নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব।

সজিব। › বিস্তারিত পোস্টঃ

নগণ্য কৌতুহল

০১ লা মে, ২০১৬ সকাল ১১:৫৫

শুধুই দেখতে চাওয়া
দেখতে চেয়েছিলাম,
কারো চোখের অশ্রুতে কতোটা সিক্ত হওয়া যায়।
নিজেকে ঢেলে উজার করে দিয়ে কতোটা রিক্ত হওয়া যায়।
যেমন করে চাইছি আমি দেখতে গোটা আমায়।
প্রত্যাশা ছিল.....
খোলস ছেড়ে বেরিয়ে আসবে একটা কোন ভীষণ গোপন প্রিয় প্রিয় সুখ।
এলোনা বন্ধ চোখের ফ্রেমে আটকে থাকা একটিও প্রিয় মুখ।
হায়রে ভালবাসা, এ কেবলই ভালবাসা।
বাসতে কিংবা না বাসতে পারার ভালবাসা।
তলিয়ে যাবার ভয়টা আছে যেনেও হাটতে হাটতে চোরাবালির প্রান্ত থেকে কেন্দ্রে চলে আসা।
মৃত্যু আছে জেনেও মৃত্যুকেই আলিঙ্গন করা।
এ শুধুই দেখতে চাওয়া।


উৎসর্গ তাকে করছি যার শব্দালঙ্কারে বারে বারে মুগ্ধ হতে হয়।
রিপি আপনাকে।

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৬ রাত ১২:৪৫

রিপি বলেছেন:
প্রিয় কবি আপনার কবিতায় আমি যথারীতি মুগ্ধ। কিভাবে পারেন এভাবে গুছিয়ে লিখতে !!!!! চমৎকার বললেও হয়তো অনেক কম বলা হবে।

খোলস ছেড়ে বেরিয়ে আসবে একটা কোন ভীষণ গোপন প্রিয় প্রিয় সুখ।
এলোনা বন্ধ চোখের ফ্রেমে আটকে থাকা একটিও প্রিয় মুখ।
হায়রে ভালবাসা, এ কেবলই ভালবাসা।
বাসতে কিংবা না বাসতে পারার ভালবাসা।


অসাধারন। কবিতায় অনেক অনেক অনেক ভালোলাগা।

০২ রা মে, ২০১৬ রাত ১:০৪

সজিব। বলেছেন: জানিনা এত্ত ভালো কেন বলেন আপনি। কারন আমার থেকে ও হাজার গুন ভালো লিখেন আপনি। আপনার লেখা পড়লে আমার অনেক হিংসা হয় জানেন।

২| ০২ রা মে, ২০১৬ রাত ১:১১

রিপি বলেছেন: হু হিংসা করতে থাকেন আপনি। আর আমি আপনার কবিতায় হিংসা করতে থাকি। চলুক ইনোসেন্ট এই হিংসাহিংসি। :P
তবে সিরিয়াসলি সজিব,আমি যখন আপনার কবিতা পড়ি তখন মনে হয় আমার ভাবনা গুলি, শব্দ গুলি আপনার কলম দিয়ে বের হয়েছে। এটা যেন আমারি কবিতা আরেকজন লিখে দিয়েছে। :)

০২ রা মে, ২০১৬ রাত ১:৩১

সজিব। বলেছেন: হাহাহা !!!! ইনোসেন্ট হিংসাহিংসি :-) ভালোই বলেছেন। তবে আজকের এই কবিতা আপনাকে উৎসর্গ করলাম রিপি।

৩| ০২ রা মে, ২০১৬ রাত ১:৩৪

রিপি বলেছেন: তাই !!! তো লিখে দেন উৎসর্গ রিপি ফাগল। :P

০২ রা মে, ২০১৬ রাত ৩:৪৭

সজিব। বলেছেন: লিখে দিয়েছি রিপি । আর আপনার কি নিজেকে পাগল মনে হয় ?

৪| ০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

রিপি বলেছেন:
নাহ পাগল কি নিজেকে কখনো পাগল বলে !!
তবে ভালো ভালো লেখা পড়লে মাঝে মাঝে পাগল হয়ে যাই আনন্দে। মাঝে মাঝে চোখও ভিজে যায়।
এতো সুন্দর একটা কবিতা আমাকে উৎসর্গ করেছেন ... মনে হলো চাওয়ার চেয়ে পাওয়াটা একটু বেশী হয়ে গেল আমার। ধন্যবাদ অনেক অনেক অনেক। লিখতে থাকুন প্রাণ খুলে। থামবেন না কখনো।

০২ রা মে, ২০১৬ রাত ৮:২৮

সজিব। বলেছেন: আপনি পাগল না হলে মাগল হবেন। মাগল অর্থ জানেন তো ? আর এত্ত ধন্যবাদ দেওয়ার কিছু নেই। বেশি ধন্যবাদ দিলে কেমন পর পর মনে হয়। আসলে আমরা আমরাইতো নাকি ।

৫| ০২ রা মে, ২০১৬ রাত ৮:৩০

রিপি বলেছেন: হম আপন পরের হিসেব পরে হবে । আগে বলেন মাগল মানে কি? /:)

০২ রা মে, ২০১৬ রাত ৯:৪৭

সজিব। বলেছেন: আমাদের পা লম্বা কিন্তু বলা হয় পাগল এটাকে পাগল না বলে মাগল বললে ভালো হতো না ? কারন আমাদের মাথাটাই গোল । মাথা গোল=মাগল, পা গোল= পাগল

৬| ০৩ রা মে, ২০১৬ রাত ১১:৪৪

রিপি বলেছেন:
হা হা হা। হুম উত্তর ভালো লেগেছে। :D

৭| ০৭ ই মে, ২০১৬ রাত ৩:১৯

রিপি বলেছেন: কাব্য
নীলকাব্য
অতন্দ্রিলা
অধরা
চন্দ্রবিলাস
নীলান্জনা
অমরাবতী
সুলেখা
নীলিমা
মেঘবালিকা
মেঘমালা
মেঘকন্যা
রাজশ্রী
অরন্য
আরন্যিক
পুর্নতা
গল্পকথা
নিশিথ
পথিক
প্রান্তিক
প্র‌িয়তা
প্রিয়তমেষু
প্রেম
পূজা
প্রিতম
আজলা
ভাবনা
বৃষ্টি
বৃষ্টিবিলাশ
আকাশী
নীল
শতরূপা
শুভ্র
শুভ্রতা
সচ্ছতা
সেমন্তি
দিগন্ত
সীমান্ত
স্বপ্ন
চন্দ্রজল
সমাপ্তি
তায়া, তরী, নিহা (এরা আমার গল্পের নায়িকা ) :D
চন্দ্রালোকের পথিক ( এটা আমার দেয়া আমার নাম) :P



আপাতত এই মনে আসছে...।আর মনে করতে পারছিনা.. :-<

৮| ০৭ ই মে, ২০১৬ রাত ৩:২৬

রিপি বলেছেন:


স্পর্শ
স্বপ্নলোক
কথা
নম্রতা
নিধি
ঘুম
দীঘি
দিপ্তশিখা
পবন
অলোক
অপরাজিতা
পূর্বাহ্ন



মেয়ে মানুষ তাই খালি মেয়ে মানুষের নামি মনে আসে।

৯| ০৭ ই মে, ২০১৬ রাত ৩:৫৩

রিপি বলেছেন: আরও কয়েকটা মনে হলো।


রুদ্র
অরুদ্র
পূজা
পারমিতা


:D

১০| ০৭ ই মে, ২০১৬ সকাল ৯:৪৯

সজিব। বলেছেন: thnku ripi actually amar meyeder nam e drkr chilo. Onk onk tnx apnake. Ripi amar na ekta prblm hoye gese pc theke blog a log in e korte parchina. Ty banglay o likhte parlm na

১১| ২৫ শে মে, ২০১৬ রাত ১:০৭

রিপি বলেছেন: আপনার কাব্যিক নামের কি হলো!

২৮ শে মে, ২০১৬ রাত ১০:৪৩

সজিব। বলেছেন: আপনার অপেক্ষায় আছিতো এখনো

১২| ৩০ শে মে, ২০১৬ রাত ১২:১০

রিপি বলেছেন: ইশ চাপা কম মারেন। পরীক্ষা তো শেষ হয়ে গেছে। নতুন কিছু গল্প কবিতা লিকে ফেলেন।

৩০ শে মে, ২০১৬ রাত ৯:২৪

সজিব। বলেছেন: চাপা না । একদম সত্য কথা। পরীক্ষা এখনো শেষ হয়নি। ১২ তারিখে শেষ হবে ।

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

রিপি বলেছেন: আপনার লেখা মিস করছি অনেক। :(

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:২৯

রিপি বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.