![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার গ্রামের বাড়ি বরিশাল ,বড় হয়েছি আদমজী নগর নারায়নগঞ্জ, এখন চাকরি ওপেক্স গুরুপে
তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়
তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয়?
দুঃখের দহনে, করুন রোদনে,
তিলে তিলে তার ক্ষয়।
আমি তো দেখেছি কত যে স্বপ্ন
মুকুলেই ঝরে যায়।
শুকনো পাতার মর্মরে বাজে
কত সুর বেদনায়।
আকাশে বাতাসে নিষ্ফল আশা
হাহাকার হয়ে রয়।
প্রতিদিন কত খবর আসে যে
কাগজের পাতা ভরে,
জীবন পাতার অনেক খবর
রয়ে যায় অগোচরে।
কেউ তো জানে প্রাণের আকুতি
বারে বারে সে কি চায়।
স্বার্থের টানে প্রিয়জন কেন
দূরে সরে চলে যায়।
ধরণীর বুকে পাশাপাশি তবু
কেউ বুঝি কারো নয়।
তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়
তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয়?
দুঃখের দহনে, করুন রোদনে,
তিলে তিলে তার ক্ষয়।
আমি তো দেখেছি কত যে স্বপ্ন
মুকুলেই ঝরে যায়।
শুকনো পাতার মর্মরে বাজে
কত সুর বেদনায়।
আকাশে বাতাসে নিষ্ফল আশা
হাহাকার হয়ে রয়।
প্রতিদিন কত খবর আসে যে
কাগজের পাতা ভরে,
জীবন পাতার অনেক খবর
রয়ে যায় অগোচরে।
কেউ তো জানে প্রাণের আকুতি
বারে বারে সে কি চায়।
স্বার্থের টানে প্রিয়জন কেন
দূরে সরে চলে যায়।
ধরণীর বুকে পাশাপাশি তবু
কেউ বুঝি কারো নয়।
২| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫
রানার ব্লগ বলেছেন: এই ভাবে কপি না মারলেও পারতেন রে ভাই ।
৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫
আমি সেই জন বলেছেন: এটা কি হোলো??
৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯
সোহেল ওপেক্স বলেছেন: গান টা আমার খুব প্রিয় তাই ব্লগ এ সেভ করে রাখলাম। ( শুধুই নিজের জন্য )
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *এটা কি লিখেছেন ভাইজান? এটা তো আমার প্রিয় পুরাতন গান । নতুন কিছু লিখুন, নতুন কিছু করুন, নতুন করে সমাজের হাল ধরুন । সমাজ সংস্কারের কথা ভাবুন । দেশের অপশক্তির বিরুদ্ধে কিছু লিখুন,কিছু বলুন, কিছু করুন । । ধন্যবাদ । ভালো থাকুন । *