নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা প্রথম বইমেলা (সচিত্র)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:১৯





১.



একাডেমী চত্বরে মাস ব্যাপী কবি/লেখকদের মিলন মেলা আর এই মিলন মেলা দেখতেই আমার প্রথম মেলা দর্শন। এই প্রথম আমি মেলা প্রাঙ্গনে পা রাখলাম।

প্রধান ফটক পেরিয়ে পা রাখলাম মেলা প্রাঙ্গনে পা রাখার আগেই প্রথমেই নজরে এলো রমনা কালী মন্দিরের ফটকটি চলে গেলাম সেখানে।



পাশেই পানা ঢাকা পুকুর। আশ-পাশের চত্বর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে লালরঙা চেয়ার। মনে হচ্ছিল বইয়ের সাথে সাথে যেন লালের মেলা বসেছে।

গেট পেরিয়ে চলে গেলাম লিটলম্যাগ প্রাঙ্গনে।

আমি একুশে বই মেলা নিয়ে যা ভাবতাম আসলে সেরকম কিছুই না। এর চে, আমাদের মফস্বল শহরের বৈশাখী মেলা গুলো অনেক বড় রকমের পরিধি নিয়ে হয়ে থাকে। মেলায় যে উপচে পড়া ভীড় তাতে বই প্রেমী জাতীয় মানব/মানবী খুব কমই নজরে এলো। বেশ ভালো নজরে এলো ফুচকা, চটপটি খাদকদের।



মেলায় কোন কবি বা লেখকের সাথে আমার দেখা হয়নি; তবে এমনও হতে পারে হয়তো আমি চিনতে পারিনি কোন না কোন লেখক কবি সেখানে হয়ত বিদ্যমান ছিলেন। খুব কম সময় হাতে নিয়ে আমি মেলার প্রাঙ্গনে ঘুড়ে বেড়িয়েছি। ষাট মিনিট অতিবাহিত হবার পর ব্লগের একজনকে মাত্র পেলাম। তিনি নিজ উদ্যোগেই আমাকে দেখতে চেয়েছিলেন তাই দেখা হয়ে গেল। আরো দুজনের সাথে ফোনে কথা হলেও দেখা হলোনা। এক প্রকাশনীর ষ্টল থেকে আরেক প্রকাশনীর ষ্টলে উচ্ছসিত পদচারনা হলো আমার। বইয়ের গন্ধে কখনোবা নিজেকে কেমন যেন মনে হতো লাগলো।

ধুলোয় মাখানো বইয়ের মলাট কিংবা সদ্য মলাট কৃত নিম্ন মানের বাইন্ডিং দেখে কিছুটা বিব্রত অনুভুতি হল। আর যে বিষয়টাতে হতবাকত্ব হলাম সেটা হলো আমার ব্লগ ব্যাতিত অন্য কোন ব্লগের ছাউনিওয়ালা ষ্টল চোখে পড়লো না। সেবা প্রকাশনীর ষ্টলটাতেই জনসমাগম বেশি মনে হলো তার সাথে আছে অন্য প্রকাশ, দিব্য প্রকাশ অনন্যা সূচীপত্র আর নন্দিতা প্রকাশনীতেও।





২.



প্রথমেই নজরে এলা হুমায়ুন আহমেদ এর রঙ পেন্সিল ও তার আশে পাশের অনেক বই।





অগ্রদূত এর ষ্টলে প্রতীয়মান যুবকের মুখটি







প্রাইম ব্যাংকের স্পন্সর করা বর্নমালা স্ট্যাচু টি





ভালো লাগলো এই ষ্টলটি দেখে। বই আর বই, এখানে বই বিক্রি করার মানুষ কই



তারপর.....


মেলার ভেতর মহলে চোখে এলো ঘরে বসেই বই কিনতে পাওয়া রকমারী ডট কম রকমারী ষ্টল। রোদের আচ থেকে শরীর বাচাতে তরুণীর চেষ্টা আর আমার চোখ নজরে দুই মার্ত্রিক বই বহুমাত্রিক আর চতুর্মাত্রিক।







“পকেট যখন দুধহীন দই কি করে কিনি বই” যাই হোক তবুও চতুর্মাত্রিক বইটির গায়ে চোখ বুলিয়ে যখন দেখলাম ভেতরের ফ্রন্ট আকারে ছোট আর সচরাচর যে ফ্রন্ট দেখি তারচে ভিন্ন এবং বইটি আমার কেনার সাধ্য ক্ষমতার বাইরে তখন কেনা হলো না। আর বহুমাত্রিক বইটি কেনা হলো সেটারও সেই ভিন্নতা আনার চেষ্টায় ভিন্ন ফ্রন্ট।





চোখে ভাসলো মুক্তধারা...





আমি অবাক হলাম জসীম উদ্দীনের আর কৃষণ চন্দরের বই মেলায় দেখতে পেয়ে...





মেলায় দেখতে পেলাম বিষনগর আর অভ্র





এভাবেই ধুলো ভরা বুকে পড়ে আছে ডাকটিকিট এর পাশাপাশি রাহাত রাস্তির গোপন টোকা। ডাকটিকিট কিনলাম ২৫ টাকা দিয়ে (জনসাধারনের বাজেটের মধ্যে হওয়ায় বেশ’কজন কিনেছে)





বুঝতে পারলাম না চশমা ভাইয়া এভাবে কেন তাকিয়ে রইলো





চলে এলাম আমারব্লগ এর ষ্টলে





সুদীপ্ত সালামের ফটোগ্রাফী বইটি তরুন ফটোগ্রাফারদের সহযোগী হবে। সজলদার ব-দ্বীপের শায়েরী চোখে পড়লো ভাবলাম কবিতা তো অনেক পড়লাম এবার পড়া যাক শায়েরী। এই মানবী বললেন মোবাইল ফোনের উপরে একটা বইয়ের কথা কিন্তু নিতে পারলাম না ফোনের বয়স পেরিয়ে গেছে আরো ৫ বছর আগেই...

------------------------------------------------------------------------



মেলায় বইয়ের পাশাপাশি আছে বাহারী নাকফুল কাদের দুল, মাটির বাসন, লেডিস ব্যাগ, ইত্যাদি













লিটিল ম্যাগ কর্নারে আমার চোখ খুজে ফেরে....





ব্লগার ফোরাম এর পরিবেশনায় শব্দতরী ষ্টল...







সুদৃশ্য মনোরম মায়া মাখানো মলাটে প্রিয়দের লেখা আলোকিত হয়ে আছে যেন বই গুলো। নীড় গল্পগুচ্ছ, নীড় পদাবলী উঠে এলো চোখ থেকে হাতে...কিনে নিলাম শব্দনীড় ২য় বর্ষ ২য় সংখ্যাটি যে মানবীর হাত থেকে নিলাম তিনি জানালেন শব্দনীড়ের কিংবা নীড় গল্পগুচ্ছ বইয়ের লেখকগন বর্তমানে এখানে নেই... অটোগ্রাফ নেয়া হলো না। মানবীর দিকে তাকালাম মনে হলো উনাকে কোন ছাউনিওলা ষ্টলে বসিয়ে দিলেই ভালো ব্যবহারের তুলিতে পাঠকের হাতে তুলে দিতে পারতেন বইগুলো ..







এরপর কালি ও কলম ষ্টলে আমার পায়ে পা ধুলো ভরা পথ আর চোখ ওই যুবককে দেখে নিল বইয়ের বিক্রি হোক বা না হোক মোবাইলে কথা চলবেই...



-------------------------------------------------------------------



উড়ে গেল!!!

-কি ?

-দেখিসনি পাখিটা



উনি মেয়র হতে চান তাই লিফলেট নিলাম একটা।



কুড়মুড়ে মিষ্টি...



এই ছাতা লাগবে ছাতা; হরেক রঙের ছাতা; লাল ছাতা; নীল ছাতা..



মায়ের হাতে বই কেনা



সুরুজ



নন্দিতা প্রকাশনীর সামনে দাড়িয়ে তখন উনার হাসি যেন থামেই না....



আমার চোখে বইমেলা-২০১২



নাম লাগবে নাম?



৩.



অপরাবাস্তব ৬ খুজে পাইনি। রেজওয়ান মাহবুব তানিমের বইটি খুজেই পেলাম না। কবির য়াহমদের বইটি বাংলালায়ন তখনও ছাড়েনি তাই কেনা হলো না। নীল সাধুর জলজ ছায়ায় বইটি উপহার দিয়ে দিলাম একজনকে। হানিফ রাশেদীনের কবিতার বইটি হাতে তুলে নিলাম চোখে পড়লো বাইন্ডিংটি দুর্বল কিন্তু যে প্রকাশনী প্রকাশ করেছে তাদের অবস্থা সবল বইটি ঝুলিতে নিলাম। মেঘ অদিতির জল ডুমুরের গান বইটা খুজে পেলাম না আফসোস রয়ে গেল।



স্বদেশ হাসনাইনের কবিতার বই প্রকাশ করেছে ভনে প্রকাশ। চার কালারের কার্ড আকারের কবিতার বই। ব্লগারদের জন্য দাম ৬০ টাকা হলেও এখানে দেখলাম সবার জন্যই ৬০ টাকা রাখা হয়েছে। সেই সাথে মাহী ফ্লোরার কবিতার বইটিও একই রকম সুন্দর ডিজাইন করা কার্ড সিস্টেম বইটির গায়ের মূল্য ১২০ টাকা দেখে অগ্নিআখি হবার মতো অবস্থা। আমার মনে হলো সাদা পাতায় আর বেশক’টি লেখা দিয়ে বই আকারে বের করলে অনেক বেশি পাঠকের কাছে পৌছানে যেত। চোখে পড়লো নৈর্ঝর-নৈশব্দ এর সম্পাদনায় মুক্তগদ্য-২। সংখ্যাটি নিলাম খাকি রঙের মলাটে লিটল ম্যাগ। বেশ কিছু লিটল ম্যাগ নিলাম।

পরিশেষে ভাষাচিত্র প্রকাশনী থেকে নিলাম এসএম পাশার সম্পাদনায় সুদৃশ্য মলাট বন্দী বই ব্লগারদের গল্প সংকলন অবন্তি। আর সহজ কবিতার বই- তিতিরের লেখা- মেঘ হয়ে যাই। সন্ধ্যে হবার আগেই মেলা প্রাঙ্গন ত্যাগ করলাম। যার সাথে দেখা হয়েছিল সেই একমাত্র ব্লগার বন্ধু সমা বিলাই তার কাছ থেকে বিদায় নিলাম। আর এভাবেই আমার প্রথম বই মেলা দর্শন শেষ হয়ে গেল।



_________________________________________



মন্তব্য ৫৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৩২

সায়েম মুন বলেছেন: আপনার ক্যামেরা এবং কথায় বইমেলা দেখা হলো। চমতকার পোষ্ট।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৩৯

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
মেলা বই মেলা
দেখা শেষ হলো

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৩৪

নীল-দর্পণ বলেছেন: page load hote oneeek somoy lagce, tao sob pic asena :(

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৩৭

সকাল রয় বলেছেন:
আমিও সেটাই ভাবছি
কচ্ছপের মতো বসে থাকতে থাকতে মজ্জা ব্যথা করছে....:(

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪৫

শায়মা বলেছেন: বাহ!!


এত সুন্দর বইমেলা দর্শন এই প্রথম পড়লাম!!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫১

সকাল রয় বলেছেন:
তাই নাকি মায়শা

তবে কবি আর ব্লগার কারু কেউ চোখে পড়লো না
আফসোস

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫০

মুনসী১৬১২ বলেছেন: মেলা দর্শন ভার লাগল

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৩

সকাল রয় বলেছেন:
ভার কি খুব বেশি লাগলো


শুধু দর্শনই করলাম না দেখলাম বই বের করলে কেমন লাগে। এমন জেনে ভবিষ্যতের জন্য সতর্ক হলাম এই দেশে বই বের করতে হলে আগে থেকে লিয়াজো করে নিতে হবে আর তা না হলে ধুলো পড়ে থাকবে মলাটে রোদে রোদে ঘুরবে বই

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫২

নীল-দর্পণ বলেছেন: ভালো লাগলো এই ষ্টলটি দেখে। বই আর বই, এখানে বই বিক্রি করার মানুষ কই
তারপর.....
ছবিটা দেখে ভাললাগল। আমার মনে হয় এমন একটা রুম যদি থাকতো আমার কোন আসবাব থাকবে না, ফ্লোর থেকে বই রাখবো থরে থরে.... :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৮

সকাল রয় বলেছেন:
হবে তবে আগে ইচ্ছেটা ধরে রাখতে হবে।
আমরা কজন বন্ধু মিলে এমন একটা কাজ করেছি। প্রতিবছর আর যাই করি বই কিনি ২০টা করে সেটা পুরোনো হোক নতুন হোক আমরা বন্ধু সংখ্যা ১১

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৩

কাঙাল মামা বলেছেন: আপনার ছবির সাইজ অনেক বড়। ছোট করে আবার আপলোড করেন। আমারো পেইজ লোড হয় না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৫

সকাল রয় বলেছেন: মামা অনেক কষ্টে লোড দিয়েছি।
এখানে নেট পাওয়াটাই দুস্কর তার উপর বারে বারে লেড দিতে গেলে ছবি হারিয়ে ফেলব।
লোড হবে তবে এখন স্লো

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৮

আমি বীরবল বলেছেন: ভাল লাগল।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৯

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
মেলায় আপনাদের পেলে ভালো লাগতো

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৯

জাহিদুল হাসান বলেছেন: চমৎকার ছবি তুলছেন ভাই। সাথে চমৎকার বর্ননা। তবে photobucket এ ছবির লিংক দিয়ে পোষ্ট দিছেন আর আমার মত ধরা খাইলেন। ভালো স্পীডে ৩-৪ মিনিট লাগবে পুরা পোষ্ট লোড হতে। আর মোবাইল ইন্টারনেট এ ১০-১৫ মিনিট লাগতে পারে, এমনকি সব ছবি না ও আসতে পারে। আমিও বইমেলার ছবি imgur. com এ আপলোড করে পোষ্ট দিয়ে সেম ধরা খাইছি। আপনার জন্য সমবেদনা রইলো। ভবিষ্যতে এই কাম আর করবেন না প্লিজ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১১

সকাল রয় বলেছেন:
আমি হতভম্ভ হয়ে গেলাম ভাই। ধন্যবাদ জানানোর জন্য।
ফ্লিকারে লোড দেব এখন থেকে

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:০৪

দূর্যোধন বলেছেন: আমাকে ভার্চুয়ালি আরেকবার বইমেলা ঘুরিয়ে আনলেন ,ধন্যবাদ জানুন :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১২

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
আপনাকেও এই প্রথম এই প্রথম

বলুন তো কি এই প্রথম?

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১৫

জাহিদুল হাসান বলেছেন: ফ্লিকারে দিলেও সেম হবে, টেষ্টেড। সামুতেই আপলোড দিবেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২২

সকাল রয় বলেছেন: ঠিক আছে দেখি নেক্সট

ধন্যবাদ আবারও

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১৬

স্বপ্নবাজী বলেছেন: মেলাটা তবে ঘুরা হয়েই গেল

অনেক অনেক ভালো লাগা ।

শুভকামনা সব সময়ের জন্য।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২৪

সকাল রয় বলেছেন:
হ্যা
তবে আপনার বই দেখলাম
ছোট্টুর জন্য কেনা হলো

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১৮

সাদাত শাহরিয়ার বলেছেন: ভাল লাগল।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২৪

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ সূর্য দা

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫৪

স্বপ্নবাজী বলেছেন: আরে আমি বলেছি আমার ঘুরার কথা। মানে আপনার মাধ্যমে আমিও ঘুরে ফেললাম! ;)

কিসের বই! কী বলছেন এসব!!! (আকাশ থেকে পিড়ার ইমো হবে)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫৮

সকাল রয় বলেছেন: খোকা-খুকির ছড়া বইটা আপনার লেখা তো?

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫৬

ঈষাম বলেছেন: এবার যেতে পারলাম না :(

পোস্টে প্লাস !

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫৯

সকাল রয় বলেছেন:
গেলে দেখা হয়ে যেত

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০১

নীল-দর্পণ বলেছেন: proti bosor 20ta kre boi.....buddhi ta posondo hoise, tobe karo sathe share kore kinbona, jhamela hole pore jar jarta niye nibe.....ja kori nije e korbo :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৩

সকাল রয় বলেছেন:
একদিন আপনার সংগ্রহ দেখতে আসবো....
আপনি কি লোটাকম্বল বইটা পড়েছেন

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:২৪

হানিফ রাশেদীন বলেছেন: সুন্দর বইমেলা দর্শন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৬

সকাল রয় বলেছেন: কবি আপনার বই দর্শন হলো কেনা হলো । আজ আবার পড়াও হলো ।

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০৩

কোডনেম ৬৬৬ বলেছেন: "নন্দিতা প্রকাশনীর সামনে দাড়িয়ে তখন উনার হাসি যেন থামেই না...."- ঐটা অবসর/প্রতীক প্রকাশনী। প্রত্যেক বছর উনাকে ঐ প্রকাশনীতে দেখি।
...
লোড হতে জান বেরিয়ে গেল।কিন্তু লোড হবার পর ছবি দেখে আর বর্ণনা পড়ে মজা পেয়েছি :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৭

সকাল রয় বলেছেন: হুম
আসলে গুলিয়ে ফেলেছি

ধন্যবাদ

১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২২

~মাইনাচ~ বলেছেন: ভাল লাগল

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:০৫

সকাল রয় বলেছেন:
আমারও

১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৩৫

নীল-দর্পণ বলেছেন: Oke sontos jonok hole dekhabo nahoy ekdin...... :)
lotakombol porini ami...neel khet e chokhe pore boita

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:০৭

সকাল রয় বলেছেন:
সন্তোষ জনক হতে হতে রচিত হয়ে যাবে যাদেরকে মিস করে ফেললাম তাদেরকে নিয়ে লেখা "আমার কবরের দুর্বাঘাসে দিও জল"বইটি

বইটি পড়লে নতুন মোড় ঘুরে যাবে জীবনের

২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১০

tshahrear বলেছেন: এইডা আপনের প্রথম বইমেলা?!?!? - আমি তো ঢুকসি যে ভাবসিলাম আগের বইমেলার ছবি পামু.................. তা কোন ক্যামেরায় ছবি তুলসেন নামটা একটু বলেন........... ছবিগুলা সুন্দর হইসে.............

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১০

সকাল রয় বলেছেন: হুম এটাই প্রথম

ক্যামেরা মাত্র চার মেগা পিক্সেলের ক্যাসিও স্লিম ইএক্স

২১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২২

সরল মানুষ বলেছেন: চমৎকার বর্ননা! :)

মেয়র নিজে একাই লিফলেট হাতে। খুবই ইন্টারেষ্টিং

ভাল লাগা রইলো।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১০

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ

মাঝে মাঝে তব দেখা পাই

২২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫৯

নীরব 009 বলেছেন: আফসোস হচ্ছে কালি ও কলমের কিছু সংখ্যা কিনতে পারিনি। কিছু লিটোল ম্যাগাজিনও কেনা দরকার ছিল। :(



চমৎকার বই মেলা পোস্ট। পোস্টে অনেক অনেক প্লাস। আর 'বহুমাত্রি' এবং 'অবন্তি' দুটো সংকলনেই আমার লেখা আছে এবং দুটো সংকলনই আপনার কাছে আছে দেখে খুশিতে আটখানা :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:০৭

সকাল রয় বলেছেন:
বহুমাত্রিক পড়লাম কিন্তু রিভিউ লেখার মতো দু:সাহস হলো না।

অবন্তি পড়তেছি রিভিউ লিখবো

ভালো থাকবেন

২৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:০৯

স্বপ্নবাজী বলেছেন: আপনি কী বই এ লেখকের নাম দেখেন নি!
ওটা মরু বেদুইন মানে সাঈদ আরমান ভাইয়ের লেখা। :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৯

সকাল রয় বলেছেন:
আমি তো ভাবলাম আপনিই মরু

ঠিক আছে আপনার বইয়ের নাম দিয়েন

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:০১

সকাল রয় বলেছেন:
আমি তো ভাবলাম আপনিই মরু

ঠিক আছে আপনার বইয়ের নাম দিয়েন

২৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৪৬

কাকঁন বলেছেন:
আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদের সব বই এর নাম চাই
please.....:)



ভাল লাগেছে খুব।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৭

সকাল রয় বলেছেন: হুমায়ুন সমগ্র তালিকা আমি আপনাকে দিতে পারবো তবে একটু সময় লাগবে।

নো সমস্যা ভালো যে লাগতেই হবে

২৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:১৪

রেজোওয়ানা বলেছেন: ভালই তো বই মেলা পরিভ্রমণ করলেন দেখছি :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৬

সকাল রয় বলেছেন: হ্যা তবে আপনারা তখন ছিলেন সামু ব্লগার্স মিটিংএ

২৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩১

ফারজুল আরেফিন বলেছেন: সায়েম মুন বলেছেন: আপনার ক্যামেরা এবং কথায় বইমেলা দেখা হলো। চমতকার পোষ্ট। ++++++++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১৩

সকাল রয় বলেছেন:
ভবিষ্যতে সবাই যদি এভাবে ক্যামেরা বা মিডিয়ায় চোখে রেখে বইমেলা দেখে তাহলৈ মেলায় লোকসমাগম হবে না

২৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৭

স্বপ্নবাজী বলেছেন: আপনি বারবার আমাকে লজ্জা দিচ্ছেন :(

আমার বই বের হতে যাবে কেন!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১৮

সকাল রয় বলেছেন:
ও ও ও

আচ্ছা আর এমুন হবে না

২৮| ০৫ ই মার্চ, ২০১২ রাত ১১:১৫

নীরব 009 বলেছেন: বেশ ভাল হবে তাহলে। অবন্তির একটা সংখাও আমার হাতে নেই। এখনো পাইনি। নিজের গল্প ছাড়া আর কারো গল্প সম্পর্কে জানিও না। আপনার রিভিউএর অপেক্ষায় রইলাম।

১১ ই মার্চ, ২০১২ দুপুর ১:০৭

সকাল রয় বলেছেন:
রিভিউ লেখা শুর করলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.