নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

েসােহ৬২

েসােহ৬২ › বিস্তারিত পোস্টঃ

ক্রেডিট কার্ড প্রসঙ্গে সাহায্য চাই !!!!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২


আমি আসিফ,
আমি একটি বিদেশী কোম্পানিতে মাচেন্ডাইজিং এ চাকরি করি। আমার বেতন মাসিক ৩০০০০ টাকা। কিন্তু আমি সব বেতন একসাথে ব্যাংকে পায় না।
১৬০০০ টাকা আমার এ,বি ব্যাংকের সেলারী একাউন্টে আসে এবং বাকি ১৪০০০ টাকা আমি ক্যাশে পাই।আর এটা আমাদের অফিসের একটা নিয়ম।
আমি এখন এম বি এ করছি।আমার সেমিস্টার ফি বাবদ মাসের যে কোন সময়ে টাকা দরকার পড়ে। এত বড় এমাউন্ট কোন বন্ধু বান্ধব হতে মেনেজ করা খুবই কঠিন।আর সব সময় ধার করা ও আমার খারাপ লাগে।তাই আমি ক্রেডিট কার্ড করতে আগ্রহী। আর ক্রেডিট কার্ড করতে চাইলে ব্র্যক ব্যাংকের একজন বলে আমার সেলারী একাঊন্টে প্রতি মাসে কমপক্ষে ২০০০০ ডেবিট হতে হবে। কিন্থূ আমি ২০০০০ হতে ও চেশি আয় করি,আর আমি অফিসিয়াল যা কোন ডকুমেন্ট ও দেখাতে পারব। এ অবস্থায় কেমনে আমি একটি ক্রেডিট কার্ড পেতে পারি।আর কোন ব্যাংকের ক্রেডিট কার্ডে ঝামেলা কম.।।।???????????দয়া করে একটু জানাবেন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

হানিফঢাকা বলেছেন: এইটা ব্যাঙ্কাররা ভাল বলতে পারবে। আশা করি যেসব ব্লগার যারা ব্যাঙ্কার তারা আপনাকে এই ব্যাপারে সমাধান দিবেন। আমি আপনাকে যেটা বলব তা হচ্ছে, ক্রেডিট কার্ড না নেবার চেষ্টা করুন। যদি একবার এইটা ঠিক মত ম্যনেজ না করতে পারেন, এর ভায়বাহ এফেক্ট সামাল দেওয়া খুব কষ্টকর হয়ে যায়। তারপরেও যদি নিতে চান তবে.

১। যে ব্যাঙ্ক থেকে নিবেন তাদের সাথে যোগাযোগ করুন।

২। তাদের কে সমস্যাটা খুলে বলুন। আপনার যেটা সমস্যা এইটা ইউনিক না। বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানি এই কাজ করে উইথহোল্ডিং ট্যাক্স কমানোর জন্য যার সম্পূর্ণ বেনেফিট পায় কোম্পানির কর্মকর্তা/কর্মচারীরা। ব্যাঙ্ক এইটা ভাল করেই জানে।

৩। ব্যাঙ্ক আপনাকে বলে দিবে কি করতে হবে। সাধারণত স্যালারি সার্টিফিকেট লাগে, আর হয়ত বলবে বাকি যে টাকাটা ক্যাশে পান তা যদি ব্যাংকে ডিপোজিট করে থাকেন তার একটা স্টেটমেন্ট দিতে। যদি আপনার ক্যাশে পাওয়া টাকা আপনি ব্যাংকে ডিপোজিট না করেন, তবে এখন থেকে ৩ মাস ঐটা ব্যাংকে প্রথমে ডিপোজিট করেন। (ডিপোজিটের পরে যে কোন সময়ে তুলে নিলে কোন সমস্যা নাই)

৪। এতেই কাজ হবার কথা। আপনার প্রথম কাজ হচ্ছে এদের সাথে যোগাযোগ করে আলোচনা করা।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২

হাবীব কাইউম বলেছেন: ভাই আমারও প্রথম কথা : ক্রেডিট কার্ড হইতে এতশো হাত দূরে থাকুন।

আমার দেখামতে ক্রেডিট কার্ডে খরচ সবচেয়ে কম SIBL-এ। মাসিক ইনস্টলমেন্ট সবচেয়ে কম IBBL-এ।

স্যালারির জন্য আপনি যেটা করবেন তা হলো আপনার কোম্পানির কাছ থেকে আপনার একটা Pay Certificate নেবেন। এটাই আপনার বেতনের প্রমাণ। ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ঢোকে সেটা তখন মুখ্য বিষয় হবে না।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২২

েসােহ৬২ বলেছেন: আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্যে। জানি ক্রেডিট কার্ডে অনেক হয়রানি।তারপর ও প্রয়োজনের সময় টাকা পাওয়া খবই কঠিন। তাই.।।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫০

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: আপনার অফিস নিশ্চিতভাবে ট্যাক্স ফাঁকি দেবার জন্য এই কাজ করে থাকে। ক্রেডিট কার্ড করলেও আপনি খুব বেশি খরচের লিমিট পাবেননা, খুব বেশি হলে ৩৫ হাজার। এর মধ্যে ৫০% অর্থাৎ ১৭৫০০ টাকা ক্যাশ তুলতে পারবেন। দোকানে কেনাকাটা করে বাকিটা ইউজ করতে পারবেন। এই ১৭৫০০ টাকার একটা ফান্ড আপনি নিজেই তৈরি করে নিতে পারেন প্রতি মাসে কিছু টাকা জমিয়ে। দরকারে খরচ করবেন ওখান থেকে, আবার প্রতি মাসে সেই এ্যামাউন্ট জমা করে রাখবেন। অর্থাৎ নিজেই নিজের ক্রেডিট কার্ড তৈরি করে নিলেন আরকি। ক্রেডিট কার্ড থাকলে প্রতি মাসে অপ্রয়োজনীয় খরচ হয়ে যায়, আমার ৩ টা কার্ড ছিলো, আমি জানি কি হয়। ১ টা কার্ড বাদ দিয়েছি, বাকি ২ টাও বাদ দিবো। ক্যাশ তুললে ২০০ টাকা সাথে সাথে ক্যাশ এ্যাডভান্স ফী হিসেবে কেটে নেয়, এ্যামাউন্ট বেশি হলে আরো বেশি কাটা কাটে। আবার প্রথম দিন থেকেই ইন্টারেস্ট চার্জ হতে থাকে ক্যাশে। ক্রেডিট কার্ড মাঝে মাঝে খুব কাজে আসে, কিন্তু ঝামেলা তারথেকেও বেশি। সবচেয়ে ভালো হয় নিজের একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করে নেয়া, যদি সেটা পারেন আরকি, এরজন্য দরকার ভালো সেলফ কন্ট্রোল।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: "এ্যামাউন্ট বেশি হলে আরো বেশি টাকা* কাটে"।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ব্লগারের "তাসজিদের" এই পোস্টটি দেখতে পারেন-

ক্রেডিট কার্ড এ ক্রেডিট বাড়ে?

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

নতুন বলেছেন: ভাই ৩০ K সেলারী নিয়ে ক্রেডিট কাড` বানাইয়েন না।

ক্রেডিট কাডে` দেনা বাড়ে...অনেক অপ্রয়োজনিয় খরচা বাড়ে....

যদি খুবই হিসাব করে ক্রেডিট কাড` ব্যবহার করতে পারেন তবেই নেওয়া উচিত....

কিন্তু আপনার যদি খরচের হাত বড় থাকে... তবে আমার পরামশ` হইলো এখন ক্রেডিট কাড` নিয়েন না। ১০০k আয় যখন হবে তখন নেবেন।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩১

েসােহ৬২ বলেছেন: সবার কথা শুনে অনেক ভয় লাগছে।আমি শুধু প্রয়োজনে টাকা তুলতে চাই।
আচ্ছা আমি যদি কার্ড দিয়ে কিছু কিনি তাহলে কি ইনস্টমেন্ট এ পেইড করা কি কোন ঝামেলা হবে????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.