| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সোমহেপি
	আমি কিছুই না।বুদবুদ।
ঢেউয়ের পরে ঢেউ খেলে যায়
কত রঙ্গ শোভা পায় গো
কত রঙ্গ শোভা পায়
বসে আছি নদীর কিনারায়।
নদীর বাতাস লেগে গায়ে 
গতর জ্বালা জুড়ায় কিন্ত্ত
মনের জ্বালা জুড়ায় নারে
মনের জ্বালা জুড়ায় না
বসে আছি নদীর কিনারায়।
একটা নদী আপন হলে এক
বাউল জীবন পেতাম আমি
নদী আপন হলো নারে
নদী আপন হলো না
আমার বাউল জীবন হলো না 
বসে আছি নদীর কীনারায়।
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:৪৬
সোমহেপি বলেছেন: কার লেখা বেটা রবীর?
২| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১২:৪৪
শায়মা বলেছেন: স্তব্ধ*
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:৪৭
সোমহেপি বলেছেন: ঠিকাচে
৩| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:১০
হাসান মাহবুব বলেছেন: খুব মিঠা একটা গান হইবো।
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:৪৮
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
৪| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:২৬
মামুন রশিদ বলেছেন: নদীর বাতাস লেগে গায়ে
গতর জ্বালা জুড়ায় কিন্ত্ত
মনের জ্বালা জুড়ায় নারে
মনের জ্বালা জুড়ায় না 
খুব সুন্দর ![]()
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:৪৮
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
৫| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ২:১১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: গান মনে হলো। সুন্দর তো! আমার এই সামুতে প্রথম পোস্ট ছিলো একটা গান। কি আশ্চর্য!
ভালো থাকুন সোমহেপি। সব সময়।
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:৪৯
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
৬| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ২:৩৬
ৎঁৎঁৎঁ বলেছেন: 
একটা নদী আপন হলে এক
বাউল জীবন পেতাম আমি
নদী আপন হলো নারে
নদী আপন হলো না
আমার বাউল জীবন হলো না
বসে আছি নদীর কীনারায়।   
মায়াবী লিরিক্স! 
চমৎকার লাগলো! 
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:৪৯
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
৭| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: নদী আপন হলো না
চলে গেল দূরে
কতশতবার চাইলাম তারে
রইলো দূরে সরে।
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:৫০
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
৮| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন: 
সুন্দর 
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:৫০
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
৯| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:১১
সায়েম মুন বলেছেন: মিঠেল কবিতা। বেশতো!
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৫:০৬
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
১০| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:২৬
রাতুল_শাহ বলেছেন: সুন্দর ![]()
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৫:০৬
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
১১| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৫১
মাসুম আহমদ ১৪ বলেছেন: চমতকার একটা লিরিক হয়ে গেছে! 
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৫:০৭
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
১২| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৫২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:  দারুন হয়েছে!!! 
 
 
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৫:০৭
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
১৩| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:২৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: হ্যাঁ, দারুণ গান হবে।
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৫:০৯
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
১৪| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৪৬
হাসান মাহবুব বলেছেন: সুর কইরা ফালাইসি। তোমার ফোন বন্ধ কেন বাল! ভুইলা যামু তো!
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৫:১২
সোমহেপি বলেছেন: ফোন নং পরিবর্তন করছি। রবি। যেটা দিয়া আপনরেরে ফোন দেই মাঝে মাঝে। আর আপনে বিরক্ত হন।
১৫| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ২:১০
ভিয়েনাস বলেছেন: নরম সরম কবিতা ভালো লাগলো 
 
হামা ভাই গানটা আপলোড করে ফেলুন নয়তো হারিয়ে ফেলবেন 
 
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৫:১২
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
১৬| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৩:০৭
স্নিগ্ধ শোভন বলেছেন: 
সুন্দর!!!
গান গান মনে হল। 
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৫:৩০
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
১৭| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:৫৫
নেক্সাস বলেছেন: সুর করে ফেলুন হেপি। দারুন গান হবে....
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৫:৪০
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
নেক্সাস
১৮| 
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:১২
অদৃশ্য বলেছেন: 
গলা ছেড়ে গাইবার জন্য এই গান... মানে হলো যা লিখলেন তা চমৎকার লিরিক... গলা ছেড়েই গাইতে হবে...
শুভকামনা...
 
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ২:২০
সোমহেপি বলেছেন:  
 
১৯| 
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৩:৪০
নস্টালজিক বলেছেন: হাসান এর সুর কেমন হইসে?
 
০৯ ই অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:২৭
সোমহেপি বলেছেন: শুনি নাই! 
আপনার কাছের মানুষ শুনে নিয়েন।
২০| 
০২ রা অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৭:২৩
শায়মা বলেছেন: হ্যাঁ রবিঠাকুরের। ![]()
 
০৯ ই অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪১
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
২১| 
০৩ রা অক্টোবর, ২০১৩  রাত ৯:৪৮
ইনকগনিটো বলেছেন:  হ্যা, সুন্দর একটা গান এটা।
শুভেচ্ছা, কবি।
 
০৯ ই অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:৪২
সোমহেপি বলেছেন: ধন্যবাদ কবি
২২| 
০৯ ই অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:৫১
তুষার মানব বলেছেন: সুন্দর  
  
 
 
১০ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৪:৫৮
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১২:৪৪
শায়মা বলেছেন: ওগো নদী আপন বেগে পাগল পারা
আমি স্থব্ধ চাপার তরু ........তন্দ্রাহারা......