামেরা পিএনএস ।
১১| ০৯ ই মার্চ, ২০১২ বিকাল ৫:০৩
অনিরূদ্ধ বলেছেন:
চট্টগ্রামে আমার সবচেয়ে পছন্দের জায়গা
চট্টগ্রাম গেলে এখানে যাওয়া মিস হয়না।
নেভালের অপর পাড়ে পার্কি বীচের ওপর জীবনে প্রথম এবং একমাত্র পুর্ণ রংধনু দেখেছিলাম! উফফ সে যে কি সৌন্দর্য্য!! রংধনুর শুরু এবং শেষ- ৭ রঙের পুরো অর্ধবৃত্তটা আমার চোখের সামনে
১৩ ই মার্চ, ২০১২ দুপুর ১২:১৫
কালো পতাকার খোঁজে বলেছেন: ধন্যবাদ । আপনি তো রংধনু দেখছেন । সাগর তীরে এই জিনিস দেখার সৌভাগ্য আমার এখনো হয়নাই ।
১২| ১৬ ই মে, ২০১২ দুপুর ১:৩৭
মাসুদ যা বলেছেন ঠিকই বলেছেন: আসল সৌন্দর্য কিন্তু একাডেমির ভিতরে।
১৩| ১৬ ই মে, ২০১২ দুপুর ১:৪০
মুহিব বলেছেন: শাহীন কলেজে পড়ার কারনে এই সৌন্দর্য কিছুটা আমি নিয়মিতই দেখতাম।
১৪| ২৪ শে জুলাই, ২০১২ দুপুর ১:১৩
অংগীকার বলেছেন: ব্রাদার ফাটাফাটি ভিউ। অনেক ধন্যবাদ।
১৫| ২৪ শে মে, ২০১৩ সকাল ১০:৩৮
খেয়া ঘাট বলেছেন: খুব বেশী সুন্দর।
১৬| ২৪ শে মে, ২০১৩ সকাল ১০:৫৭
মামুন রশিদ বলেছেন: প্রতি মাসেই চট্রগ্রাম যাই, নেভালে এখনো যাওয়া হয়নি । নেক্সট চট্রগ্রামে গেলে নেভাল ট্যুর মাস্ট
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১১ সকাল ১১:৫২
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: এত এত বার যাওয়া আসা করেছি এই পথে, কত যে সন্ধ্যা পার করেছি ১৫ নং ঘাট আর নেভাল একাডেমীর সামনের বাধে আড্ডা দিয়ে। অনেক স্মৃতিময় সময় ছিলো। মিস করি সেই সময়, আর রাতের সেই ঝকমকে কর্ণফুলীকে।