নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়ামন বড় নিঃসঙ্গ কাটে অনাথ রাত্রীযাপন

কবিতা তুমি বুকে মাংশ গোলাপ নিয়ে শুয়ে থাকো,আমি হাত ভরে পান করি জ্যোৎস্না

সোমহেপি

আমি কিছুই না।বুদবুদ।

সোমহেপি › বিস্তারিত পোস্টঃ

হুকুম মাত্র

০৪ ঠা জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:২৫

ভাবিয়া সারা রাত্র
বুঝিলাম মাত্র
আমি তো হুকুম ছাড়া কিছুই না

তোমারে পাবার আশে
যেই জন তালাশে
সেই তো মজেছে মরেছে গো

ভাবিয়া সারা রাত্র
বুঝিলাম মাত্র
আমি তো হুকুম ছাড়া কিছুই না।

আপনা মাঝে কিছু নাই
একটা ইঞ্জিন সে চালায়
আমার মাঝে আমি কেবল
তার মত সে রয়।

প্রকাশ্যে ও গোপনে
আদিতে ও অন্তে
যেখানেই খুঁজো তারে
তার মত সে রয়।

ভাবিয়া সারারাত্র
বুঝিলাম মাত্র
আমিতো হুকুম ছাড়া কিছুই নয়।

তোমারে পাবার আশে যেই শালা তালাশে
সেই তো মজেছে মরেছে গো।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৪২

ওমর খাইয়াম বলেছেন:



মাজারের ফকিরদের গান?

২| ০৪ ঠা জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৫০

সোমহেপি বলেছেন: না, কোরআানের ভাষ্যমতে লেখা।

৩| ০৪ ঠা জুলাই, ২০২৫ রাত ৮:১২

ওমর খাইয়াম বলেছেন:



কোরানের ভায্য মতে হলে তো পড়ার আগে অজু করার দরকার।
আসলে ইহা মাজারের ভিক্ষুদের জাতীয় সংগীত হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.