নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রঙ্গন

ন্যায় প্রতিষ্ঠায় প্রাণ দিব

সোলজার

বিনা বেতনের সোলজার

সোলজার › বিস্তারিত পোস্টঃ

ভূমিকম্পের সময় করণীয়

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:০৯



ভূমিকম্পের সময় করণীয়

* ভূমিকম্পের প্রথম ঝাঁকুনির সঙ্গে সঙ্গে খোলা জায়গায় আশ্রয় নিন।

* ঘরে হেলমেট থাকলে মাথায় পরে নিন, অন্যদেরও পরতে বলুন।

* ঘর থেকে বের হওয়ার সময় সম্ভব হলে আশপাশের সবাইকে বের হয়ে যেতে বলুন।

* দ্রুত বৈদ্যুতিক ও গ্যাসের সুইচ বন্ধ করে দিন।

* কোনো কিছু সঙ্গে নেওয়ার জন্য অযথা সময় নষ্ট করবেন না।

* যদি ঘর থেকে বের হওয়া না যায়, সে ক্ষেত্রে ইটের গাঁথুনি দেওয়া পাকা ঘর হলে ঘরের কোণে এবং কলাম ও বিমের তৈরি ভবন হলে কলামের গোড়ায় আশ্রয় নিন।

* আধাপাকা বা টিন দিয়ে তৈরি ঘর থেকে বের হতে না পারলে শক্ত খাট বা চৌকির নিচে আশ্রয় নিন।

* ভূমিকম্প রাতে হলে কিংবা দ্রুত বের হতে না পারলে সজাগ হওয়ার সঙ্গে সঙ্গে আশ্রয় নিন ঘরের কোণে, কলামের গোড়ায় অথবা শক্ত খাট বা টেবিলের নিচে।

* গাড়িতে থাকলে যথাসম্ভব নিরাপদ স্থানে থাকুন। কখনো সেতুর ওপর গাড়ি থামাবেন ন

* এ সময় লিফট ব্যবহার করবেন না।

* যদি বহুতল বাড়ির ওপরের দিকে কোনো তলায় আটকা পড়েন, বেরিয়ে আসার কোনো পথই না থাকে, তবে সাহস হারাবেন না। ধৈর্য ধরে অপেক্ষা করুন। ভেবে দেখুন, উদ্ধারকারী পর্যন্ত আপনার চিত্কার পৌঁছাবে কি না।

* বিম, দেয়াল, কংক্রিটের ছাদ ইত্যাদির মধ্যে আপনার শরীরের কোনো অংশ চাপা পড়লে, বের হওয়ার সুযোগ যদি না-ই থাকে, তবে বেশি নড়াচড়া করবেন না। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে।

* ধ্বংসস্তূপে আটকে গেলে সাহস হারাবেন না। যেকোনো উত্তেজনা ও ভয় আপনার জন্য ক্ষতিকর হতে পারে।





Click This Link



মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১৮

লেখাজোকা শামীম বলেছেন: সুন্দর পরামর্শ ।
কিন্তু উদ্ধারকারী আসবে তো ? খবরে দেখলাম, ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভবনগুলোও ধ্বসে পড়বে। সেক্ষেত্রে তারাই তো উদ্ধারের আশায় থাকবে। তাদের উদ্ধার করবে কে ?

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১৮

অপ্রিয় সত্য ৭০০ বলেছেন: +

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৩১

শান্তির দেবদূত বলেছেন: ভালো পোষ্ট।

তবে দারুন বুদ্ধি দেই একটা। প্রতিটা হাইরাইজ বিল্ডিং এ ঢুকার সময় (রাতে ঘুমানোর সময়ও) পিঠে স্কুল ব্যাগের মত একটা প্যারাসুট নিয়া ঢুকা উচিত। একটু কাপাকাপি শুরু হইলেই, বারান্দায় গিয়া দিবেন জাম্প।

এই আইডিয়া যদি খাওয়াতে পারেন, আর প্যারাসুটের একটা দোকান খুলে বসতে পারেন, দেখবেন কয়েক মাসে কোটি পতি হয়ে যাবেন। এখনও হাওয়া গরম আছে :)

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:৫২

মেকগাইভার বলেছেন: এত কিছু করার টাইম থাকবে তো?

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৭:০৮

পলাশ১ বলেছেন: বাসায় জনপ্রতি একটা করে হেলমেট কিনে রাখা যেতে পারে।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:২০

নীল-দর্পণ বলেছেন: আমার মনে হয় করনীর কিছুই নাই। মুহুর্তেই সব শেষ....সুযোগ কোথায়....

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:৪৫

প্রদীপ মিত্র বলেছেন: ভুমিকম্পের সময় ভয়ে এতকিছু করার কথা কারো মাথায় থাকার কথা না

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৩

মুবাশ্বির বলেছেন: বিপদের সময় আযান দেয়ার কথা অনেক শুনেছি। তবে সেদিন নিজ কানে শুনলাম। আযান দিলে অনেক সময় আল্লাহ বিপদ থেকে সেই এলাকার লোকজনকে রক্ষা করেন। সুতরাং এ কাজটিও করা যেতে পারে।

আল্লাহ সবাইকে হেফাজত করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.