নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুই না।বুদবুদ।
পঁচাদের পঁচনের শেষ হোক
বাগানে বুনেছি কিছু চারাগাছ
হরেক ফুলের বীজ
পঁচাদের পঁচনের শেষ হোক
পাব কিছু সার
বাগানে ছিটাবো।
থাকুক নজির কিছু
থাকুক কিছু কালের নজরানা
চাওয়া একটাই যে ফুলটা ফুটবে
সুগন্ধি হোক, মহুয়া মাতাল
পঁচাদের প্যাঁচানো ত্যানা
হঠাৎ মশাল হয়ে জ্বলুক
যুবক যুবতির হাতে
তারা বারবার ঘর ছেড়ে আসুক
স্লোগানে মুখরিত উত্তাল
বলুক, বুকের ভেতর দারুন ঝড়
বুক পেতেছি গুলি কর।
বলুক, গুলি কর
তোর বন্দুক চুদিনা।
২| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫০
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা লিখেছেন।
৩| ০৭ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৯
এম ডি মুসা বলেছেন: বেশ
৪| ০৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৪১
সাইফুলসাইফসাই বলেছেন: দারুণ লেখা