![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুই না।বুদবুদ।
আমার ইচ্ছে হয় একটি কবিতা লিখি
একটা শ্বাশত প্রেমের কবিতা
হৃদয় নিংড়ানো কান্নাভেজা একটি কবিতা
যে কবিতাটি পড়লেই জিঘাংসা প্রেম হয়ে উঠবে
ভেঙ্গে যাবে সব বিভেদের দেয়াল
এমন একটি মন্ত্রমুগ্ধ কবিতার
মন্ত্র শেখার জন্য আমি
ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে যাব বলে
ঠিক করেছিলাম
কিন্ত্ত আমার স্বপ্নের ঘরে
দুঃস্বপ্ন এসে হানা দেয়
আমার সামনে পড়ে থাকে
কতগুলো মানুষের লাশ
ছাত্র ছাত্রী যুবতীর
সস্তা আর দামি
একটা দামি লাশের জন্য
অনেকগুলো সস্তা লাশ পড়ে যায়
আমার প্রেমময় কবিতাটি লেখা হয়না
কান্নাভেজা কবিতা না লিখে আমি
নিজেই কান্নায় ভিজতে থাকি
কবিতাটি লেখা হয়না
আমার দুঃস্বপ্নে আমি দেখি
একটি ধর্ষণ বিশ ঘর মানুষ
এবং দুটি যুবতী বোনের আর্তনাদ
এঁরা নিজেকে রক্ষার জন্য
একে একে আমাদের
ষোল কোটি বাইশ লক্ষ মানুষের
দ্বারে এসে করজোড়ে মিনতি করে
আমরা কেউ এগিয়ে আসি না
নিজ হাতে তুলে দিই হায়েনাদের হাতে
একটি ধর্ষণ উপভোগ করি
আট কোটি পুরুষের শিকার হয়
একজন যুবতী একজন পুরুষের(ধর্ষকের) জননী
ঈশ্বর আল্লাহ ভগবানেরা
অসহায় বোনটির মত
অসহায় চেয়ে রয়
আর আমাদের মহাপ্রভু
দেশনেত্রী জননেত্রীগণ
নিরাপদ প্রহরীবেষ্টিত নিরাপদে
আর আর তখনি আমি
ভয়ে দুঃস্বপ্ন থেকে জেগে উঠি
একটি দুঃস্বপ্ন দেখার অপরাধে
ফাঁসি হয় যদি আমার
আমার প্রেমের কবিতাটি লেখা হয়ে ওঠে না
আমি ভয়ে থাকি
আমার কলম নাজানি কখন
পরাক্রমশালী পুরুষাঙ্গ হয়ে ওঠে
আমার দুঃস্বপ্নে-
আটকোটি নারী নির্বাক
এ কোন কৃষক ফেলে রেখে জমি কর্ষণ
করে নারী ধর্ষণ
আমার প্রেমময় কবিতাটি লেখা হয়না
কান্নাভেজা কবিতা না লিখে আমি
নিজেই কান্নায় ভিজতে থাকি
কবিতাটি লেখা হয়না আমার
১৪ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:১৮
সোমহেপি বলেছেন: একা থাকতে হলেতো আপনাকে কবর কিংবা শ্বশানে যেতে হবে
২| ১৪ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:১৬
হাসান মাহবুব বলেছেন: আমারও প্রেমের কবিতা লেখা হয়না...
১৪ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:২০
সোমহেপি বলেছেন: আসুন কান্নায় ভিজি
৩| ১৪ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:১৮
রাজসোহান বলেছেন:
আমার প্রেমময় কবিতাটি লেখা হয়না
কান্নাভেজা কবিতা না লিখে আমি
নিজেই কান্নায় ভিজতে থাকি
কবিতাটি লেখা হয়না আমার
অসাধারন
১৪ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:২২
সোমহেপি বলেছেন: আসুন কান্নায় ভিজি
আপনাকে স্বাগতম
৪| ১৪ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:২৮
কানু বলেছেন: পুরুষের কোন অঙ্গটার কথা বলতেছেন?
১৪ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫২
সোমহেপি বলেছেন: আমি পুরুষের গায়ের পশমের কথা বলছিলাম
পশম ওতো একটা অঙ্গ কি বলেন?
৫| ১৪ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৬
কিপটে বলেছেন: হাসান মাহবুব বলেছেন: আমারও প্রেমের কবিতা লেখা হয়না...
১৪ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫০
সোমহেপি বলেছেন: আপনি ভালো থাকবেন কিপটে মশায়
ভালো থাকতে কিপটেমি করবেননা
৬| ১৪ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৭
রিফাত হোসেন বলেছেন: এটা কি কবিতা ? হেহেহে
কইষ্যা মাইনাস
১৪ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫৪
সোমহেপি বলেছেন: আমি কি দাবি করেছি?
৭| ১৪ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫৮
অসময়ের আমি বলেছেন: আমার প্রেমের কবিতাটি লেখা হয়ে ওঠে না
আমি ভয়ে থাকি
আমার কলম নাজানি কখন
পরাক্রমশালী পুরুষাঙ্গ হয়ে ওঠ...............।
৮| ১৪ ই এপ্রিল, ২০১০ রাত ৮:১৯
মোহাম্মদ লোমান বলেছেন:
আমি ছন্দময় কবিতা পছন্দ করি যদিও, আপনার কথাগুলো চিন্তা করার মত।
১৪ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৪০
সোমহেপি বলেছেন: এটা কবিতা বলে আপনাকে মানতে হবেনা।ধরে নিন এটা কবিতার ব্যাখ্যা
৯| ১৪ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৪৬
উইটআইআইিট বলেছেন: ভালো
১০| ১৪ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০৩
শামীম শরীফ সুষম বলেছেন: কবিতা হিসেবে +
আবেগকে একটু লাগামে রাখলে আরো ভালো হবে
১৪ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০৬
সোমহেপি বলেছেন: ব্যাখ্যা করবেন একটু প্লিজ
১১| ১৪ ই এপ্রিল, ২০১০ রাত ১১:০৯
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ভাষাহারা...
১৪ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৫৮
সোমহেপি বলেছেন: বোবা?
১২| ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১:০২
প্রবাসী রনি বলেছেন: আপনার লেখা পড়ে আমি নিজেই নির্বাক, খুব ভালো লিখেছেন। নববর্ষের শুভেচ্ছা।
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১:৫১
সোমহেপি বলেছেন: নববর্ষের শুভেচ্ছা
১৩| ১৫ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৪৫
ছোট সরকার বলেছেন: প্লাস না দিয়া পারলাম না। আমার বাড়িতে আইসেন। মতামত দিয়া আসবেন
১৫ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:৪৬
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
১৪| ১৫ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:২৮
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: কান্নাভেজা কবিতা না লিখে আমি
নিজেই কান্নায় ভিজতে থাকি
১৫ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:১৪
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
১৫| ১৫ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:০৭
ভাঙ্গন বলেছেন: অসম্ভব সুন্দর একটা কবিতা।
যারা পড়েনি,মিস করবে!
বক্তব্য প্রধান এমন দ্রোহী কবিতা সত্যিই জাগিয়ে যায়।
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০২
সোমহেপি বলেছেন: দাদা আমারে লজ্জায় ফেলে দিলেন
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ৯:১০
সোমহেপি বলেছেন: আমি মনে করি কান সজাগ রেখে কবিতাটি পড়লে অবশ্যই একটা তান খুঁজে পাবেন
১৬| ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৪০
শিরীষ বলেছেন:
চল সবাই
দ্রোহের আগুনে পুড়ে যাই
১৬ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৩৮
সোমহেপি বলেছেন: চল সবাই
দ্রোহের আগুনে পুড়ে যাই
১৭| ১৮ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৫৩
ইমরান মাঝি বলেছেন: তুমি এক দুরতম দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে--------------তবুও চারিদিকে রক্তক্রান্ত কাজের আহব্বান। সুচেতনা
১৮ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:১২
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
১৮| ১৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:৪২
মিজান রহমান শ্রেষ্ঠ বলেছেন: আলোর মাঝের স্বপ্ন যখন অন্ধকারে যায়
আমরা তখন স্বপ্ন দেখি আরো,
স্বপ্ন হেসে অন্ধকারেই যায়
আমরা শুধু চেয়ে থাকি আরো।
...
Click This Link
১৯| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১০:১৮
অরণ্য আরণ্যক বলেছেন: আচ্ছা, কবিতাটা কি আপনার? আমাদের ভার্সিটির একজন এই কবিতা লিখে ভার্সিটি ম্যাগাজিনে ফার্স্ট প্রাইজ পেয়েছ। তার দাবি এটা তার লেখা। যদি একটু পরিস্কার করেন ভালো হয়।
৩১ শে জুলাই, ২০১৭ ভোর ৬:০৩
সোমহেপি বলেছেন: জ্বি আমার । আমি কোন ভার্সিটিতে পড়ি না ...
২০| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১০:১৮
অরণ্য আরণ্যক বলেছেন: আচ্ছা, কবিতাটা কি আপনার? আমাদের ভার্সিটির একজন এই কবিতা লিখে ভার্সিটি ম্যাগাজিনে ফার্স্ট প্রাইজ পেয়েছ। তার দাবি এটা তার লেখা। যদি একটু পরিস্কার করেন ভালো হয়।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:১৫
তাহসিব বলেছেন: কি বলব আমি..............
সমাজের নোংরা কিটের জন্য একা থাকতে মন চায়......
t.c