| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সোমহেপি
	আমি কিছুই না।বুদবুদ।
১
ওগো কালা জুড়াও জ্বালা
করো ব্যথা উপশম
দাওগো জ্বালা দয়াল কালা
পারো তুমি যত কম।
অন্তর জুড়ে ভয়াল ক্ষত
ভেক ধরে আর সইব কত
রক্তক্ষরণ অবিরত
চলছে আমার কলিজায়
থাকলে তুমি মুখ ফিরায়ে
আমি তবে যাই কোথায়।
রক্তক্ষরণ অবিরত
চলছে আমার কলিজায়..
২
ভুল দরোজায়
নাড়লে কড়া
বীথি বিজন
রুদ্ধ জোয়ার 
পেরেক আটা
দখিন দুয়ার
ফুল ছুঁড়েছো
ভুল ঠিকানায়
কাঁপন হাতে
ভুল করোনা 
সবুজ পাতা
ভালো থেকো
মিষ্টি থেকো
গোলাপ তোমার
অনেক দামি
ভুল করোনা 
যত্নে রেখো।
 
১৮ ই মার্চ, ২০১৩  রাত ৮:১৬
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
সজীব
২| 
১৫ ই মার্চ, ২০১৩  দুপুর ১২:২৪
জ্যোস্নার ফুল বলেছেন: চমৎকার ছন্দের মিল সহজ পাঠ্য করে অনুভুতির সুন্দর প্রকাশ করেছে।
 
১৮ ই মার্চ, ২০১৩  রাত ৮:১৭
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
জ্যোৎস্নার ফুল
৩| 
১৫ ই মার্চ, ২০১৩  দুপুর ১:৩৩
বটবৃক্ষ~ বলেছেন: ২টায় ++++ ২য় টা বেশী সুন্দর....![]()
![]()
 
১৮ ই মার্চ, ২০১৩  রাত ৮:১৯
সোমহেপি বলেছেন: থেঙ্কো
বটগাছ
৪| 
১৫ ই মার্চ, ২০১৩  দুপুর ২:২৯
নস্টালজিক বলেছেন: আনন্দ নিয়ে পড়লাম বিষাদ!
তোমার লেখায় ভালো লাগা বাড়ছে! লেখাতে তুমি নিয়ন্ত্রিত-ও হচ্ছো মনে হয়! পরিশীলতার ছাপ পাচ্ছি! আবেগকে নিয়ন্ত্রিত রেখে শব্দে আবেগ ছড়িয়ে দেয়া!
অন্তর জুড়ে ভয়াল ক্ষত
ভেক ধরে আর সইব কত
রক্তক্ষরণ অবিরত
চলছে আমার কলিজায়
থাকলে তুমি মুখ ফিরায়ে
আমি তবে কোথা যাই।
 
 লাস্ট লাইনে 'আমি তবে কোথা যাই'- আমি পড়লাম 'আমি তবে যাই কোথায়!' 
খুব উদাস করা একটা বাউল সুর আছে এই লেখায়!
অভিনন্দন, সোম!
শুভেচ্ছা নিরন্তর!
 
১৮ ই মার্চ, ২০১৩  রাত ৮:২০
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
রানা ভাই
আপনার লাইনটাই  দিচ্ছি ।                                                                
৫| 
১৫ ই মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৬:৪২
 আহমেদ আলাউদ্দিন  বলেছেন: 
পড়তে যখন শুরু করলাম তখন মনে হচ্ছিলো বাউল গানের লিরিক পড়ছি!
দুটোই ভালো লাগছে।
অভিনন্দন সোমভাই।
 
১৮ ই মার্চ, ২০১৩  রাত ৮:২৪
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
আ.আ.স   
 
৬| 
১৫ ই মার্চ, ২০১৩  রাত ১১:২৪
সায়েম মুন বলেছেন: ভালা ল্যাখছেন  
 
 
১৮ ই মার্চ, ২০১৩  রাত ৮:২৫
সোমহেপি বলেছেন: আচ্ছা।
৭| 
১৬ ই মার্চ, ২০১৩  রাত ১:০৬
হাসান মাহবুব বলেছেন: শেষ করস তাইলে। খুব ভালা হৈসে। অডিও লিংক এ্যাটাচ কৈরা দিও!
 
১৮ ই মার্চ, ২০১৩  রাত ৮:২৫
সোমহেপি বলেছেন:  
 
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৩  সকাল ১০:১৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভালো লাগলো। আসলে কবিতার পাঠক অনেক কম। তবুও কবিতা কবিতাই