![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিদ্রোহী নই। আমি চিরন্তন ভীরু ভেতো বাঙালী। তিনবেলা পেট পুরে ডাল ভাতে খেতে পারলেই খুশী। আমি সমাজ , ধর্ম, রাষ্ট্র, বিশ্বাস কোন কিছুকেই বদলে দিতে আসিনি। মনের মাঝে কিছু অব্যক্ত কথা বলতে চাই সবার সাথে। পৃথিবীতে জন্ম গ্রহন করা প্রতিটি মানুষ সমধিকারের ভাগিদার।
পৃথিবীতে শত সহস্র সমকামী ব্যক্তি জন্মগ্রহন করেছে। আবার মারাও গেছে। সবার কথা ইতিহাস মনে রাখেনি। আবার অনেক অখ্যাতজনকে ঠিকই মনে রেখেছে। আজ শোনাবো হিয়েরোক্লেস নামের এক সুদর্শন যুবকের কথা। তার জন্ম দ্বিতীয় শতকে। প্রথম জীবনে সে দাস ছিলেন। রোম সম্রাট এলাগ্যাবালাস তাকে মুক্তি দিয়ে নিজের ক্যারিয়ট চালক হিসেবে নিয়োগ দেন। এলগ্যাবালাস এক অদ্ভুত সম্রাট ছিলেন। মাত্র ১৪ বছর বয়সে সিংহাসনে বসেন। রাজত্ব চালানোর কোন ধারণাই তার ছিলো না। অদ্ভুত সব ডিক্রি জারী করত সে। কে গাধায় টানা গাড়ি চড়বে আর কে ষাঁড়ে টানা, কে জুতোয় সোনা পরতে পারবে আর কে পারবে না। রাজসভায় নিয়োগ দানে বয়সের কোন বাছবিচার ছিলো না। ঘুষ পেলে যাকে তাকে নিয়োগ দিতো।চার বছরের শাসনামলে পাঁচ খানা বিয়ে করে সে। কিন্তু সে ছিলো মূলত সমকামী। হিয়েরোক্লেস ছিলো তার প্রেমিক। এলগ্যাবালাস হিয়েরোক্লেস কে নিজের স্বামী হিসেবে পরিচয় দিতো। এলগ্যাবালাস রাজ প্রাসাদের এক অংশকে ব্রোথেলে পরিণত করে। সে রোমে সূর্যদেবতা এলগ্যাবালার মন্দির প্রতিষ্ঠা করে। অন্যান্য প্রাচীন মন্দির থেকে দামী সব জিনিস খুলে এনে নতুন মন্দিরকে সাজায়। এখানে সে কিশোর ছেলেকে দেবতার উদ্দেশ্যে বলি দিতো। তার নানাবিধ ব্যবহারে রোমান সৈন্যবাহিনী অতিষ্ঠ হয়ে বিদ্রোহ ঘোষণা করে। এলগ্যাবালাস ভয়ে এক ট্যাংকের ভিতরে আত্মগোপন করে। সেখান থেকে ধরে এনে তাকে হত্যা করা হয়। ২২২ খ্রিস্টাব্দে ১৮ বছর বয়সী এলগ্যাবালের নগ্নদেহ সারা নগরে ঘুরিয়ে টিবার নদীতে ছুড়ে ফেলা হয়। এলগ্যাবালাসের রাজসভার অন্যান্য সদস্যদী সাথে হিয়েরোক্লেসকেও হত্যা করা হয়। এলগ্যাবালাসের পরে ক্ষমতায় বসে তার ১৩ বছর বয়সী কাজিন, সব থেকে কম বয়সী রোমান সম্রাট। তিনি ১৪ বছরের মত ক্ষমতায় ছিলেন।
এলগ্যাবাসের জন্য আমার কোন ফিলিংস নেই। মাঝে মাঝে হিয়েরোক্লেসের কথা ভাবি। এক পাগল রাজার প্রেমিক সে কি ইচ্ছে করে হয়েছিলো নাকি বাধ্য হয়েছিলো। সে কি বেঁচে থাকার জন্য সবরকম তাল মিলিয়েছিলো। তার কষ্টের কথাগুলো শোনার মত কেউ ছিলো কি ?
©somewhere in net ltd.