![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুই না।বুদবুদ।
বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম
কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
রে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রে
কৃষ্ণ নাম যার রয় স্মরণে
তাঁর কিরে ভাই ভয় মরণে
কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রে
কৃষ্ণ নামের এসনই গুণ
বলি ভাই বন্ধুরা শোন
কৃষ্ণ নাম যে স্মরণ করে
প্রভু কৃষ্ণ রয় না দূরে
ও সে বাজায় বাঁশি তার হৃদমাজারে।
যেজন বন্ধু কৃষ্ণ ভক্ত হয়না সে কভু রিক্ত
নাচে গায় সে প্রেমিক মতন
কৃষ্ণ নামের তাই কররে যতন
বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম
কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
থাকনা তোমার শত কৃত্য
স্মরণ কর প্রভুরে নিত্য।
ধরা দেয় সে তাহারে
তাঁর ধ্যানে যেজন রাতগোজারে
প্রিয় কৃষ্ণ প্রভু তখন হাসবে হাসি শিশুমতন
মগন থাক তাঁর স্মরণে মাথা পাত তাঁর চরণে
বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম
কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
রে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রে।।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ২:২৫
সজীব আকিব বলেছেন:
আমার মনে হয় এইগুলা একা একা ঘরে জপ করলে ভাল হয়
কিছু মনে নিয়েন না আবার।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৩৮
রাজসোহান বলেছেন: বুঝি নাই
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৪৯
সোমহেপি বলেছেন: আরবিতে লেকমু?তাইলে মনে অয় বুজবা।
তোমার কোন বিষয় থাকলে কইও
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৩৮
হাসান মাহবুব বলেছেন: হঠাৎ এত ভক্তি উঠলায়া পর্ল কেন? আপ্নারে বুঝা আসলেই বড় দায়!
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৪৬
সোমহেপি বলেছেন: কীর্তন আমার ভাল লাগে।ঈদের আগের রাতে বাড়ির পাশে কীর্তন হুনতে গেছিলাম।একটা কান্না কান্না সুর মনে গেথে ছিল।আজকে একটা বই হাতে পাইলাম সনাতন ধর্মীয়।একটা লাইন ছিল বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম।
তার পরেই করলছি এই কাম।
গুরুজীর মনে হয় পছন্দ হয় নাই তাই না?
তবু বলি কৃষ্ণের জয় হোক।
হামা ভাইয়ের জয় হোক।
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৪০
নীল_পদ্ম বলেছেন: বাহ্
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৫১
সোমহেপি বলেছেন: আপনের তাইলে পছন্দইছে?
যাওক বালা লাগল
মন মাঝিরে
ভিড়াও তরী শ্রীগুরুর ঘাটে।
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৪১
বাংলাদেশের কৃতি সন্তান আমি বলেছেন: রাম নাম সত্য বল.....!
রাম নাম সত্য বল.....!
রাম নাম সত্য বল.....!
রাম নাম সত্য বল.....!
রাম নাম সত্য বল.....!
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৫২
সোমহেপি বলেছেন: রাম নাম সত্য বল
কৃষ্ণ নাম কি তবে মিথ্যা হল?
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:১৮
সিস্টেম বলেছেন: সুন্দর
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৫৯
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:১৩
স্বদেশ হাসনাইন বলেছেন:
কীর্তন দুর্দান্ত লাগে। এটা শুনতে পেলে বোধ হয় ভাল লাগতো। এটা আপনার লেখা হলে নতুনত্ব পেলাম।
ধর্ম মত নির্বিশেষে সবাই ভাল থাকুক।
+++
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০১
সোমহেপি বলেছেন: ধন্যবাদ হাসনাইন
আচ্ছা এতগুলো মাইনাস কেন দিল?
এসব রাবিস ব্লগে কি করে?
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:০৫
চতুষ্কোণ বলেছেন: ++
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০২
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:২৭
রেজোওয়ানা বলেছেন: কীর্তন শুনতে আমারও খুব ভাল লাগে। হিন্দু ধর্মালম্বীদের আরেকটা বিষয় খুব ভাল লাগে দূর্গা পূজা শুরুর আগে যেটা করে, মহালয়া বোধ হয় বলে...নমস্ত্যসেই নমস্ত্যসেই নম: নম:......খুব দারুন!!
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০৬
সোমহেপি বলেছেন: ঈদের আগের রাতে কীর্তন শুনতে গিয়ে কীর্তনের আসরে হঠাৎ সুর উঠে ওমন রমজানের ঐ রোজার শেষ এলো খুশির ঈদ।আমি তো অবাক।পরে বুঝলাম সুরের সাধনায় যাত পাত নাই।
সুরে সুরে হত্যাযজ্ঞ
রক্তে স্নান
সুরে সুরে দূর হোক
অসুর শয়তান
১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:৩৭
সুমন ঘোষ বলেছেন: সকাল বেলায়া কৃষ্ণ নাম শুনিয়া ও দেখিয়া মনটা বড়োই খুশি হলো।
ভালো লিখেছো ভায়া। নিয়মিত কৃষ্ণ নাম লিখিবে।
++
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০৭
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:৫১
সুচিন্তিত মতবাদ বলেছেন: মরার আগে ভাল কইরা জপ কর।
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০৮
সোমহেপি বলেছেন: আপনার জয় হোক
১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৪৪
নস্টালজিক বলেছেন: কীর্তন শুনতে ভালোই লাগে!
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩৯
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
১৪| ০১ লা অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:২০
ছায়াপাখির অরণ্য বলেছেন:
কীর্তনের বাদ্যযন্ত্রের শব্দ দারুন লাগে!
কৃষ্ণ নাম যে স্মরণ করে
প্রভু কৃষ্ণ রয় না দূরে
ও সে বাজায় বাঁশি তার হৃদমাজারে।
শেয়ার করার জন্য +++
০২ রা অক্টোবর, ২০১০ রাত ১২:২২
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
১৫| ০৮ ই অক্টোবর, ২০১০ রাত ১:৪১
পুন্ডরীকাক্ষ পুরোকায়স্থ বলেছেন: জয় রাধাগোবিন্দ হরে
২১ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৪৮
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
পুন্ডরীকাক্ষ পুরোকায়স্থ
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ২:২৪
আইলা বলেছেন: এইটা কি হিন্দুদের কীর্তনের জায়গা নাকি.....