![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিদ্রোহী নই। আমি চিরন্তন ভীরু ভেতো বাঙালী। তিনবেলা পেট পুরে ডাল ভাতে খেতে পারলেই খুশী। আমি সমাজ , ধর্ম, রাষ্ট্র, বিশ্বাস কোন কিছুকেই বদলে দিতে আসিনি। মনের মাঝে কিছু অব্যক্ত কথা বলতে চাই সবার সাথে। পৃথিবীতে জন্ম গ্রহন করা প্রতিটি মানুষ সমধিকারের ভাগিদার।
নিজের সম্পর্কে উচ্চ ধারণা পোষন করে না এরকম মানুষ পৃথিবীতে বিরল। নিজের সম্পর্কে আমার ধারণা আমি তুলে ধরার চেষ্টা করেছি। দেখেন তো আপনার সাথে কোথাও মিলে যায় কিনা!
>নিজের ব্যাপারে আমি প্রচন্ড আত্মবিশ্বাসী। নিজের সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করি। নিজেকে অতি সাধারণ ভাবতে ভালবাসি। সবসময় হাসি খুশি থাকি। জটিল বিষয়কে নিয়ে মজা করার এক অনবদ্য ক্ষমতা আছে। অনেক সময় অনেক সিরিয়াস বিষয়কে সিরিয়াসলি নিতে পারি না।
>বন্ধুরা বলে আমি নাকি খুব রহস্যময়, দুর্বোধ্য। তারা আমাকে কখনো বুঝতে পারে না। সন্ধ্যার আলো আঁধারির খেলা আছে আমার মাঝে।আসলে দুষ্টুমি ছাড়া থাকতে পারি না।
>সবচাইতে ভালবাসি বাবা মা ও বন্ধুদেরকে। বন্ধু ছাড়া জীবন অচল। জীবনে বন্ধু ছাড়া আছে কি?
>আমার লুকানোর কিছু নেই। আবার অনেকি কিছুই আছে। তুমি চাইলে সবকিছু বলতে পারি। তবে কয়েকটি বিষয় ছাড়া!
>যৌনতার বাহিরে আমরা কেউ নই। সুতরাং অযথা সাধু সাজার ব্যর্থ চেষ্টা করো না। ভন্ডামি কেউ পছন্দ করে না। আমিও করিনা। তবে এটা আলোচনা পর্যন্ত। যৌন বিষয়ে যে কোন আলোচনা করতে রাজি আছি। কারণ জ্ঞান অর্জনে পাপ নাই।
>আমি অশ্লীল। ভীষণ অশ্লীল।তবে শুধু ফেসবুকে এবং এটা মজা করার জন্য।ফেসবুকের
বাইরে বাস্তব জীবনে আমি শান্ত রাখি নিজেকে। অনেকটা সন্যাসব্রত পালন করছি যৌন জীবনে।
>তুমি যদি যৌনমিলনের জন্য আমার বন্ধু হতে চাও তবে গজ ফিতা নিয়ে রাস্তা মাপতে পারো।আমি কোন খরিদ্দার সন্ধানী দেহব্যবসায়ী নই। নই ক্ষনিকের মধুলোভী ভ্রমরের ফুল।
>রিকোয়েস্ট পাঠিয়ে যদি মুখে টেপ মেরে রাখতে চাও তবে আমি তোমার জন্য নই।আমার বন্ধু হলে কথা বলতে হবে। এটলিস্ট একবার হলেও আমার প্রোফাইল পড়তে হবে। বেসিক তথ্যগুলো চ্যাটে বলতে বলতে আমি ক্লান্ত।
>আমি যৌনতার ভিত্তিতে একটি বিশেষ গোত্রের। সুতরাং এই গোত্রের সবাইকে আমি আপন ভাবি। তবে এটার সুযোগ খুঁজো না প্লিজ।
>মহাকালের তুলনায় আমার বয়স অল্প।তবে জীবনকে অনেক বেশি দেখে ফেলেছি আমি। আমার মনের প্রাসাদে ঢুকতে পারো তবে প্রেম নামক ঘরটি খুঁজতে যেও না।ওটা অনেক আগেই
ভেঙে ফেলেছি। শুধুই হয়রান হবে।
>একজন ভাল বন্ধু থাকলে জীবনে আর কিছুর দরকার পড়েনা, অথচ ফেসবুকে হাজার বন্ধু কাজে লাগেনা।
>ছকে বাঁধা জীবনের বাইরে আমরা কেউ নই। তবুও মাঝে মাঝে ইচ্ছা করে এই জাল ছিড়ে বের হতে।
>যদি নির্মল ও বিশুদ্ধ একটা বন্ধুত্ব উপহার দাও তবে তোমার জন্য আমি আমার সব বিলিয়ে দিব। তবে জীবনটা নয়।কারণ ওটা আমার একার নয়। আমার পরিবারের ও।
>বন্ধু হও। সব পাবে,বলতে হবে না কিছুই।
বিঃদ্রঃ মূলত ফেসবুক বন্ধুদের জন্যই লিখেছিলাম। তাই কারো কাছে খাপছাড়া মনে হলে ক্ষমাপ্রার্থী।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩১
মাইন্ড ট্রাভেলার বলেছেন: হুম।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৬
মহিদুল বেস্ট বলেছেন: বেশ লেগেছে
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩০
মাইন্ড ট্রাভেলার বলেছেন: ধন্যবাদ।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০১
আরিফ আরাফাত রুশো বলেছেন: আপনাকে এড রিকোয়েসট পাঠাতে চাই। এডরেস টা দেবেন?
"আমি যৌনতার ভিত্তিতে একটি বিশেষ গোত্রের" বলেছেন।কোন গোত্রের? ইফ ইউ ডোনট মাইনড.।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫
রাজীব নুর বলেছেন: হুম...