নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই মানুষ

সম্রাট ইজ বেস্ট

নিঃশব্দ সময় পেরিয়েছে ধাপে ধাপে মৌনতায়, কালে কালে কেটে গেছে অযুত নিকষ প্রহর; আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিযুত স্পর্শের ঘ্রাণ, প্রতিদিন চুপিসারে বয়ে চলে বুকের ভেতর৷

সম্রাট ইজ বেস্ট › বিস্তারিত পোস্টঃ

শৃঙ্খলিত সময়

১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০৭




তোমার স্পর্শের ঘ্রাণে বিমোহিত প্রতিটি বৃষ্টির ফোঁটা
শরীরের গন্ধমাখা হলুদ রোদের একফালি-
খুঁজে ফিরি কাল হতে মহাকাল;
আদি হতে বিনাশের মাঝে
অথচ তুমি তো সাজাও নিত্য সর্বনাশা উদাসীনতার ডালি!

মরাল গ্রীবার কবোষ্ণ স্বাদে ডোবাতে চেয়েছি
পলকহীন দৃষ্টি, পেলব ত্বকের মসৃণতা
আর চুঁইয়ে পড়া নির্ভেজাল কমনীয়তায়;
চুমুক দেয়ার ধৃষ্টতা দেখাতে চেয়েও প্রত্যাখ্যাত হয়েছি বারবার
মরীচিকার পেয়ালায় চুমুকে চুমুকে নীল হয়েও
মুগ্ধ তোমার সরলতায়।

কবিতায় কি আঁকা যায় হৃদয়ের ক্যানভাসে
ডানা ঝাপটানো সব আল্পনা?
ঠুনকো কাঁচের মত ভেঙে যাওয়া সময়ের সাথে প্রতিদিন-
জড়াতে চেয়েও পারিনি তোমায়,
পাথর চোখের জমাট অবহেলায়
মুঠো মুঠো নোনাজল ভেঙেছে আমায়;
ইচ্ছেগুলো অনন্তে হয়েছে বিলীন।

বুকপকেটে লেপ্টে রাখা একমুঠো স্বপ্নের ঝাঁকে
প্রষ্ফুটিত তুমি নিকষ আঁধারে যেন দীপশিখা-
রোদের গন্ধমাখা বিকেলের হলুদ সময়ে
হেঁটে যায় ইচ্ছেরা সব, তোমার প্রত্যাশার বিবরে
শৃঙ্খলিত আমি অনন্তসময়; এসো বদলে দাও বিবর্ণ ভাগ্যলেখা।

সময়াভাবে ব্লগে আর তেমন তৎপরতা নেই। মাঝেমধ্যে দুএকটা পোস্টে কমেন্ট করা হলেও বেশিরভাগ সময় শুধু লগইন অবস্থায় নিজের উপস্থিতি জাহির করেই খালাস। তারপরও সুহৃদদের অনেকেই খোঁজখবর নেন। তাঁদের মধ্যেই একজনের অনুরোধ ছিল অনেকদিনের লেখনীর খরা কাটিয়ে কিছু একটা লেখার। তাঁর অনুরোধেই মূলত "কিছু একটা" লেখার চেষ্টা করলাম। নিন্দার দায়টুকু মাথা পেতে নেব।

উৎসর্গঃ শিখা রহমান- যাঁর কবিতার প্রতিটি ছত্র নতুন করে কবিতা বুঝতে শেখায়।

ছবিঃ অন্তর্জাল।

মন্তব্য ৩০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:২৬

হাবিব বলেছেন:
তুমি নামক সর্বনামই সর্বনাশের কারন...... সুতরাং সাবধান।
কবিতায় ভালো লাগা রেখে গেলাম।

১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ‌এমন সর্বনাশে গা ভাসানোতে খুব কম মানুষেরই বোধহয় অনীহা আছে। ভালোলাগায় ধন্যবাদ হাবিব স্যার। শুভেচ্ছা রইল।

২| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫২

বলেছেন: এসো বদলে দাও ----------

অতিতের কথাগুলো স্মৃতি হয়ে বার বার ভেসে আসে।
অসাধারণ লেখা।
মোহনীয় মুগ্ধতা।
শুভ কামনা অবিরত।

১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পাঠ, মন্তব্য ও প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। শুভকামনা অফুরান!

৩| ১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৬

নীল আকাশ বলেছেন: অনেকদিন পরে আপনার লেখা পড়লাম। বেশ অনিয়মিত আজকাল ব্লগে।
কবিতা ভালো হয়েছে, নিন্দা করবো কেন ?
প্রেমিকারা প্রেম করে বেকার ছেলেদের সাথে আর বিয়ে করে মধ্যবয়স্ক টাকাওয়ালা পুরুষদের।
এরা তো নিজেদের ভাগ্য বদলাতেই ব্যস্ত। অন্যেরটা বদলাবে কখন? সময় কই?

১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রেমিকারা প্রেম করে বেকার ছেলেদের সাথে আর বিয়ে করে মধ্যবয়স্ক টাকাওয়ালা পুরুষদের।
এরা তো নিজেদের ভাগ্য বদলাতেই ব্যস্ত। অন্যেরটা বদলাবে কখন? সময় কই?



হানড্রেড পারসেন্ট খাঁটি কথা বলেছেন ভাই। তারপরও ব্যতিক্রম নিশ্চয়ই আছে।
কবিতা ভাল লাগায় আমারও ভাল লাগল। আজকাল একটু সময় কম পাচ্ছি। ব্লগে আবার নিয়মিত হওয়ার চেষ্টা করছি। আপনার জন্য শুভকামনা অফুরান!

৪| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। কেমন আছেন আপনি?

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৩

শিখা রহমান বলেছেন: ইশশ!! আপনার এই পোস্ট দেখি কেন এতোদিন? :( আমাকে আর কেই বা এমন কবিতা উৎসর্গ করে!! খুবই দুঃখিত ও লজ্জিত কবিতাটা আগে না দেখার জন্য। আমিও নিজেও যে ব্লগে অনিয়মিত।

অনেক অনেক ধন্যবাদ। আপনার কবিতাটা দিনটা আলো করে দিলো। কি আশ্চর্য সুন্দর কবিতাটা, বিশেষ করে শেষ লাইনটা মাথায় ঘুরে ঘুরে বাজতে থাকে। প্রিয়তে রাখলাম।

ভালো থাকুন কবিসম্রাট ভালোবাসায় ও কবিতায়। একরাশ মুগ্ধতা ও ভালোলাগা নিয়ে যাচ্ছি, আপনাকে ভাগ দিতে পারছি না।

শুভকামনা নিরন্তর।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কি আশ্চর্য! এমন করে বললে তো লজ্জা পাই। আপনার কবিতাগুলোর তুলনায় এটা নিতান্তই অখাদ্য। আপনার অনুরোধের পর লিখেছিলাম। মাঝে বেশ কয়েকদিন আমিও ব্লগে আসতে পারিনি। আজ আপনার কমেন্ট পড়ে অনেক খুশি লাগছে। আপনি এত উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেখে রীতিমত লজ্জিত বোধ করছি। তবে আনন্দও লাগছে। আপনার অনেকগুলো পোস্ট পড়া হয়নি। সময় করে দেখে আসব। আপনার জন্য আফুরান শুভকামনা! ভাল ও সুস্থ থাকুন আর আমাদেরকে সুন্দর সুন্দর লেখা উপহার দিন।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর কবিতা !

যাক বাবা ! কিবোর্ড এর জংটা তাহলে দূর হলো ;)

১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: যাক বাবা ! কিবোর্ড এর জংটা তাহলে দূর হলো ;)

কীবোর্ডের মরচে দূর হয়েছে কিন্তু বেগরবাই থামেনি। :P

কেমন আছেন?

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: এবার কমেন্টের উত্তরটুকু দিয়ে ফেলুন B-))

১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: না দিলে কী হবে? :)

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: কচু হবে :P

১৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ওলকচু না মানকচু? :P

৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ডিম ;)

১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অশ্বডিম্ব! :-B

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুঁজে বের করে পড়া ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০২

ভ্রমরের ডানা বলেছেন: সম্রাট ভাই, এটা বেস্ট ছিল!

২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার প্রশংসা সবসময়ই অনুপ্রেরণার। সাদরে গ্রহণ করলাম। আশা করি ভাল আছেন!

১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেস্ট কবিতা ।

নিয়মিত হোন।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রশংসার জন্য ধন্যবাদ মাইদুল ভাই। আসলে ব্যস্ততা একটু বেশি তাই নিয়মিত হতে চেয়েও পারছি না। চেষ্টা অব্যাহত আছে।
ভাল থাকুন। শুভকামনা!

১৩| ১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০০

শিখা রহমান বলেছেন: সম্রাট দু'মাস হয়ে গেলো। নতুন বছরে একটা লেখা উপহার দিতেই পারেন আমাদের।

আশাকরি ভালো আছেন। লেখা দেবেন প্লিজ!!
শুভকামনা সতত কবিসম্রাট!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুবই দুঃখিত যে আপনার মন্তব্যের উত্তর দিতেও অনেক দেরি হয়ে গেল। আসলে একটু দৌড়াদৌড়ির ওপর আছি। তাই কিছু লেখা বা কোন পোস্টে কমেন্টও করা হয়ে উঠছে না। একটু সুযোগ পেলেই হয়ত আবার লেখালেখির সাথে জড়াতে চেষ্টা করব। আপনাকেও অনেকদিন দেখছি না। আশা করি আপনি ভাল আছেন!

১৪| ১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর উৎসর্গ। সুন্দর কবিতা। :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: উত্তর দিতে দেরি হয়ে গেল। প্রশংসার জন্য অনেক ধন্যবাদ সেলিম ভাই। আশা করি আপনি ভাল আছেন!

১৫| ২৮ শে মে, ২০২০ দুপুর ১২:৫৯

শায়মা বলেছেন: কোথায় আছো ভাইয়া!!!

হাফসাআপুকে মিস করছি আজকে!!! :(

১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে! এ যে দেখছি ক. রাজকন্যা!! কেমন আছো তোমরা? নিশ্চয়ই আগের মতই হাসিখুশি, উচ্ছল, প্রাণবন্ত!!!
হাফসা আপু কি আমাদের মিস করে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.