| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সোমহেপি
	আমি কিছুই না।বুদবুদ।
দূর্গাকে মনে পড়ে ? পথের পাঁচালীর ? এক রাতে কাঁদতে কাঁদতে ঘুম থেকে জেগে উঠেছিলাম । দূর্গাকে মনে পড়ে ?
তারপর , ঘুমকে কত করে ডাকি ! ডেকে ডেকে চোখ  মাছ হয়ে যায় । তবুও ঘুমের ঘুম ভাঙ্গে না । রাত ঘুমিয়ে পড়ে, বিরাতে । একটা দুটা হাঁকডাক ভেসে আসে দূর থেকে  । শো শো ,সাই সাই হাওয়া । বট আর অশ্বথ গাছ উড়ে যায় । উড়ে যায় । উড়ে যায় । উড়ে যায় । 
সেই সব বৃক্ষের পাদদেশ থেকে সুর ভেসে আসে ভায়োলিনের । করূণ সুর । কলিজায় চির ধরে যায় সেই সুরে । কে বাজায় এমন করে ? সেখানে কোন এক বালিকার অবয়ব দেখা যায় ।
আমি দূর্গা ............দূর্গা........বলে চিৎকার  করি । 
কোন সাড়া আসে না । এক মনে সেই বালিকা ভায়োলিন বাজিয়ে চলে । 
এভাবে আর কতদিন ! অন্ধকার ঘেটে ঘেটে ক্লান্ত । আমি এবার কতক ঢিল নিয়ে আসছি । উঁচু মগডালে বসে বসে ছুঁড়ে মারব রাত্রীর ঘরের চালায় । 
তুমি কার সাথে ঘুমাও,সঙ্গম করো ? ওসকল  শিৎকার  আমার কানে আসে । রাত্রী তুমি আমার কাছে আসো । আমার পাশে বসো । হাত ধরো । আমার বড় ভয় করে । ভায়োলিনের করূণ সুরে আমার বড় ভয় করে ।
 
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ৯:২৮
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
২| 
৩০ শে ডিসেম্বর, ২০১৫  রাত ১০:১১
কল্লোল পথিক বলেছেন: দারুন হয়েছে
 
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ৯:২৯
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
৩| 
৩০ শে ডিসেম্বর, ২০১৫  রাত ১০:১৭
অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: দূর্গা যেন ঘুম ভাঙ্গানিয়া এক পাখি । কৈশোরের এক দুরন্ত প্রতীক । বাঙ্গালি মননে দুর্গা যুগ যুগ ধরে থাকবে ।
 
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ৯:৩১
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
৪| 
৩০ শে ডিসেম্বর, ২০১৫  রাত ১০:৩৮
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
 
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ৯:৩২
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
৫| 
৩১ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:৩৭
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
 
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ৯:৩৩
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
৬| 
২১ শে জানুয়ারি, ২০১৬  ভোর ৬:০৩
রেজওয়ান তানিম  বলেছেন: বট আর অশ্বথ গাছ উড়ে যাায়। 
এইরকম এক্সট্রা সাপোর্ট মানে ঝুরিওয়ালা গাছ উড়াই দিলেন ?
 
২৫ শে এপ্রিল, ২০১৬  রাত ৮:২৩
সোমহেপি বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৫  রাত ১০:০৭
স্পর্শিয়া বলেছেন: দূর্গা বা ঘুম উভয়ই মাঝে মাঝে বড় পর হয়ে যায়।