নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার ফিরে আসলাম।

কেউ কেউ একা

আমার হারানোর কিছুই নেই...!!!

কেউ কেউ একা › বিস্তারিত পোস্টঃ

পরামর্শ চাই: "এসি" কোন ব্রান্ডের ভালো হবে??

২৯ শে মে, ২০১৫ বিকাল ৩:০১

গরমে অবস্থা কাহিল। বৌ-বাচ্চারা বায়না ধরছে এইবার একটা এসি কিনে দিতেই হবে। :( কিন্তু বুঝতে পারছিনা কোন ব্রান্ডের এসি কিনলে ভালো হবে? তাই ব্লগার ভাইদের কাছে পরামর্শ চাই।

১.৫ টনের এসি কিনতে চাই। বাজেট সবোর্চ্চ ৮০,০০০ টাকা।
এডভান্স ধন্যবাদ রইল..!! :D

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৫ বিকাল ৩:২৪

মৈত্রী বলেছেন: আমি স্যামসং ট্রায়াংগল এসি কিনতে যাচ্ছি একটুপর
৮১,৯০০.....

২| ২৯ শে মে, ২০১৫ রাত ৯:৩০

ভোরের সূর্য বলেছেন: যেই এসিই কিনুন না কেন
১)ব্র্যান্ডের এসি কিনুন
২)এখন নতুন প্রযুক্তির ইনভার্টার এসি কিনুন।
স্যামসাং,এলজি,জেনারেল,কেরিয়ার,প্যানাসনিক।
দেখা যায় একই কোম্পানীর এসির বিভিন্ন রকমের কোয়ালিটি থাকে। মানে দেখা যায় যে ১.৫ টনের এসি কোনটা পিউর চাইনিজ, কোনটা আবার থাইল্যান্ড আবার কোনটা মালায়শিয়া এসেম্বলিং।তাই দামেও হেরফের হয়।
চাইনিজগুলো এভয়েড করুন কারন ভাল সার্ভিস পাওয়া যাবেনা যদিও দাম কম। আর ভাল এসি নিলে আরেকটা সুবিধা হচ্ছে ইলেক্ট্রিসিটি কনজিউম করে(কারণ যারা নতুন এসি নিবে তাদের কাছে প্রথম প্রথম ইলেকট্রিসিটি বিল একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়)। ব্রান্ডের দোকান থেকে নিলে ভাল যদিও ফিক্সড দাম তাই দামাদামির সুযোগ নাই আবার বাইরের দোকান থেকে দাম কমানো গেলেও কোয়ালিটির বিষয়ে সাবধান।
সার্ভিস ওয়ারেন্টি এবং কম্প্রেশার ওয়ারেন্টি এবং জেনারেল পার্টস ওয়ারেন্টি দেখে নিন। কারন এগুলোই হচ্ছে এসির আসল জিনিস বিশেষ করে কম্প্রেশার। এটির দামও বেশী এবং কোয়ালিটি ভাল না হলে ভাল সার্ভিসও পাওয়া যাবেনা। তাই এসব দেখে নিন যাতে পরে আপনাকে হাতি পুষতে না হয়। মানে যারা বেশী দিন এই সার্ভিস গুলো দিবে তাদের ব্রান্ড কিনুন।

৩| ৩০ শে মে, ২০১৫ সকাল ১১:৫৪

মাছুম আহ্‌মেদ বলেছেন: স্যামসং ট্রায়াংগল, উইল বি বেষ্ট। আমার বাসায় ইউজ করি, ভালোই।।।

৪| ৩০ শে মে, ২০১৫ সকাল ১১:৫৬

মাছুম আহ্‌মেদ বলেছেন: ডিসকাউন্ট মিলিয়ে ৮০০০০ এর মধ্যে হয়ে যাওয়ার কথা।

৫| ৩০ শে মে, ২০১৫ দুপুর ১:১৯

বাংলার রাবণ বলেছেন: প্যানাসনিক অথবা ক্যারিয়ের কিনে ফেলেন... ভুলেও LG কিনবেন না....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.