নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজীব ইসলাম রহিম

সজীব ইসলাম রহিম › বিস্তারিত পোস্টঃ

যে কারণে ঠোঁটে জিভ লাগাবেন না

১২ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫২


শুষ্কতা থেকে বাঁচতে গোসলের পরে বা আগে কেউ মাখছেন তেল, কেউ মাখছেন ক্রিম বা ময়েশ্চারাইজার৷ কিন্তু শরীরের অন্যান্য অংশ ঠিক থাকলেও, বার বার শুষ্ক হয়ে আসছে আপনার ঠোঁট৷ ক্রিম মেখেও কোনও লাভ হচ্ছে না৷ আর অস্বস্তির চোটে বার বার ঠোঁটকে ভিজিয়ে নিতে জিভকে লাগাচ্ছেন কাজে ৷

রূপ বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে এই ধরণের অভ্যাস খুবই সাধারণ, অল্প বিস্তর সবাই এই কাজ করে থাকে ৷ কিন্তু এটা করলে, ঠোঁট ভালো হওয়ার পরিবর্তে, ঠোঁটের ক্ষতি হয় বেশি৷

রূপ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এমনিতেই এই সময় ঠোঁট শুষ্ক হয়ে যায়৷ আর শুষ্ক ঠোঁটে বার বার জিভ ছোঁয়ালে, তা আরও শুষ্ক হতে পারে৷ রূপ বিশেষজ্ঞরা বলছেন, এর অভ্যাস ত্যাগ না করলে, জিভ শুষ্ক হয়ে ফেঁটে যেতে পারে৷ চামড়াও উঠতে পারে৷ এমনকী অনেক সময় রক্তও বের হতে পারে ঠোঁট দিয়ে৷ এর থেকে রক্ষা পেতে নিয়মিত ঠোঁটের যত্ন নিতে হবে৷

মুখ ধোয়ার সময় নরম হাতে ঠোঁট ঘষে নিন৷ তারপর লিপ বাম লাগান৷ রাতে শোয়ার আগে মোটা করে বোরোলিন লাগিয়ে নিন৷ গোলাপ জলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ঠোঁটে মাসাজ করুন৷ ভালো ফল পাবেন৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.