![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বগুড়ার ঘটনাটা নিয়ে এত মাতামাতি করার কি হইসে? হ্যাঁ? দেশে গত ২-৩ সপ্তাহে এত্তগুলা ধর্ষনের ঘটনা ঘটে গেলো, যার বেশিরভাগ ক্ষেত্রে ভিকটিম হলো শিশুরা, তখন তো এত মাতামাতি দেখি নাই? তখন সবাই ঘোমটার আড়ালে মুখ লুকায়া ছিলো ক্যান? হাতে গোনা কয়েকজন ছাড়া প্রতিবাদ করতে দেখি নাই কাউরে, অনলাইন মিডিয়া দায়সারা ভাবে নিউজ সারসে, প্রিন্ট মিডিয়ার ভেতরের পাতায় চিপা থেইকা খুইজা নিউজ বাইর করতে হইসে। তখন কই ছিলো সমাজ নিয়া চিন্তা? ধর্ষক ধরা পড়লো কিনা তা নিয়া তোমাগো টেনশন দেখি নাই কোন, আজ কয়েকটা জুটিরে ধরসে দেইখা খুশিতে লাফাইতেসো?
বগুড়া জামাতের একটা বড়সড় ঘাঁটি। কাদের মোল্লার যখন রায় হয় তখন বগুড়ায় সপ্তাহখানেক হরতাল ছিলো, গনজাগরনরে মিডল ফিংগার দেখায়া সে হরতাল পালিতও হইসে। তো সেই বগুড়ায় খোদ শহরের ভেতর এই জুটিরা অসামাজিক কাজ করতে ছিলো, এই কথা বুঝাও তোমরা আমাগোরে, না?
ছবি কথা বলে, ছবির দিকে তাকায়া দেখো একবার, মেয়েগুলার ড্রেসআপ দেখো। তারা বোরকা-হিজাব পইরা ওইখানে অসামাজিক কাজ করতেছিলো, না?
ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমীরে কই, তোমার নামের থেকে রুমী নামটা বাদ দেও। রুমী বাংলাদেশের গর্বের নাম, তোমার নামের সাথে তার নাম শোভা পায় না। তোমারে কোন চুদির ভাই ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দিছে? ম্যাজিস্ট্রেট কি এখন ধর্মীয় গোঁড়ামির ভিত্তিতে নিয়োগ হয়? সারা জীবন পড়াশোনা কইরা বিসিএস দিয়া এই শিখসো? পারলে একটা ধর্ষকরে গ্রেফতার কইরা দেখো দেখি, কেমন মুরোদ তোমার!!!
কয়দিন পরে দেখা যাইবো রাস্তা দিয়া ভাইবোন হাইটা যাইতেসে, ম্যাজিস্ট্রেট আইসা ধইরা নিয়া যাইবো থানায়। সেখানে প্রুভ করতে হইবো, তারা ভাইবোন, তারপর মুচলেকা দিয়া ছাড়া পাইবো। দেশটা হেফাজতে ইসলামীর হাতে যাইতে আর কত দেরী, পাঞ্জেরী?
আমার ভাবতে অবাক লাগে, এই ম্যাজিস্ট্রেটরে সাপোর্ট দেয়ার লোকও কম নাই দেশে। আফসোস! যেই দেশের মানুষ কোন ধর্ষকের গ্রেফতার কিংবা শাস্তির দাবি করার চাইতে কিছু প্রেমরত মানব-মানবীর গ্রেফতারকে প্রাধান্য দেয়, আমি সেই দেশে বাস করি!
একটা জাতির মানসিক বিকারগ্রস্থ হইতে আর কত দেরী, পাঞ্জেরী?
১৪ ই জুন, ২০১৩ দুপুর ১:৫০
সময়ের কন্ঠস্বর বলেছেন: ১।খাটাস বলেছেন: বগুড়া জামাতের একটা বড়সড় ঘাঁটি।" -- অস্বীকার করতে পারবেন? কাদের মোল্লার ফাঁসীর রায়ের সময় আমি অফিসিয়াল কাজে বগুড়ায় ছিলাম। নিজের চোখে দেখা।
২। দেশের প্রচলিত আইনে কি জড়াজড়ি করা বা চুম্মাচাটি করা অপরাধ?
৩। "ঐ টা বিনা টিকিটে হাওয়া খাওয়ার পার্ক না। ওইটা ওয়ান্ডার ল্যান্ড। ৪০-৫০ টাকা টিকিট।"-- এই কাপলগুলাতো টিকিট কাইটাই ঢুকসিলো সেখানে, তাই না? কর্তৃপক্ষ জানতো না তারা ওখানে কেন যাচ্ছে?
৪। বোরকা পড়ে যায় কারন ওখানে একটু বেশি রেস্ত্রিকটেড ফ্যামিলির মেয়েরা ওখানে যায়--- আর রেস্ট্রিকটেড না যারা, তারা বগুড়া শহরের নামীদামী হোটেলগুলাতে যায়, যেখানে ঘন্টা হিসেবে রুম ভাড়া পাওয়া যায়, এবং পুলিশ নিয়মিত বখরা পেয়ে সেখানে অভিযান চালানো থেকে বিরত থাকে...
৫। যদি ও এক কাজ করতে পারতেছে না, যেটা সব চেয়ে গুরুত্বপূর্ণ। তাই বলে দেশের আরও ছোট ছোট কাজ গুলো না করে কি পুলিশ বসে থাকবে?---- যে ছোট ছোট কাজগুলা মানুষকে আরো অনৈতিক কাজের দিকে উস্কে দেয়, সেইসব ছোট ছোট কাজ না করাই উত্তম। যাদের এখানে ধরা হয়েছে আপনি কি মনে করেন তারা এখন প্রেম করা বাদ দিয়ে তাবলীগ জামাতে যোগ দিবে? কখনোই না। তারা এখন সেই অভিজাত হোটেল গুলার মতো সেইফ জায়গায় যাবে, যেখানে শুধু চুম্মাচাটি না, আরো অনেক কিছুই পসিবল। এমনকি মেয়ের সম্মতি না থাকলে তারে ধরে রেপ করাও পসিবল।
যাই হোক, আমি জানি, আপনেরে এসব কথা বলে লাভ নাই, আপনি বুঝদার লোক হলে আগেই বুঝে যেতেন ব্যাপারগুলা। লাস্টে একটাই কোশ্চেন আপ্নের প্রতি, প্রেম কি করেছেন জীবনে? সজ্ঞানে কোন মেয়ে তো কোন খাটাসের প্রেমে পড়ার কথা না!....
২| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৪
হিম১২৩ বলেছেন: ম্যাজিস্ট্রেট কামটা ভালো করে নাই।
১৪ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৪
সময়ের কন্ঠস্বর বলেছেন: আমাগো কয়টা ম্যাজিস্ট্রেটে ভালো কাজ করে, সেটা একটা গবেষণার বিষয় বটে!
৩| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৭
কাঙ্গাল মুরশিদ বলেছেন: "আফসোস! যেই দেশের মানুষ কোন ধর্ষকের গ্রেফতার কিংবা শাস্তির দাবি করার চাইতে কিছু প্রেমরত মানব-মানবীর গ্রেফতারকে প্রাধান্য দেয়, আমি সেই দেশে বাস করি!"
আসলেই বড় আফসুসের কথা! যত তাড়াতাড়ি পারেন এই দেশ ছাইড়া সেই দেশে যান সেখানে রাস্তাঘাটে, সমুদ্র সৈকতে বিবস্র হয়ে প্রেম করলেও কেউ কিছু বলবে না। যেখানে লিভটুগেদারের নামে বছর বছর নতুন নতুন নারী ভোগের অপার সুযোগ দেবে। নারীর জন্য সবচেয়ে অপমানকর যৌন পেশা যেখানে উম্মুক্ত ও সমাদ্রিত। আহা কি স্বপ্নের দেশ . . . কবে যে ঐ দেশে গিয়ে জীবন ধন্য করবেন সেই চিন্তা করেন।
১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:০২
সময়ের কন্ঠস্বর বলেছেন: কাঙ্গাল সাব, আপনে বড়ই হাইপারে উইঠা গেছেন ভাই! আপনেগো বড় সমস্যা কি জানেন? পানের থেকে চুন খসলেই আপনেরা লিভটুগেদার, ফ্রি সেক্স, ন্যুড বিচ এইসব নিয়া ম্যালা কিচ্ছা ফাঁইদা বসেন। ওয়েল, আপনার স্বপ্নের দেশটা কিরকম? যে দেশে জন্মের পরে থেকে মেয়েরা বোরকা পিন্দা ঘুরবে, আরেফিন রুমী স্টাইলে সবাই চারটা বিয়া করে সুন্নত পালন করবে, অমুসলিম নারীরা হবে গনিমতের মাল, সেই দেশটাই তো? জিভে কি জল আইসা পড়লো ভাই??
দেশটা আপনের মতো "হেফাজতে ডট ডট" এর হাতে যাইতে আর কত দেরী, পাঞ্জেরী?
৪| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৯
মাইন রানা বলেছেন: দেশের প্রচলিত আইনে কি বলা আছে এসব মেলামেশার ব্যাপারে জানতে চাই।
দেশের আইনে কি এসব মেলামেশা বৈধ? বৈধ হলে ম্যাজিস্ট্রেটরে ধরার কোন প্রশ্ন আসে না।
১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:০৮
সময়ের কন্ঠস্বর বলেছেন: সবার আগে বুঝতে হবে অসামাজিক কার্যকলাপ জিনিশটা কি! অসামাজিক কার্যকলাপ কোনগুলা। এই জিনিসটাতো ডিফাইন করা নাই। এদের সবাইরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ধরা হইসে।
৫| ১২ ই জুন, ২০১৩ রাত ১১:৩১
দি সুফি বলেছেন: চুলকানি উঠছে এিটা দেইখা?? ঢাকায় বিভিন্ন পার্ক ও লেকের পাশেও এমন অভিযান চালানো উচিত। তাইলে কোনদিন আপনে ধরা পইরা যান কে জানে!
খাটাস মিঞার কমেন্টের সাথে একমত।
১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:১৩
সময়ের কন্ঠস্বর বলেছেন: আর অভিজাত হোটেলগুলাতে অভিযান চালাইলে মে বি আফনের লগে মুলাকাত হইতে ফারে, কি কন বাই?
খাটাস মিয়ারে কিছু কথা কইসি, আফনে যেহেতু তার লগে একমত মারাইসেন, কথাগুলা আফনের লাইগাও থাকলো, কষ্ট কইরা পইড়া লইয়েন।
৬| ১২ ই জুন, ২০১৩ রাত ১১:৩৯
নিয়েল হিমু বলেছেন: পাঞ্জেরীরে জিগাইয়া দেখতে হবে আর কত দিন আছে হেফচুর হাতে দেশ হ্যান্ডোভার করতে । দেখি জিগায়া :-<
১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:১৫
সময়ের কন্ঠস্বর বলেছেন: বেশি দিন নাইগো ভাই, তার চাইতে আমরা সবাই হেফচুতে যোগ দেই, আরেফিন রুমীর ফদাংক অনুসরন করি গিয়া, কি কন? দুনিয়াতেও লাভ, আখিরাত ত ফকফকা!
৭| ১৫ ই জুন, ২০১৩ ভোর ৫:২১
দি সুফি বলেছেন: বিবাহবহির্ভূত সম্পর্কে যারা জড়ায়, আর যারা এইটা সাপোর্ট করে, তাদের সম্পর্কে বিশেষ কিছু নাই। এখন পার পাইলেও, মরার পরে লুকানোর যায়গা পাইবেন না, সুতরাং রেডি থাইকেন
১৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৬
সময়ের কন্ঠস্বর বলেছেন: আপনের জায়গাটা রিজার্ভ থাকলেই হইল। কেউ যদি নিজের ইচ্ছায় জায়গা পাইতে না চায় তবে তার বাড়া ভাতে ছাই দেয়ার আপনি কে? নিজের চরকায় তেল দেন। আর চরকা না থাকলে তেল দেয়ার মতো আরো ইন্সট্রুমেন্ট আছে আপনার আশা করি।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৪
খাটাস বলেছেন: বগুড়া জামাতের একটা বড়সড় ঘাঁটি।
আহা কত রাগ অভিমান কি সুনাগরিক? মাগার না জানিয়া বুঝিয়া সুনাগরিক হবার চর্চা টা আমাদের কমানো উচিৎ।
হয়ে জড়াজড়ি বা চুম্মা চাটি করে ফেলে।
কথা হচ্ছে , মানুষ শোনে এক, বোঝে এক, আর বলে আর এক। ঐ টা বিনা টিকিটে হাওয়া খাওয়ার পার্ক না। ওইটা ওয়ান্ডার ল্যান্ড। ৪০-৫০ টাকা টিকিট। মানুষ খুব বেশি ওখানে যায় না। যারা বগুড়া আজিজুল হক কলেজ এ বিভিন্ন জায়গা থেকে পড়তে আসে, তারা বিভিন্ন ম্যাচ এ থাকে। তারাই মুলত ওখানে একটু নিশ্চিন্তে প্রেম করার জন্য যায়। আর বোরকা পড়ে যায় কারন ওখানে একটু বেশি রেস্ত্রিকটেড ফ্যামিলির মেয়েরা ওখানে যায়। কারন জায়গাতে দেখার কেও নাই। সেফ। আর প্রেম করার ফাঁকে কেও কেও আবেগ আপ্লুত
শোনেন ভাই ধর্ষণ এর ঘটনা গুলো শুনলে মনে হয় টান দিয়া ছিরে ফেলি। পুলিশ সেসব কেসে আপনার আমার মত মানুষের টাকা বা রাজনৈতিক চাপেই চুপ করে থাকে। যদি ও এক কাজ করতে পারতেছে না, যেটা সব চেয়ে গুরুত্বপূর্ণ। তাই বলে দেশের আরও ছোট ছোট কাজ গুলো না করে কি পুলিশ বসে থাকবে?