![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞানবুদ্ধি হওয়ার পর থেকেই জীবনকে গভীরভাবে দেখার করার চেষ্টা করছি। আর যখন জীবনকে বুঝতে শিখেছি তখন থেকে অবিরাম সংগ্রাম চালিয়ে যাচ্ছি স্বর্গ সুখ পাবার আশায়...
বুয়েটের সমাবর্তনে অনুষ্ঠানে পুরস্কার নিতে গিয়ে এক ছাত্র খুব গর্ব করে বলেছিল, "আমার মতো ছাত্র বুয়েট আর ২য় টি পাবে না, আর আসবেও না, আমিই শেষ । আমি আজ বেরিয়ে যাচ্ছি, আর কোনোদিন এই বুয়েটে আমার মতো কোনো ছাত্র ভর্তি হতে পারবে না। আজ আমি গর্বিত যে, এতো বড় এক শিক্ষা প্রতিষ্ঠানের আমি ছাত্র ছিলাম। " সে কাঁদছিল আর কথাগুলো বলতেছিল।
তার এক স্যার এই গর্বিত হওয়ার কারণ জানতে চাইলে তখন সে বলেছিল, "কমলাপুরের রেলওয়ে স্টেশনের কাছে এক বস্তির ঘরে আমার জন্ম হয়েছে, আমি বস্তির ছেলে। ছোট বেলায় বাবা মারা যায়। মা দিনের বেলায় ভিক্ষাবৃত্তি করত আর রাতে এক বাসায় কাজ করত। আমি বস্তির এক স্কুলে পড়তাম। ছোট থেকেই লেখা-পড়ায় চৌকস ছিলাম। স্কুলের ফাঁকে ফাঁকে আমি স্টেশনে বাদাম বিক্রি করতাম, স্টেশনে পড়ে থাকা ইংলিশ পত্রিকার টুকরা টুকরা কাগজ কুড়িয়ে পড়তাম। আমি যখন ক্লাস থ্রিতে উত্তীর্ণ হলাম, ঐ বস্তির স্কুলের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে। আমার পড়ালেখার প্রতি আগ্রহ দেখে এক ভদ্রলোক আমার দিকে সাহায্যর হাত বাড়িয়ে ছিল। সেই ভদ্রলোকটির জন্য আজ আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি।
আজ মা বেঁচে নেই,থাকলে দৌড়ে গিয়ে জোড় গলায় বলতাম, মা! তোমার এই বস্তির ছেলে, বাদাম বিক্রিওয়ালা ছেলেটি আজ ইঞ্জিনিয়ার। "কিন্তু ভাগ্যর নির্মম পরিহাস, তিনি আজ নেই। আজ আমার একটাই পরিচয়, আমি বস্তির ছেলে। যা বলতে আমার এতটুকু দ্বিধাবোধ হয় না......"
Abrar Islam
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১১
কাল হিরা বলেছেন: জল