| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সোমহেপি
	আমি কিছুই না।বুদবুদ।
সে রাতে বিমূর্ত প্রান্তর জেগে উঠেছিলো নদীর চরে।
লোকালয়ে মানুয়ের রক্তে ছিলো হাঁসের জ্বালা।কোমল পানীয় কিংবা জলে তাদের তৃষ্ণা মিটতো না।এমন কি সঙ্গমেও না।তারা যন্ত্রণায় তড়পাচ্ছিলো।
আর তখনই মরা সূর্যের আলো ঝরতেছিলো সে রাতে।শরীর আর মন জুড়ানো বাতাস বালুময় প্রান্তরে নিশব্দে বইছিলো।লোকালয়ের কেউ কেউ জেনে গেলো সে কথা।আকষ্ঠ শরীর জুড়ানার  লোভে তারা তাদের সখীদের ডাকলো।তারা তাদের সখাদের ডাকলো।
দুধরাতে বের হও
ডাকছে নদীর ঢেউ
বরফ গ্লাস হাতে
বোতল ঢালি তাতে
বের হও সুররাতে
বিজন জোছনাতে
আকাশে নদীতে মরা সূর্যের আলো।দেখে দখিনা বাতাস আচমকা চমকালো।তারা-সব ফেলে বের হয়।আলো ছায়ার রাত ধোয়াসার প্রান্তরে।
দল বেঁধে সবার আগে চলে এলো একঝাক তরূণ তরূনী।উলঙ্গ হয়ে তারা বালুময় প্রান্তরে দৌড়াচ্ছিলো।অনেক কাল পরে -তারা সেদিন কেবল হাসছিল।
অতপর নদীতে ঝড়-জলোচ্ছ্বাস শুরু হলো।ভেসে গেলো চর ।থেমে গেলো যুবক যুবতীদের শব্দ।হাসি।চর ঢেকে দিলো অথৈ জলরাশি।চারদিক সুনশান নিরবতা।কবরের নিঃস্তব্ধতা নেমে এলো।।
 
২৯ শে মার্চ, ২০১৩  রাত ৯:২৬
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
আবার আসবেন
২| 
২৫ শে মার্চ, ২০১৩  সকাল ৯:৪২
নাজিম-উদ-দৌলা বলেছেন: জীবন তো নদীর মতই! কখনো খুব শান্ত , কখনো ওঠে ঝড়। পোস্টে অনেক ভাললাগা।
 
২৯ শে মার্চ, ২০১৩  রাত ৯:৩৬
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
৩| 
২৭ শে মার্চ, ২০১৩  বিকাল ৫:৩৯
ফ্রাস্ট্রেটেড বলেছেন: মাত্র ১৬ বার পঠিত দেখে হতাশ হলাম। 
অনেক সুন্দর দৃশ্য রচনা করেছেন। ভাল লাগলো।
 
০২ রা এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৬:০৩
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
৪| 
৩১ শে মার্চ, ২০১৩  দুপুর ১:২২
শায়মা বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর!!!!![]()
 
০২ রা এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৬:০৩
সোমহেপি বলেছেন: থেঙ্কো
৫| 
০১ লা এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৭:০৯
মিঠেল রোদ বলেছেন: সে রাতে বিমূর্ত প্রান্তর জেগে উঠেছিলো নদীর চরে। 
সেই রাত কি আর ফিরে আসবে?
 
০২ রা এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৬:০৪
সোমহেপি বলেছেন: জানি না
৬| 
০২ রা এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৬:০৭
নেক্সাস বলেছেন: দুধরাতে বের হও
ডাকছে নদীর ঢেউ
বরফ গ্লাস হাতে
বোতল ঢালি তাতে
বের হও সুররাতে
বিজন জোছনাতে  
পুরা লিখাটা ভাল লেগেছে
 
০২ রা এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৬:১৯
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
নেক্সাস
৭| 
০২ রা এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৬:২৬
ইখতামিন বলেছেন: 
খুব ভালো লাগলো.
 
০৩ রা এপ্রিল, ২০১৩  রাত ৯:৪৩
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৩  রাত ১২:৩২
হাসান মাহবুব বলেছেন: দারুণ একটা দৃশ্যকল্প।