নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

কমেন্ট-ব্যান আমাকে বেশ হতাশার মাঝে ঠেলে দিচ্ছে!

২৯ শে মে, ২০২২ রাত ৮:৩৫



আমার একটা ছোটখাট, কম গুরুত্বপুর্ণ পর্যবেক্ষণ হলো, যাঁরা কমেন্ট-ব্যান করেন, তাঁরা ক্রমেই ইনএকটিভ হয়ে যান। আমাকে আগে (চাঁদগাজী ) যাঁরা কমেন্ট ব্যান করেছেন, তাঁদের বেশিরভাগই ব্লগে নেই।

৪ মাসেরও কম সময় আমি ব্লগিং করছি, এর মাঝে আমি কি পরিমাণ লোকজনের বাড়া-ভাতে ছাই দিয়েছি যে, আনুমানিক শতকরা ২০ জন একটিভ ব্লগার আমাকে 'কমেন্ট-ব্যান' করে রেখেছেন? ৬/৭ দিনের আগের ঘটনা, ১ম পাতার ৬টি পোষ্টেই আমি কমেন্ট-ব্যানে! খুব হতাশ হয়ে গেলাম!

লোকজনের ভালো ভালো পোষ্টে কমেন্ট করে উৎসাহিত করতে পারি না, বিশেষ বিশেষ অবদানের জন্য ধন্যবাদ জানাতে পারি না, অভিনন্দন জানাতে পারি না, প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারি না, ভুল ধরায়ে দিতে পারি না, উপদেশ চাইতে পারি না, অনুরোধ করতে পারি না; কি রকম হতাশ পরিবেশ!

সোস্যাল মিডিয়া সফটওয়ারগুলোতে লজিক্যাল কারণেই কমেন্ট ব্যানের ক্ষমতা দেয়া হয়েছে, ইহার প্রয়োজন অবশ্যই আছে; কিন্তু তাই বলে উহাকে ডানে বানে ব্যবহার করা ঠিক বুদ্ধিমানের কাজ নয়; বিশেষ করে আমার মতো ব্লগারের বেলায়! আমি ব্লগে অনেক বেশী সময় দিই; ব্লগে যখন মাত্র ৪/৫ জন লগিনকরা ব্লগার থাকেন, তার মাঝে আমার নিক আপনারা দেখার সম্ভাবনা শতকরা ৯০ ভাগ।

আরেকটা দিক দেখেন, ৪ মাসেরও কম সময়ে আমি প্রায় ৪০০০ কমেন্ট করেছি; অনেকে ১২ বছর ব্লগিং করেও এত কমেন্ট করেননি; যদি আমাকে কমেন্ট ব্যান করা না'হতো, আরো ১০০০'এর বেশী কমেন্ট আমি করতাম; যাঁরা আমাকে কমেন্ট ব্যান করেছেন, তাঁরা এই ১০০০ কমেন্ট পেতেন; কত বড় উৎসাহের সম্ভাবনা থেকে এঁরা নিজদের বন্চিত করেছেন?

একটা ব্যাপারে আমি নিজের ঢোল নিজে বাজাতে পারবো বলে আশা রাখি: সেটা হলো আমি ব্লগারদের পোষ্ট মনোযোগ দিয়ে পড়ি, কোন সুক্ষ্ম ভুল থাকলে আমি সেটা ধরতে পারি, ধারণাগত ভুল থাকলে আমি তা ধরতে পারি, পোষ্ট ভালো না'হলে সেটা স্পষ্ট ভাষায় বলতে পারি, আমি অকারণে ইয়ো ইয়ো-করা পছন্দ করি না, চা খেতে চাই না, খারাপ লেখাকে ভালো লেখা বলি না। এগুলো আপনাদের সাহায্য করার কথা।

আমি যেই পরিমান কমেন্ট করি, যদি ইহাতে 'তেল' থাকতো, এই যুদ্ধের সময় তেলের দাম গ্যালন প্রতি আরো ১ ডলার বেড়ে যেতো; সয়াবীনের দাম বাড়ার পেছনে যদি ব্লগাদের প্রভাব থাকে, সেসব ব্লগারদের লিষ্টে আমার নাম নেই। আমি তেলতুল দিই না, ইহার পক্ষে সাক্ষী হিসেবে আমি ব্লগার 'মরুভুমির জলদস্যুর' নাম উল্লেখ করছি; উনি আসলেই একজন ভালো লোক, উনি জলদস্যু নিক নিলেও উনি কোন ধরণের ডাকাতির সাথে যুক্ত নন; উনি দস্যিপনা করার কোন সম্ভাবনাই নেই, এমন কি, জলদস্যু হয়ে উনি সাঁতারও জানেন না। দেখছেন,আমি কি রকম সাক্ষী নিয়ে এসেছি!

আপনারা আমার হতাশা কমানোর জন্য ব্যবস্হা নিন, আপনারা জানেন হতাশা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে!


মন্তব্য ৫২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২২ রাত ৯:১০

শাহ আজিজ বলেছেন: দস্যু রে ডুবাইয়া দিলেন :(

২৯ শে মে, ২০২২ রাত ৯:১৫

সোনাগাজী বলেছেন:



উনাকে আমি বলেছি, উনি যেন নিজের পুকুরেও না'নামেন; উনাকে পুকুরের ঘাঁটে বসে বদনার পানি দিয়ে গোসল করতে হবে।

২| ২৯ শে মে, ২০২২ রাত ৯:২৩

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ব্লগিং অনেক ধৈর্যের ব্যাপার আমি অনেকদিন আছি কিন্তু একনিষ্ট ব্লগার হতে পারিনি। আপনি ব্লগিং ভালোবাসেন এটা দেখে আমার ও ভালো লাগে।

২৯ শে মে, ২০২২ রাত ৯:২৫

সোনাগাজী বলেছেন:




অনেক ধন্যবাদ, আমি ব্লগিংকে নিজের দেশের থেকেও বেশী ভালোবাসি!

৩| ২৯ শে মে, ২০২২ রাত ৯:২৮

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আপনি অনেক কড়া লোক(ব্লগার)।সবাই সহ্য করতে পারে না।তবে আপনার কমেন্ট পেলে ধরে নেওয়া যায় ব্লগার মোটমোটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে লিখেছেন।

২৯ শে মে, ২০২২ রাত ৯:৩৪

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আপনি আমার সুনাম করছেন; কারণ, আমি চেষ্টা করছি, আমিও আপনার সুনাম করবো।

কিছু লোকজন কোন কিছু ঠিক মতো করার চেষ্টা করেন না, সফটওয়ারে "কমেন্টব্যান"এর ক্ষমতা পেয়েছেন, এবার উহার ১২টা বাজায়ে ছাড়বেন।

৪| ২৯ শে মে, ২০২২ রাত ৯:৪৩

দ্বীপ ১৭৯২ বলেছেন: বর্তমানে এটা সহজাত ব্যাপার।

২৯ শে মে, ২০২২ রাত ৯:৫২

সোনাগাজী বলেছেন:



ব্লগে একটিভ ব্লগারের সংখ্যা এখন সীমিত, তাঁদের ২০ ভাগ যদি সব কর বেড়ান, কিভাবে উৎসাহ ধরে রাখবো?

৫| ২৯ শে মে, ২০২২ রাত ১০:১৪

কেমিক্যাল বাবু বলেছেন: অনেক সময় পোস্ট পরে সঠিক বুঝতে পারি না, এজন্য আপনার কমেন্ট গুলো ভালো করে পরি।

২৯ শে মে, ২০২২ রাত ১০:২২

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ আপনাকে।
আমার কমেন্টই আমার জন্য কাল হয়ে গেছে।

৬| ২৯ শে মে, ২০২২ রাত ১০:১৫

শূন্য সারমর্ম বলেছেন:

:হতাশা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে!

হতাশা খুবই খারাপ মানসিক অবস্থা,কুড়ে কুড়ে খায়। আপনার মত সত্তরের হতাশা কেমন বুঝাই যাচ্ছে ; আপনি হয়তো ভুল করেছেন "আমেরিকায় পড়াশোনা ও চাকুরী করে।


এক্ষেত্রে সাহায্য করতে পারি 'মাল্টি খুলে পোস্ট দেই,কমেন্ট করেন।

২৯ শে মে, ২০২২ রাত ১০:২৬

সোনাগাজী বলেছেন:



আমি কখনো একসাথে একাধিক নিক ( মালটি পালটি) ব্যবহার করিনি, ইহা পছন্দও করি না।
আমাকে আক্রমণ করে ১৭৮ টি মালটি শহীদ হয়েছে।

৭| ২৯ শে মে, ২০২২ রাত ১০:২৬

শূন্য সারমর্ম বলেছেন:


মাল্টি ব্যাপারটা আমারও অপছন্দ।

২৯ শে মে, ২০২২ রাত ১১:২৮

সোনাগাজী বলেছেন:


আক্রমণে ব্যবহৃত মালটিদের মাতাপিতারা নীচু মানের মানুষ

৮| ২৯ শে মে, ২০২২ রাত ১০:৪১

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: আপনি মেবি চায়ের লিকারের মতোন, লিকার বেশি কড়া হইলে বেশিরভাগ মানুষ পছন্দ করেন না, তাই আপনি ব্যান খান!!

২৯ শে মে, ২০২২ রাত ১১:৩০

সোনাগাজী বলেছেন:


টং দোকানের চা'তো চা নয়, ছোট বাবুদের হিসু

৯| ২৯ শে মে, ২০২২ রাত ১১:০০

খাঁজা বাবা বলেছেন: আশা করছি ব্লগারগন আপনার উপর থেকে কমেন্ট ব্যান তুলে নেবেন এবং আপনিও কমেন্টের ক্ষেত্রে আরো সাবধানী হবেন যাতে কেউ আপনার কমেন্টে আহত না হন।

২৯ শে মে, ২০২২ রাত ১১:৩৩

সোনাগাজী বলেছেন:



বাংলার অধিকাংশ ব্লগার একেতো লিখতে জানেন না, তারপর কিন্ডারগার্টেনের মতো অভিযোগ করতে থাকেন। এখন আমি যেই ধরণের পিঠ চুলকানীর মতো কমেন্ট করছি, ইহাতে সামু ফেইসবুকে পরিণত হবে।

১০| ২৯ শে মে, ২০২২ রাত ১১:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি আওয়ামী লীগ এর ভালো প্রশংসা করি খারাপ সমালোচনা করি।
বিএনপির ভালো পছন্দ করি খারাপ সমালোচনা করি।
আমি নাস্তিকও নই।
আমি মৌলবাদীও নয়।
আমি কোন রাজনৈতিক দলের কর্মী নই।
আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি।
দিনে অন্তত ১ টি সুরা অনুবাদ সহ পড়ি।
আমি কোনদিন কারো পেছনে লাগিনি।
কাউকে কোনদিন আঘাত করিনি।
কারো নামে কারো কাছে গীবত করিনি। (মডারেশনে দুই একবার অভিযোগ ছাড়া)।
আমি নিঃস্বার্থভাবে সবার পোস্টে মন্তব্য করি।
কাউকে কোনদিন অসম্মান করিনি।
কারো কোন ক্ষতি করিনি।
কারো নামে ফেসবুক ইনবক্সে কথা চালাচালি করিনি।
আমার ১/২ টা মাল্টি আছে। সেগুলো থেকেও আমি মন্তব্য শুন্য ও নতুন ব্লগারদের পোস্ট গুলোতে মন্তব্য করি। যাতে ওরা খুশি হয়।
সুত্র উল্লেখ ছাড়া কোনদিন লিখিনি কপি পেস্ট তো দূরের কথা।


তাহলে আমি কেন টার্গেটেড হলাম? কারণ আমি আপনাকে আর নুরু ভাইকে আর রাজীব কে ঘৃণা করিনা বলে।

কিভাবে ঘৃণা করি মানুষ কে? আমার পবিত্র দ্বীন ইসলাম ও কুরআন আমাকে এই শিক্ষা দেয়নি।

২৯ শে মে, ২০২২ রাত ১১:৩৭

সোনাগাজী বলেছেন:


সঠিক, আপনাকে টার্গেট করেছে কারণ, অনেকেই সুস্হ পরিবেশে হাঁপিয়ে উঠেন।

আমাদের ব্লগিং এখনো কিন্ডারগার্টেন লেভেলে আছে।

১১| ২৯ শে মে, ২০২২ রাত ১১:১৬

নূর আলম হিরণ বলেছেন: আমাকে কেউ এখনো কমেন্ট ব্যান করছে কিনা জানা নেই, তবে একজন ব্লগার আছে যার পোস্টে কমেন্ট করলে তিনি কমেন্ট মুছে দেন!

২৯ শে মে, ২০২২ রাত ১১:৪০

সোনাগাজী বলেছেন:




উনি মনে হয়, কমেন্ট দেখলে ভয় পান।

১২| ২৯ শে মে, ২০২২ রাত ১১:১৮

প্রতিদিন বাংলা বলেছেন: দুর্দান্ত মর্মান্তিক

২৯ শে মে, ২০২২ রাত ১১:২৬

সোনাগাজী বলেছেন:



এই অবস্হা চলতে থাকলে, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, বিল পে' করবে ব্লগটিম।

১৩| ৩০ শে মে, ২০২২ রাত ১২:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগে সর্বমোট একটিভ ব্লগার আছেন গড়ে ৩০ জন (দিন প্রতি এপ্রক্স) । ১০ জন আপনাকে ব্লক করে রাখছে। এখন আপনি কেজি স্কুলের ছাত্রদের পোস্টে মন্তপব্য করেন না, তাহলে গেল আরো ১০ জন। ১০ জনের মধ্যে আমরা ৪ জন । আর বাকি থাকে ৬ জন। এই ৬ জন + আমরা ৪ জন মিলে মোট ১০ জনের পোস্টে আপনি ৪ মাসে ৪০০০ হাজার মন্তব্য করেছেন। তাও আপনি খারাপ !!!

৩০ শে মে, ২০২২ রাত ৩:৫৬

সোনাগাজী বলেছেন:



কাউয়ার ঠ্যাং আর বকের পা নিয়ে আজগুবি বিষয় যারা লিখেন, তারা আমাকে দুরে রাখতে চান।

১৪| ৩০ শে মে, ২০২২ রাত ১২:৪৫

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলতে কি ওরা আপনাকে যমের মতো ভয় পায়। কারন আপনি উচিৎ কথা মুখের উপর বলে দেন। বাঙ্গালীরা এটাতে অভ্যস্ত না। ওরা পছন্দ করে চাটুকারিতা।
প্রথম হইছি চা দেন।
আপুনি খুব সুন্দর লিখেছেন।
ভাইয়ু তুমি অনেক পচা।

ইত্যাদি কমেন্ট পেয়ে যারা অভ্যস্ত তাঁরা আপনাকে ভয় পায়। এখানে আপনি কেন হতাশ হবেন? বরং আপনি আরো শক্ত হবেন।
তাছাড়া আপনার নার্ভ দুর্বল নয়। আপনি বুদ্ধিমান মানুষ।

৩০ শে মে, ২০২২ রাত ৩:৪৯

সোনাগাজী বলেছেন:



যাদের লেখায় ধারণাগত ভুল থাকে, আজগুবি সব বিষয় নিয়ে লেখেন, তারাই আমাকে কেমন্ট-ব্যান করে রেখেছেন।

১৫| ৩০ শে মে, ২০২২ সকাল ৯:২৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একটা বিষয় আমি বুঝিনা তা হলো ব্লগে কেন আওয়ামীলীগ বিএনপি-র মতো দলাদলী, মারামারী, কাটাকাটি? কেউ বলে আমি তাকে পছন্দ করি, কেউ বলে আমি তাকে ঘৃণা করি ইত্যাদি ইত্যাদি।

ব্লগার মোহাম্মদ গোফরান দেখি আরো এককাঠি এগিয়ে তিনি বলেছেন তাহলে আমি কেন টার্গেটেড হলাম? কারণ আমি আপনাকে আর নুরু ভাইকে আর রাজীব কে ঘৃণা করিনা বলে।--- এখানে ঘৃণা করার কি আছে সেটাই আমার মাথায় আসেনা!!

ব্লগটা শিক্ষিত লোকদের নিয়ে গঠিত ও পঠিত তাই এখানে দলাদলীর কোন স্থান নেই।

৩০ শে মে, ২০২২ সকাল ১০:৪১

সোনাগাজী বলেছেন:



সব শিক্ষিত যদি ভালোভাবে শিক্ষিত হতেন, সবাই কাছাকাছি মনোভাব পোষণ করতেন; আমাদের মনোভাব কাছাকাছি নয়।

১৬| ৩০ শে মে, ২০২২ সকাল ১১:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার ধারন ব্লগার গোরফানকে কেউই টার্গেট করছে না, এটা উনার কল্পিত ধারনা। সম্প্রতি উনি নিজেই কিছুটা হাস্যকর আচরন করছেন বিধায় যারা তাঁকে চিনতেন তাঁরা সবাই অবাক হয়েছে। অতএব ব্লগ অথবা আপনার ভাষায় - এই নিয়ে এত হাউকাউ এর কিছু নাই। যেহেতু আপনার ভাষায় বলেছি আশা করি, এতে তাঁরা রাগ করবেন না।

এবার আসা যাক আপনার ব্যাপারে। হ্যাঁ! চাঁদগাজী ভাই! এই ধরনের পরিস্থিতি সত্যি ভীষন দুঃখজনক। কিন্তু আপনার এই পরিস্থিতির জন্য তো ব্লগাররা দায়ী নন! আপনি অহেতুক ব্লগারদের সাথে বাজে ব্যবহার করেছেন, অপমান করেছেন। আপনি ভুল ধরাতে চান, নিজের ভুল আপনি সংশোধন করতে চান না। এই অহং আজকে আপনাকে এই স্থানে এনে দিয়েছেন। অথচ আপনাকে কিন্তু আমি বা আমরা বা ব্লগারদের একটা বড় অংশ পছন্দ করত এবং সম্মান করত। আপনি নিজে থেকে সেই স্থানটি নষ্ট করেছেন। সবচেয়ে বেশি নষ্ট করেছে আপনাকে সমর্থনকারী কিছু 'মগজহীন' মানুষ। মাফ করবেন, এই সব কথা, আপনার কাছ থেকেই শিখেছি।

আমরা কেউ কাউকে তেল দিতে চাই না। কিন্তু তেল না দেয়ার অর্থ এই না যে কাউকে অসম্মান করা, অপমান করা। আপনি দুঃখজনকভাবে প্রচন্ড খারাপ ব্যবহার করেছেন ব্লগারদের সাথে। যারা বলবে আপনি কঠোর সমালোচনা করায় আপনার এই অবস্থা - তার প্রত্যেকেই পিগমি এবং ডোডো পাখি ও চার পায়ের প্রানী বিশেষ। আবারও আপনার স্টাইলে মন্তব্য করলাম, আশা করি এতে দোষনীয় কিছু নেই।

ভালো থাকবেন, শুভেচ্ছা রইল।

৩০ শে মে, ২০২২ বিকাল ৫:১৫

সোনাগাজী বলেছেন:



সামুর ব্লগটিম সোস্যাল মিডিয়ার নিয়ম নীতি অনুসরণ করছে বলে মনে হয় না।

১৭| ৩০ শে মে, ২০২২ দুপুর ১২:২২

ভুয়া মফিজ বলেছেন: ব্লগের মডারেটরদের এমনিতেই অনেক ধৈর্যশীল হতে হয়। তার উপরে আমাদের এই সামু ব্লগের মডারেটরকে আমি চরম রকমের ধৈর্যশীল হিসাবে জানি। সত্যি বলতে, আমি আমার জীবনে যতো ধৈর্যশীল মানুষ দেখেছি, তার মধ্যে জাদিদ ভাইয়ের নাম থাকবে শীর্ষস্থানীয়দের মধ্যে। সেই মানুষ কতোটা ত্যক্ত-বিরক্ত হলে এই জাতীয় মন্তব্য করতে পারে, দয়া করে একটু চিন্তা করেন।

আমার মতে, এই মন্তব্য আপনার এবং আপনার চেলা-চামুন্ডাদের জন্য সামু ব্লগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফিডব্যাক। আমার মনে হয় না আপনার বাকী ব্লগ জীবনে আর কোন ফিডব্যাকের প্রয়োজন আছে। এবার অন্ততঃ নিজেকে শুধরিয়ে সুস্থ ধারার ব্লগিংয়ে মনোনিবেশ করেন।

হ্যাপি ব্লগিং!!! =p~

৩০ শে মে, ২০২২ বিকাল ৫:১৭

সোনাগাজী বলেছেন:



আপনার ভাবনাচিন্তা কখনো পরিস্কার ছিলো না।

১৮| ৩০ শে মে, ২০২২ দুপুর ১২:২৭

সোনালি কাবিন বলেছেন: আহা ! কপালে আগুন জ্বলে না /
তবু লোকে বলে কপাল পুড়েছে ।

:( :((

৩০ শে মে, ২০২২ বিকাল ৪:১৮

সোনাগাজী বলেছেন:



আমি ব্লগিং করছি, আপনি ব্লগের দর্শক।

১৯| ৩০ শে মে, ২০২২ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: অনেকে বলে হাতী গর্তে পড়লে পিঁপড়াও এসে ভাব নেয়।

৩০ শে মে, ২০২২ বিকাল ৪:২২

সোনাগাজী বলেছেন:




আমাকে যারা কমেন্ট ব্যান করেছিলেন, তাদের বড় অংশ ব্লগিং ছেড়েছেন, কিংবা চুপছাপ হয়ে গেছন।

২০| ৩০ শে মে, ২০২২ বিকাল ৪:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: যারা আপনার কাঠখোট্টা মন্তব্য অপছন্দ করেন তারা আপনাকে তাদের পোস্ট মন্তব্য করতে দিচ্ছেন না। এতে আপনার হতাশ হওয়ার একটি যৌক্তিক কারণ অবশ্যই আছে। এবং সেই কারণটি ভালো চোখে দেখার সুযোগ কম।

হে, আপনি তেল দেন না সেই বিষয়ে আমি সাক্ষী দিচ্ছি। আমি একা নই বরং আরো অনেকেই সাক্ষী দিবে। তবে আপনি যেমন কাঠখোট্টা মন্তব্য করেন, তেমনি মাঝে মাঝে পক্ষপাতদুষ্ট, এক চক্ষু বা এক চোখা মন্তব্যও করেন।

আমি আরো সাক্ষী দিচ্ছি যে, আপনি নিজে তেল না দিলেও আপনার পিছনে তেল ঢালার জন্য লোক আছে বলেই বেশীরভাগ ব্লগার মনে করেন।

৩০ শে মে, ২০২২ বিকাল ৪:২৬

সোনাগাজী বলেছেন:




যারা ভুল লেখেন, তারা ভয়েই আমাকে কমেন্ট ব্যান করে থাকেন। আমার কেমন্ট না'থাকলে অন্যেরা সেই পোষ্ট নিয়ে সান্দিহান থাকেন।

২১| ৩০ শে মে, ২০২২ বিকাল ৪:২৭

আশিকি ৪ বলেছেন: রাজীন নুর@ পিপড়া নয়, ছাগু বলতে পারেন। পিপড়ার পা দিয়ে তো লাথি মারা যায়না। যিমন্ত দেশকে তালেবানরা কখনো জমজমাট করতে পারবেনা। আফসোস! সিংহই লাগবে।

৩০ শে মে, ২০২২ বিকাল ৪:৩৮

সোনাগাজী বলেছেন:



রাজিব নুরের সই কমেন্ট টি পুরোপুরি সঠিক হয়নি, আমি কোনভাবে অসুবিধায় নেই; ফলে, যারা যারা আমাকে আক্রমণ ইত্যাদি কর, ইহা তাদের নিজেরই আস্হার অভাব মাত্র।

২২| ৩০ শে মে, ২০২২ বিকাল ৪:৫৭

ফয়সাল রকি বলেছেন: হচকে (হতাশা চর্চা কেন্দ্র) নামে ফেসবুকে একটা গ্রুপ আছে!

৩০ শে মে, ২০২২ বিকাল ৫:১০

সোনাগাজী বলেছেন:



বাংগালীদের ফেইসবুকে সবচেয়ে বেশী থাকে নিজের বউ'এর ছবি।

২৩| ৩০ শে মে, ২০২২ বিকাল ৫:৩২

রানার ব্লগ বলেছেন: হ্যা কিছু লোক আমাকেও কমেন্ট ব্লক করে রেখেছে !! জটিল ভাই সেই দলের একজন !!! হয়তো তারা আমার মতো কম বুদ্ধিমান লোকের মন্তব্য আশা করেন না তাই !!

৩০ শে মে, ২০২২ বিকাল ৫:৩৪

সোনাগাজী বলেছেন:


যারা কমেন্ট-ব্যান করে থাকেন, তাদের নিজের উপর নিজের আস্হা নেই।

২৪| ৩০ শে মে, ২০২২ বিকাল ৫:৩৭

রানার ব্লগ বলেছেন: বাংগালীদের ফেইসবুকে সবচেয়ে বেশী থাকে নিজের বউ'এর ছবি।


উহু একদম না সব থেকে বেশি ছবি থাকে পরের বউ এর !! মানে ভাবীদের B-)

৩০ শে মে, ২০২২ বিকাল ৫:৪২

সোনাগাজী বলেছেন:



তাই? দেখছেন, আমার ফেইসবুক না'থাকাতে আমার অবস্হা কি!

২৫| ৩০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

শ্রাবণধারা বলেছেন: আপনার লেখা পছন্দ করি, কিন্তু অনেকের পোস্টেই আপনার মন্তব্য বিশ্রীরকম অশোভন। আমার মনে আছে অনেকদিন আগে কাল্পনিক_ভালোবাসা'র খেলা সংক্রান্ত একটা পোস্টে আপনি কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছিলেন। ঠিক একই কাজ আপনি করেছিলেন ব্লগার শায়মার খুব সম্ভব একটা কোন শিল্প বিষয়ক পোস্টে। আপনার অশিষ্ট আচরণ সত্ত্বেও এদুকনের কেউও কিন্তু আপনার সাথে অমার্জিত আচরণ করেননি।
আর আপনার রাজনীতি, দেশ-বিদেশ, শৈশব স্মৃতি বিষয়ক পোস্ট বেশ ভাল হলেও পাঠক হিসেবে আপনার মান ভাল নয়। উদাহরন হিসেবে বলা যায় শায়মার হ্যান্স এন্ডারসন বা শিল্প বিষয়ক পোস্ট বোঝার মত পড়ালেখা আপনার নয়। এটাতে দোষ নেই এবং এটা কোন বড় অযোগ্যতাও নয় যদি আপনি যানতেন কোনটা আপনার বিষয় নয়, বা কোথায় চুপ থাকতে হবে।

আর হ্যা, আপনার দু-একজন অতি ভক্ত যারা কারণে অকারনে সব সময়ই আপনাকে সাপোর্ট করেন তাদের কেউ কেউ বেশ পোস্ট লিখলেও বা সক্রিয় হলেও তারা অত্যন্ত কম চিন্তাশীল, নিম্নমানের ব্লগার।

৩০ শে মে, ২০২২ রাত ৯:৩০

সোনাগাজী বলেছেন:



বেশীরভাগ ব্লগার দরকারী বিষয়ে সঠিক মন্তব্য করতে পারেন না, আমি চে্ষ্টা করি

২৬| ৩০ শে মে, ২০২২ রাত ১০:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার ভক্ত বলে কিছু নেই। ৩০ জন এক্টিভ ব্লগারদের মধ্যে ২/৩ জন কাউকে সম্মান করাটা ব্লগীয় নীতিমালার লংঘন হয়না, আপনাকে যারা সম্মান করে তারা ব্লগায় শায়মা আপুর প্রতিটি পোস্টে ৬/৭ টা মন্তব্য করে যেখানে আপনার পোস্টে করে ২/৩ টা। তাহলে তারা কি শায়মা আপুর ভক্ত? না এটা শায়মা আপির প্রতি সম্মান।

ব্লগারের মাণ নির্ধারণ করবেন সামুর ২ লক্ষ ব্লগার। ৪/৫ জন নয়। যাদের কে আপনার ভক্ত বলা হচ্ছে তারা আপনার কাছ থেকে শিখেছেঃ
১) সব পোস্ট মন দিয়ে পড়া।
২) সব পোস্টে মন্তব্য করা।
৩) ব্লগে যতা সম্ভব এক্টিভ থাকা।
৪) ব্লগের সচলতা অব্যাহত রাখতে সক্রিয় ভুনিকা পালন করা।

এরা অন্তত বিভিন্ন পোস্টে গিয়ে চা দেন কফি দেন করেনা। ২ টা লাইন লিখে মন্তব্য করার চেষ্টা করে। আপনাকে সম্মান করার কারণে কারো খারাপ লাগলে কিছু করার নেই।

৩১ শে মে, ২০২২ রাত ১২:১২

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আপনার ব্যাখ্যা সঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.