| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সোমহেপি
	আমি কিছুই না।বুদবুদ।
কালো পাইথনের মত নদী নেমে গেছে।
নদীর কালো জল তরতর করে ...
অথচ আমার ভেতরে কে যেনো পুড়ছে অনবরত!
অথচ নদীর দু'ধারে মানুষের বসতি। তাদের ঘর----বিছানা পাতা। সবুজ বৃক্ষশোভিত তাদের ঘরের চালা। কষ্টের রাতে নদীর ঘাটে এসে তারা শরীর জুড়ায়। স্নান করে।
অনেক কালো রাতে লণ্ঠন জ্বলে উঠে নদীবক্ষে-
যদিও যকৃতে জন্ডিস জ্বালা তবু নদীর মাঝে শিরশির বয়ে চলে শীতল বাতাস। আর আমার বিরহী পাখি অসীম দিগন্তে নিষ্পলক চেয়ে থেকে দেখে তারার পতন।
নদীজাগা মানুষেরা তন্দ্রায় ঢলে পড়ে জলের আরো কাছে। তারা জল ভালবেসে গায়ে মাখে। তারা জল ভালবেসে চোখে মাখে। তাদের শরীর জুড়ে লেপ্টে থাকে বাতাসের চাদর। অথচ আমার ভেতরে অগ্ন্যুৎপাতের  শব্দ। অথচ আমার ভেতরে নগর ধসে পড়ে, লোকালয় । আগুনের পাহাড় তার লেলিহান শিখা বের করে ডাকে আয় আয় । অথচ নদীচর মানুষেরা শীতল অন্ধকারে  দূরে এবং কাছে এবং অনেক দূরে আলো জ্বেলে রাখে।  
নদীর চিত্ত প্রসন্ন । সে হীমের দেশ থেকে যৌবন এনে মৌ'বনে জল ছিটায়।
সন্ধ্যে হয়ে আসে।পরিপাটি মৃদুলয় বাতাস অনন্ত প্রশান্তি রচনা করে।অগ্ন্যৎপাতের শহরে যখন কেবল ধোয়াশা তখন নদীর ঘাট জুড়ে বিরাজ করে নদীতান্ত্রিক সুর।
নদীসন্তু  আমার মাথায় তোমার জাদুর কাঠি ছোঁয়াও আমি নদীসুখী হই।
 
১৮ ই জুলাই, ২০১৩  সকাল ১১:২৭
সোমহেপি বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
শুভকামনা রইল
২| 
১৭ ই জুলাই, ২০১৩  সকাল ১০:৫৬
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ++++++++
 
১৮ ই জুলাই, ২০১৩  সকাল ১১:২৮
সোমহেপি বলেছেন: অনেক ধন্যবাদ 
ভালো থাকবেন
৩| 
১৭ ই জুলাই, ২০১৩  দুপুর ১২:৩৪
নাজিম-উদ-দৌলা বলেছেন: সুন্দর হয়েছে।
 
১৮ ই জুলাই, ২০১৩  সকাল ১১:২৯
সোমহেপি বলেছেন: ধন্যবাদ গল্পকার
৪| 
১৭ ই জুলাই, ২০১৩  দুপুর ২:২০
রহমান জর্জ বলেছেন: ভাই আপনার লেখা পড়ে আমিও নদীজাগা মানুষের তাজা স্বাদ পেলাম। ধন্যবাদ। নিয়মিত লেখেন যাতে আমরা পড়তে পারি।
 
১৮ ই জুলাই, ২০১৩  বিকাল ৫:৪৭
সোমহেপি বলেছেন: ধন্যবাদ রহমান জর্জ
লেখাটা লিখে আমিও একটা প্রশান্তি পেয়েছি।
অনেক দিন খুব ছটফট করছিলাম
৫| 
১৭ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:২৩
১৯৭১স্বাধীনতা বলেছেন: বেনোজলে ভেসে আসা প্লাস-------দিয়ে গেলাম
 
১৮ ই জুলাই, ২০১৩  বিকাল ৫:৪৮
সোমহেপি বলেছেন: হাহা ---
বেনোজলে প্লাস ভেসে আসে?
ধন্যবাদ স্বাধীনতা
৬| 
১৭ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:৪১
কান্ডারি অথর্ব বলেছেন: 
সুন্দর ++++++++++++++ রইল। 
 
১৮ ই জুলাই, ২০১৩  বিকাল ৫:৪৮
সোমহেপি বলেছেন: ধন্যবাদ একেশ্বরবাদী
৭| 
১৭ ই জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৩
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: 
এতো সুন্দর করে লিখেন আপনি!! 
মুগ্ধ হয়ে পড়লাম !! 
৬ষ্ঠ ভালোলাগা জানবেন ! 
শুভেচ্ছা ...... 
 
১৮ ই জুলাই, ২০১৩  বিকাল ৫:৪৯
সোমহেপি বলেছেন: ধন্যবাদ মরা রাজকন্যা
ভালো থাকুন
৮| 
১৭ ই জুলাই, ২০১৩  রাত ৯:২০
সায়েম মুন বলেছেন: নদীসন্তু আমার মাথায় তোমার জাদুর কাঠি ছোঁয়াও আমি নদীসুখী হই।
---সুন্দর প্রাণবন্ত্য।
 
১৮ ই জুলাই, ২০১৩  বিকাল ৫:৫০
সোমহেপি বলেছেন: অনেক ধন্যবাদ
সামু
৯| 
১৭ ই জুলাই, ২০১৩  রাত ১১:০২
মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর
 
১৮ ই জুলাই, ২০১৩  বিকাল ৫:৫০
সোমহেপি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই
১০| 
১৭ ই জুলাই, ২০১৩  রাত ১১:৩৯
হাসান মাহবুব বলেছেন: নদী সবাইকে দেয়না। "কালো পাইথনের মত" উপমাটা কেমন বুকে হিম ধরানো। দারুণ!
 
১৮ ই জুলাই, ২০১৩  বিকাল ৫:৫১
সোমহেপি বলেছেন: জল টলমল করে রে---
১১| 
১৮ ই জুলাই, ২০১৩  সকাল ১১:৩১
সমুদ্র কন্যা বলেছেন: হৃদয়ে মরুকরণ শুরু হয়ে গেছে এবার নদীমুখ হও। 
খুব সুন্দর। 
 
১৮ ই জুলাই, ২০১৩  দুপুর ১২:৫৬
সোমহেপি বলেছেন: হরতালে তো ভালই সুবিধা
কাজ নাই?
১২| 
১৮ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৫৩
সমুদ্র কন্যা বলেছেন: আমাদের সবসময়ই সুবিধা। কাজতো আছেই, তার ফাঁকে ফাঁকেই আমরা ব্লগিং, ফেসবুকিং সবই করি।  
 
 
১৮ ই জুলাই, ২০১৩  বিকাল ৫:৫৩
সোমহেপি বলেছেন: হাহা--
আমরা এত ভালো থাকতে পারি না।মানুষ যা বখাটে এখানে।আর অনেক চাপ।রেমিটেন্স পোষ্টিং দিতে দিতে আঙুল ব্যথা হয়ে গেলো।
১৩| 
১৯ শে জুলাই, ২০১৩  রাত ১:৫৩
আরজু পনি  বলেছেন: 
দারুণ লাগলো ! 
মরুনাভুতি নয় এবার নদীনাভূতি চাই ।।
 
২০ শে জুলাই, ২০১৩  রাত ৯:১৪
সোমহেপি বলেছেন: ধন্যবাদ আরজুপা
ভাল থাকুন...........
১৪| 
২০ শে জুলাই, ২০১৩  রাত ২:২৯
রোমেন রুমি বলেছেন: ওম .........
শান্তি ।
জয় সত্যং সুবিস্তৃত নদীব্রহ্মাণ্ড !
সুখী লেখা
সুখী পঠন । 
 
 
২০ শে জুলাই, ২০১৩  রাত ৯:১৬
সোমহেপি বলেছেন: হাহ্---------------
জয় প্রেমং সুকঠিনো জোড়া লাগান্ড------
১৫| 
২০ শে জুলাই, ২০১৩  রাত ২:৩০
স্বপ্নবাজ অভি বলেছেন: কালো পাইথনের মত নদী নেমে গেছে।
নদীর কালো জল তরতর করে ...
অথচ আমার ভেতরে কে যেনো পুড়ছে অনবরত!
++++++++++
 
২০ শে জুলাই, ২০১৩  রাত ৯:১৭
সোমহেপি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্বপ্নবাজ
১৬| 
২০ শে জুলাই, ২০১৩  রাত ২:৪৫
স্নিগ্ধ শোভন বলেছেন: 
সুন্দর++++++++ভাললাগা!!! 
 
২০ শে জুলাই, ২০১৩  রাত ৯:১৮
সোমহেপি বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ
ভাল থাকুন
১৭| 
২০ শে জুলাই, ২০১৩  রাত ৩:৩৩
ৎঁৎঁৎঁ বলেছেন:  প্রথমত দুর্দান্ত একটা শিরোনাম, কালো পাইথনের মত বয়ে গেছে নদী 
নদীজাগা মানুষেরা তন্দ্রায় ঢলে পড়ে জলের আরো কাছে।তারা জল ভালবেসে গায়ে মাখে।তারা জল ভালবেসে চোখে মাখে।তাদের শরীর জুড়ে লেপ্টে থাকে বাতাসের চাদর।অথচ আমার ভেতরে অগ্ন্যুৎপাতের দ্রিম দ্রিম শব্দ।অথচ নদীচর মানুষেরা শীতল অন্ধকারে দূরে এবং কাছে এবং অনেক দূরে আলো জ্বেলে রাখে।
নদীসন্তু আমার মাথায় তোমার জাদুর কাঠি ছোঁয়াও আমি নদীসুখী হই।
  
নদীসুখী শব্দটা মনে দাগ কাটল! আপনার কবিতা পড়ে আমি যেন একটা নদীর কাছে চলে গিয়েছিলাম! 
শুভকামনা! 
 
২০ শে জুলাই, ২০১৩  রাত ৯:২৩
সোমহেপি বলেছেন: আপনার নামের উচ্চারণ নিয়ে আমি খুব চিন্তিত।
যাইহোক আপনার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
লেখা যেদিন লিখি কয়েক লাইন লিখে ফেবুতে শেয়ার করি।তখনই আমি একটা প্রশান্তি অনুভব করি।তারপর চেষ্টা করেছি আরেকটু নড়াচড়া করতে কিন্ত্ত ফ্লোটা নষ্ট হয়ে গেছে।আর পারিনি।
১৮| 
২০ শে জুলাই, ২০১৩  দুপুর ২:১৪
শায়মা বলেছেন: নদী নিরবধি!!!!!!!
শিরোনামটাও একটা কবিতা।
 
২০ শে জুলাই, ২০১৩  রাত ৯:২৪
সোমহেপি বলেছেন: ধন্যবাদ শায়মাপা
ভাল আছেন আশাকরি।
১৯| 
২০ শে জুলাই, ২০১৩  রাত ৯:৫১
সর্বনাশা বলেছেন: 
++
বুকের ভেতর অনেক যন্ত্রণা, এই শীতল কবিতাটি যদি একটু শান্তি দিতে পারত !
 
২২ শে জুলাই, ২০১৩  সকাল ১০:১০
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
সর্বনাশা
২০| 
২১ শে জুলাই, ২০১৩  দুপুর ১২:১৮
তীর্থক বলেছেন: যদিও যকৃতে জন্ডিস জ্বালা তবু নদীর মাঝে শিরশির বয়ে চলে শীতল বাতাস!!!!
তাদের শরীর জুড়ে লেপ্টে থাকে বাতাসের চাদর!!!
আহ! শরীর জুড়ায়ে গেল।
"অথচ আমার ভেতরে অগ্ন্যুৎপাতের দ্রিম দ্রিম শব্দ" যদিও এই বাক্যটা পড়তে অসাধারন লেগেছে কিন্তু মানতে কষ্ট হেয়েছে। "অগ্ন্যুৎপাতের" শব্দ  "দ্রিম দ্রিম"? তবে ব্যখ্যাটা যদি এরকম করে করি যে "অগ্ন্যুৎপাতের জ্বালা" আর হৃদয় স্পন্দনের "দ্রিম দ্রিম শব্দ" মিলে মিশে একাকার হয়েগেছে তাহলে মেনে নিচ্ছি। 
নদীর চিত্ত প্রসন্ন । সে হীমের দেশ থেকে যৌবন এনে মৌ'বনে জল ছিটায়।
নদীসন্তু আমার মাথায় তোমার জাদুর কাঠি ছোঁয়াও আমি নদীসুখী হই।
একটা কবিতায় এতগুলো হৃদয় ছুয়ে যাওয়া কথা। আহ! অসাধারন।
অবস্যই +
 
২২ শে জুলাই, ২০১৩  সকাল ১০:১১
সোমহেপি বলেছেন:  
  
কৃতজ্ঞতা 
২১| 
০৭ ই আগস্ট, ২০১৩  রাত ১১:৫৯
বিষঠোকরা; নিঃসঙ্গ পাখি বলেছেন: এতো সাবলীল কবিতা ব্লগে খুব কম পড়ি। শুভ কামনা।
 
১০ ই আগস্ট, ২০১৩  রাত ৯:১৫
সোমহেপি বলেছেন: অনেক ধন্যবাদ
নিপা
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৩  সকাল ১০:৪১
সেলিম আনোয়ার বলেছেন: নদীসন্তু আমার মাথায় তোমার জাদুর কাঠি ছোঁয়াও আমি নদীসুখী হই।
সুন্দর কবিতায় ১ম ভাল লাগা ।