| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সোমহেপি
	আমি কিছুই না।বুদবুদ।
এত আলোর ঝলকানি !
পৃথিবীতে এত আলো কেনো ?
জ্বরে পোড়ায় আর ঝড়ে উড়ায়
এত আলোর ঝালকানি !
পুড়ছি আর উড়ছি ।
এত ঝলকানি !
চোখ পুড়ে যাচ্ছে
গলে বেরিয়ে যাচ্ছে চোখের মনি
এত আলোর ঝলকানি !
কেউ দয়া করে এসব একটু নেভাও
লণ্ঠন , ল্যাপ্মপোস্ট, ঝাড়বাতি ,আলোকসজ্জা ...
আর কি কি জানি যারা আলো ছড়ায় ?
হ্যা সূর্যটাও
নেভাও ।
আমার ত্বক খসে যাচ্ছে
খসে যাচ্ছে দলায় দলায় মাংশ
অথচ কেউ আমার মুখাগ্নি করেনি 
পুড়ছে সূর্যটাও 
এসব আলোক্চ্ছটা কেউ 
একটু নেভাও ।
নিভৃত ঘাসেরা গুল্মলতারা অপেক্ষায় আছে 
অপেক্ষায় আছে বুনোগন্ধ
বাতাসও বইবে সময়মত 
ওখানে একটু বসতে চাই ।
আলোতে সব পুড়ে যাচ্ছে
পুড়ে যাচ্ছে নম্রতা । 
বনের আড়ালে গাছের ছায়ায় 
অন্ধকারের  সাথে আমার  দেখা করার কথা
সে আমার পিঠে মালিশ লাগাবে 
আলোগুলো কেউ একটু নেভাও ।
 
১৯ শে আগস্ট, ২০১৫  বিকাল ৪:৩৬
সোমহেপি বলেছেন: যেদিন থেকে অন্ধকারের সাথে আমার সখ্যতা হল ।
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৫  বিকাল ৪:৩৪
হাসান মাহবুব বলেছেন: আলো
কবে থেকে এমন নাছোরবান্দা হলো?