![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্তর্জাল এবং ডিজিটাল মিডিয়ার কল্যাণে মোটামুটি সবাই এখন অবগত আসিফ মহিউদ্দিনের ঘটনা সম্পর্কে। আমাদের ব্লগগুলো এবং ফেসবুক দুনিয়া প্রচুর পোস্টে সয়লাব, ক্ষণে ক্ষণে আপডেট জানাচ্ছেন তার কাছের মানুষেরা, আমরা যারা দুরের মানুষ, তারা এইসব আপডেটেড পোস্টগুলি থেকেই জানতে পারছি, তার কি অবস্থা বর্তমানে। এই সুবাদে তার পক্ষে বিপক্ষে লেখাও কম হচ্ছে না। এই অধমও কী বোর্ডের সামনে বসে গেলো তাই ঝটপট দু’কলম লেখতে।
আসিফ ভাইয়ের আহত হবার খবর প্রথমে পাই একজনের ফোনকলে। রাত তখন এগারটা। জানার পর প্রথমেই ঢুকলাম ফেসবুকে, এবুং একচোট হতাশ হলাম। পোস্টগুলি থেকে বিশদভাবে তেমন কিছু জানা যাচ্ছিল না, শুধু এটুকু জানলাম, তিনি ছুরিকাহত, উত্তরার একটি হাসপাতালে আছেন। বুহলাম, এখান থেকে আর ডিটেইল জানা যাবে না। এলাম সামু’তে।সামু’তে পেলাম একটা ‘আপডেট পোস্ট’। এই পোস্টে ঢুকে এর নমুনা দেখে রীতিমতো বিস্মিত এবং প্রচন্ড অবাক হলাম। পোস্টে উল্লেখ করা হয়েছে আসিফ মহিউদ্দিন “শারীরিকভাবে লাঞ্ছিত” হয়েছেন। WTF?? একটা মানুষকে ছুরিকাঘাতে মূমুর্ষু করে ফেলা হল, আর সেটা সামু’র ভাষায় হয়ে গেল শারীরিক লাঞ্ছনা?? পরে অন্য একটা ব্লগে গিয়ে ঘটনার বিস্তারিত জেনেছি, কিন্তু কথা হল, এ ধরনের ভন্ডামির মানে কি?? এ ধরনের জলজ্যান্ত একটা ঘটনাকে লুকানোর অপপ্রয়াশ কেন?
আইহোক, কিছুক্ষন পরেই সামুতলীয় এবং ফেসবুকীয় ব্লগারদের পোস্টের বন্যা শুরু হয়ে গেল। ধৈর্যধরে কিছু পোস্ট ও তার নিচের কমেন্টগুলো পড়লাম। হায়রে দুনিয়া!! যাদের সাথে আসিফ ভাইয়ের ব্যক্তিগত দন্দ ছিল, তারা বলতে গেলে আনন্দে মিস্টি বিতরনের সমকক্ষ কিছু লেখা প্রসব করেছেন।আর তাদের অনুসারীরা যথারীতি তাল মিলিয়ে খিস্তিখেঊড় চালিয়ে গেছেন সোল্লাসে। চলেছে আস্তিক-নাস্তিক বিতর্ক, ছাগু মানসিকতার লোকজন গলা মিলিয়ে গেয়ে চলেছেন সময়োপযোগী কীর্তন। অথচ এইসব পোস্টপ্রসবা মানুষদেরই আমরা তথাকথিত মুক্তমনা হিসেবে জানি, আমরা কূপমন্ডুকেরা উদারমনা হবার গোপন রেসিপি জানতে হানা দেই তাদের ব্লগগুলো কিংবা ফেসবুক ওয়ালে। এদের অনেকেই দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার তাদের শানিত কলম নিয়ে, অথচ এই রাজনৈতিক নেতা-নেত্রীরাও কিন্তু বিরোধী পক্ষের লোকজনের অসুস্থতা কিংবা দুর্গতিতে সহমর্মিতা প্রকাশ করেন, সমবেদনার বার্তা পাঠান, যতই তা লোক দেখানো হোক না কেন। তবে কি ধরে নেব আমাদের মুক্তমনারা দেশের দুর্নীতিগ্রস্থ রাজনৈতিকদের থেকেও নিচু স্তরে নেমে গেছেন যে, একজন গুরুতর আহত লোকের প্রতি সহজাত সহমর্মিতাটুকু প্রকাশ করার মতো স্বাভাবিক শিষ্ঠাচারবোধটিও হারিয়ে গেছে তাদের মধ্য থেকে???
ভালো লেখা যে আসেনি একেবারে তা নয়। কিন্তু সেগুলো পরিমানে অতি নগন্য এবং কমেন্টগুলিতে আসিফবিরোধী লোকজন তাদের নেতিবাচক বাক্যালাপ অব্যাহত রেখেছেন।
আসিফ মহিউদ্দিনের সাথে সবার মত না-ই মিলতে পারে, মতপার্থক্য থাকবেই। কিন্তু এটা তো ভুলে গেলে চলবেনা যে তিনিও একজন ব্লগার, ব্লগ জগতের সাথে সংশ্লিস্ট সবার সহকর্মী। আজ যারা তার এ দুর্দশায় খুশি হয়ে নৃত্য করছেন, দু’দিন পরে যে তাদের উপরেও হামলা আসবে না, তার নিশ্চয়তা কি? সেদিন হয়তোবা নিজেদের আহত, জ্ঞ্যানশুন্য দেহটিকে হাসপাতালে পৌঁছে দেয়ার মতো লোক খুঁজে পাওয়া দুস্কর হয়ে পড়বে। সচেতন হবার সময় এখনই।
যাইহোক, অনেক হয়েছে চর্বিত চর্বন। আমরা হুমায়ুন আজাদের মতো আর কোন উদাহরন দেখতে চাইনা এদেশে। আসিফ ভাই সুস্থ হয়ে উঠুন, ফিরে আসুন তার প্রিয়, পরিচিত ব্লগ জগতে। তার জন্যে এক গুচ্ছ শুভকামনা।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩
ইখতামিন বলেছেন: আপডেটঃ আসিফ মহিউদ্দীন এখন আশঙ্কামুক্ত এক পলকে ব্লগার আসিফ মহিউদ্দীন ♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣ আসিফ! তুমি মৃত্যুঞ্জয়ী। তুমি অতিদ্রুত সুস্থ হয়ে ফিরে এসো। এই কামনায় আমি - ইখতামিন।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
আমি সমীর বলেছেন: আমিও একটা শুভকামনা বার্তা উতসর্গ করলাম । এটা ওনার কানে পৌছাবে কি ? @সময়ের কন্ঠস্বর ভাইয়া ।
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
রিওমারে বলেছেন: আসিফ মহিউদ্দীনের খুরধার লেখনী হজম করার মত কান্ডজ্ঞান যে সব অথর্ব দের নাই তারাই এই জঘন্য কর্মের হোতা।। আসিফ মহিউদ্দীন যদি নাস্তিক হন এটা তার ব্যাক্তিগত ব্যাপার।। কিন্তু আজকে যারা এই জঘন্য কর্ম করেছে তারা আসিফের চাইতে অনেক বেশী খারাপ এটা প্রমানিত।।
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
অনিক আহসান বলেছেন: এখন কিছুটা ভাল আছে। বেড এ দেয়া হইছে
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
সময়ের কন্ঠস্বর বলেছেন: শ্রেষ্ঠ, ইখতামিন, রিওমারে, অনিক আহসান, ধন্যবাদ!
আমি সমীর, আপনার শুভ কামনা পৌছে দেয়ার ব্যবস্থা করা হল! ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
শ্রেষ্ঠ বলেছেন: আসিফ ভাই সুস্থ হয়ে উঠুন, ফিরে আসুন তার প্রিয়, পরিচিত ব্লগ জগত। হেদায়েত হোক তার।