নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়ামন বড় নিঃসঙ্গ কাটে অনাথ রাত্রীযাপন

কবিতা তুমি বুকে মাংশ গোলাপ নিয়ে শুয়ে থাকো,আমি হাত ভরে পান করি জ্যোৎস্না

সোমহেপি

আমি কিছুই না।বুদবুদ।

সোমহেপি › বিস্তারিত পোস্টঃ

শ্যামের বাঁশরী

২২ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৬

এখন সময় নদীর মত ছলাৎ ছলাৎ বয়ে চলে। গাছের সারি তরুলতা, আকাশ আলো, অমানিশা, শ্যামল শ্যামল ছায়া ছায়া। এখন শ্যামার উতাল পাতাল দিন। শ্যাম, এমন দিন কি থাকবে আর কোনদিন আসবে ওগো ফিরে! এই যে দেখো লক্ষ মানুষ, জীবন তাদের ভিন্নরকম, কষ্ট তাদের
অষ্টপ্রহর, আঁধার আঁধার আলোর খেলা, তাদেরও সুখ কোমল হাতে হাত ছুঁয়ে যায় হঠাৎ হঠাৎ।

তাদের কেউ থাকবে না এ ধরায়, আমিও না তুমিও না। তবুও শ্যাম কেনো এমন করো!

পোড়াও যদি,পুড়তে তোমার হবেই। শ্যাম, যা-ই ঢালো দাহ্য আমার আগুনের রঙ একই। শ্যাম তোমার বাঁশির হলো কি!

এই যে জীবন ছোট্ট এমন টুনটুনিটার মত, হঠাৎ শ্যামের মিষ্টি হাসি, বন্ধ ঘরের কপাট গলে একটু আলোর রঙ ছিটিয়ে যাওয়া। তবুও কেনো রাখবে হেলায়, ধূলোর মত,ঝরা হলুদ পাতার মত, উড়িয়ে নেবে হঠাৎ উতাল হাওয়া!



শ্যাম, জেনো আমিও তোমার মত কারো- আদরে, সোহাগে কারো ভালোবাসার তোড়ে অনেক মেঘের পরে হঠাৎ রোদের দ্যাখা পাওয়া।

আমিও একটা জীবন পাবার লোভে একটা দৌঁড়ে ছিলাম সেরা। শ্যাম, তোমার মায়ের কোলে তুমি যেমন ছিলে আমিও ছিলাম তেমন!
তবুও করো এমন কেনো? শ্যাম!

এমন অবহেলা! তোমার বাঁশির অহংকারে?

শ্যাম, জেনো বাঁশিতেও ঘুন ধরে।

এই যে দিন যাচ্ছে চলে, আরো যাবে চলে। সন্ধ্যা ঘনিয়ে এলে বন্ধ হবে দ্বার।
তখন কোথায় তুমি, আমার তুমি,আর কি পাব আর! আমার আমি থাকবো কোথায় শ্যাম!তোমার অবহেলা!

থাকবে কোথায় শ্যাম তোমার বাঁশির অহংকার!

এই যে বেলা যাচ্ছে চলে অবহেলে অবহেলার। কান্নারেখা মুছে দেবার কে আছে শ্যাম! আমার?

আমি শ্যামা মিছে রাধা! তুমি থাকো বেশ। চেরি ফুলের মত, তোমার চেরির দেশ।

শ্যাম, তুমি যেমন ছিলে তোমার মায়ের পেটে, আমি কি ছিলাম কিছুটা কম আদরে?
শ্যাম!
শ্যাম!!
শ্যাম!!!


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৮

এইচ এন নার্গিস বলেছেন: চমৎকার লেখনী ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.