![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত দিন দেখিনি তোমায়
তবু মনে পরে তব মুখ খানি
স্মৃতির মুখুরে মম, আজো তবু ছায়া পরে রানী।।
কত দিন তুমি নাই কাছে
তবু হৃদয়ের তৃষা জেগে আছে
কত দিন তুমি নাই কাছে
তবু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে,
প্রিয় যদি দূরে চলে যায়
সে যে আরো প্রিয় হয় জানি।।
হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিয়েছো নিশি
সাথে লয়ে নুতন সাথী
হেথা মোর দ্বীপ নেভা রাতে
নীদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরীচিকা হায়
এ জীবনে এই শুধু মানি।।
অসাধারণ সুন্দর একটি গান আবার নতুন করে গেয়েছে মাইলসের শাফিন।
শুনুন এখানে
২৫ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৬
গাড়িয়াল ভাই বলেছেন: https://www.box.com/files/0/f/0/1/f_8300139522
২| ২৫ শে মে, ২০১৩ রাত ১১:৫৬
ইয়েন বলেছেন: vai porer link o kaj kore na :/
২৬ শে মে, ২০১৩ সকাল ৯:১৩
গাড়িয়াল ভাই বলেছেন: http://mfi.re/listen/bzs4u3c7swzg5dz/Kotodin Dekhini Tomae.mp3
৩| ২৮ শে মে, ২০১৩ সকাল ১১:৪২
ইয়েন বলেছেন: ধন্যবাদ....
৪| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১:২৯
আরজু পনি বলেছেন:
বাহ্ সুন্দর শেয়ার।
ধন্যবাদের সাথে শেয়ার নিলাম।।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৩ বিকাল ৪:১৮
শফিউল আলম চৌধূরী বলেছেন: লিঙক কাজ করে না।