নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

কিছু কিছু ব্লগারের অপরাধী মনন থেকে দেশের শিক্ষিতদের অবস্হা বুঝা সম্ভব।

৩০ শে মে, ২০২২ বিকাল ৫:১৯



**** কোন ১ জন অপরাধী মননের মানুষ এই পোষ্টকে রিফ্রেশ করছে ****

ব্লগ-সফটওয়ারের হিসেব মতে, আমার সর্বশেষ ২টি পোষ্ট গড়ে ১০,০০০ বারের বেশী পঠিত হয়েছে; আসলে, ইহা ঘটেনি, যা ঘটেছে, তা'হলো, কোন অপরাধী মননের ব্লগার এই পোষ্টগুলোকে 'রিফ্রেশ' করেছে। মনে হয়, ব্লগটিম হয়তো কোন সফটওয়ার টুল দ্বারা বের করতে পারবেন কে, বা কারা এই ধরণের অপরাধের সাথে জড়িত।

এই ধরণের অপরাধী লোকজন ব্লগে সব সময়ই ছিলো, এর থেকে অনেক বড় অপরাধীও ছিলো ব্লগে; হয়তো, এখনো আছে, আমাদের শিক্ষিতদর বড় অংশই দেশের সব ধরণের বড় অপরাধের সাথে জড়িত। ফলে, ব্লগে যে ইহারা আছে, তাতে ভুল নেই।

ব্লগার জলদস্যু আমাকে প্রশ্ন করেছিলেন, যদি টেকনিক্যালী রিফ্রেশ করে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হলো, পোষ্টের লেখককে হেয় করার অপচষ্টা: যদি পোষ্টে কমেন্টের সংখ্যা খুবই কম হয়, 'পঠিতের সংখ্যা' বেশী হয়, ইহা পোষ্ট সম্পর্কে ভালো ধারণা দেয় না।

তবে, এই রিফ্রশ মিফ্রেশ আমার বেলায় যিনি বা যারা প্রয়োগ করছেন, ইহা কাজ করছে না; কারণ, আমার পোষ্টের গড় মন্তব্য এখনো ৪০'এর কাছাকাছি। কিন্তু ২/১ জনের বেলায় আমি দেখছি, পোষ্ট বিনা কমেন্টে, কিংবা ১/২ টি কমেন্ট নিয়ে আলোচিত পাতায় চলে গেছে।

২/১টি ক্ষেত্রে আমার মনে হয়েছে, ২/১জন লেখক নিজেই এই ধরণের ভুল কাজ করেছেন; অন্যদের বেলায় কিছু অপরাধী ব্লগার ইহার সাথে জড়িত। ব্লগে যত ধরণের অপরাধ ঘটছে, ইহা আমাদর দেশের শিক্ষিত শ্রেনীর অপরাধী মননকে বুঝতে সাহায্য করছে অবশ্যই।


মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০২২ বিকাল ৫:২৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: আইনস্টাইনের কোন থিউরি যদি ব্লগে ব্যাখ্যা করে পোষ্ট করা হয়, তাহলে কয়টা মন্তব্য পড়বে মনে করেন?

৩০ শে মে, ২০২২ বিকাল ৫:৩২

সোনাগাজী বলেছেন:



আমি লিখলে গড়ে ৪০টি মন্তব্য পড়বে।

২| ৩০ শে মে, ২০২২ বিকাল ৫:৩৪

রানার ব্লগ বলেছেন: আমার পুরা সন্দেহ গোফরান ভাই কে ;)

৩০ শে মে, ২০২২ বিকাল ৫:৩৮

সোনাগাজী বলেছেন:





আমার মনে হয়, এডমিনরা বতিত ইহা কেহ বলতে পারার কথা নয়।

৩| ৩০ শে মে, ২০২২ বিকাল ৫:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবপোস্ট রিফ্রেশ করবে কেন?

৩০ শে মে, ২০২২ বিকাল ৫:৩৯

সোনাগাজী বলেছেন:


আপনার প্রশ্ন বুঝতে পারিনি; সব পোষ্টকে তো রিফ্রশ করছে না।

৪| ৩০ শে মে, ২০২২ বিকাল ৫:৩৯

ফয়সাল রকি বলেছেন: একচল্লিশতম মন্তব্যটা করে গেলাম!

৩০ শে মে, ২০২২ বিকাল ৫:৪১

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ।
ঝামলায় ঝামলায় সময় যাচ্ছে, আপনার শেষের গল্পগুলো পড়া হয়নি, সময় করে পড়বো।

৫| ৩০ শে মে, ২০২২ বিকাল ৫:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:


রিফ্রেশ ব্লগে যারা করে,বাস্তবে অপরাধ করতে দিলে কেমন ধরণের অপরাধ করবে বলে মনে হয়।

৩০ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১২

সোনাগাজী বলেছেন:



১৭ জন ব্লগারদের হত্যাকান্ডে কোন না কোন ব্লগার কোন না কোনভাবে জড়িত।

৬| ৩০ শে মে, ২০২২ বিকাল ৫:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমরা এই বিষয়টি অনুসন্ধান করছি। আশা করি এই ব্যাপারে আমরা দ্রুত জানতে পারব।

৩০ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০৯

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, ২/১ জন অপরাধী মননের ব্লগার আমাদের সবার জীবনকে একটু কষ্টকর করে তুলেছে।

৭| ৩০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: রুম নং - ১৭৮ এর কাজ মনে হচ্ছে। তাদের ব্লগীয় নীতিমালায় আনা হোক। অবশ্য এরা ব্লগে থাকলেও যা না থাকলে।
কিএক্টাবস্থা!

৩০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

সোনাগাজী বলেছেন:



আমাদের বেশীরভাগ শিক্ষিতই অপরাধ-প্রবন

৮| ৩০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:২৮

নাজিম সৌরভ বলেছেন: আমি দুই তিন মাসে একবার যখন ব্লগে লিখি, সেই পোস্টের লিংক ফেসবুকে শেয়ার করি। আমার ফেসবুকের বন্ধুরাই মূলত আমার ব্লগের পাঠক। খুব বেশি হলে আড়াইশ বা তিনশ জনে পড়ে আমার লেখা। আপনাকে স্যাটায়ার করে লেখা পোস্টে যখন দেখলাম পঠিত সংখ্যা পাঁচশ ছাড়িয়ে গেছে নিজেই থতমত খেয়ে গেছিলাম, বার বার নিজের চোখের পাতা রিফ্রেশ করতে করতে দেখছিলাম সত্যিই কি এতোবার পড়া হয়েছে না কি। অথচ সেটা আমি ফেসবুকে শেয়ার করিনি।

৩০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

সোনাগাজী বলেছেন:


মনে হয়, ওটা সঠিক ছিলো, সেই পোষ্টে ৬৭টি কমেন্ট আছে; ২/১টা কমেন্ট পেলে ভাবতে হতো।
২০১৫ সালে, চাঁদগাজী নিকে লেখার শুরুর দিকে, ১ব্লগার আমাকে আক্রমণ করে, প্রথম ৩ ঘন্টায় ১৬০টি কমেন্ট পেয়েছিলেন।

৯| ৩০ শে মে, ২০২২ রাত ৮:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: নাজিম সৌরভ ভালো বলছেন নাকি খারাপ বলছেন বুঝতেছিনা। ইদানিং আমি নেগেটিভ পজিটিভ বুঝতে পারছি মা। দশ্যুর মন্তব্যও বুঝিনা বাংলাদেশ নাকি আফঘানিস্তান।

৩০ শে মে, ২০২২ রাত ৮:২১

সোনাগাজী বলেছেন:



মোল্লাদর মতে, তালেবানদের ক্ষমতা দখল আফগানীস্তানর জন্য বিজয়; ইহা ভুল ধারণা।

১০| ৩০ শে মে, ২০২২ রাত ৮:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: কিছু কিছু মোল্লাদের হিংসা ঘৃণা নিন্দা গীবত অন্যের পেছনে লাগা, কোন মানুষের দোষত্রুটি প্রকাশ করে দেয়া, অহেতুক কোরানকে বিজ্ঞান বলে মহাগ্রন্থের অসম্মান করা দেখলে খুব কষ্ট হয়। আমি কোরান অনেক বার বাংলায় পড়েছি। এরা একটি পবিত্র ধর্মকে হাস্যকর করছে। এদের হেদায়েত এর জন্য দোয়া করা ছাড়া আর কিছু করার নেই।

৩০ শে মে, ২০২২ রাত ৮:৫৬

সোনাগাজী বলেছেন:



আতাতুর্ক মোল্লাদের বুঝতে পেরেছিলেন, তিনি তাদেরকে রাষ্ট্রীয় কাজে নিতেন না।

১১| ৩০ শে মে, ২০২২ রাত ১০:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: রিফ্রেশ করে হেয় প্রতিপন্ন করার মাজেজা টা বুঝতে পারছি না।

৩০ শে মে, ২০২২ রাত ১১:৩১

সোনাগাজী বলেছেন:



ধরুণ, ১ম পাতার ১টি পোষ্ট আলোচিত পাতায় এসেছে, উহা মাত্র ১টি মন্তব্য পেয়েছে; অন্য একটি পোষ্ট ১৮টি মন্তব্য পেয়েছে; কিন্তু আলোচিত পাতায় আসেনি; ইহা আপনার পছন্দ হবে?
আপনি বুঝতে চাইলেন, ১টি মন্তব্য পেয়ে কি করে পোষ্টটি আলোচিত পাতায় এলো? দেখলেন যে, উহা ১০,০০০ বার পঠিত হয়েছে। এই পোষ্ট সম্পর্ক আপনার ধারণা কেমন হবে?

১২| ৩১ শে মে, ২০২২ রাত ১:১৩

রাজীব নুর বলেছেন: আপনি এইসব তুচ্ছ বিষয় ভুলে যান।
শুধু লিখে যান। পড়ে যান।

৩১ শে মে, ২০২২ রাত ১:৫২

সোনাগাজী বলেছেন:



অপরাধীদের বড় গলাটা কিছুটা নীচু হয়ে আসুক।

১৩| ৩১ শে মে, ২০২২ রাত ২:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ইউ আর কে আমি বাংলাদেশ মনে করতাম। এখন আবিষ্কার করলাম জামাত !! হইলো কিছু।

৩১ শে মে, ২০২২ রাত ২:১১

সোনাগাজী বলেছেন:


ক্যাচাল ব্যতিত কিছুই লিখতে পারে না, ব্লগিং জানে না।

১৪| ৩১ শে মে, ২০২২ দুপুর ১২:২৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: রিফ্রেশ ভালো পদ্ধতি।

৩১ শে মে, ২০২২ বিকাল ৩:০৪

সোনাগাজী বলেছেন:



রিফ্রেশ করার মত ছোটলোকী কাজ করার মতো লোকজনও ব্লগে আছে।

১৫| ৩১ শে মে, ২০২২ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অপরাধীদের বড় গলাটা কিছুটা নীচু হয়ে আসুক।

ধার্মিকরা যেমন দিনদিন কোনঠাসা হয়ে গেছে, তেমনি অপরাধীরাও আজ কোনঠাসা। চারপাশ ভালো করে দেখলেই বুঝা যায়।

৩১ শে মে, ২০২২ বিকাল ৩:০৫

সোনাগাজী বলেছেন:




দেশে শিক্ষিত অপরাধীর সংখ্যা এত বেড়ে গেছে যে, ইহা দোযখে পরিণত হয়েছে

১৬| ০৫ ই জুন, ২০২২ বিকাল ৫:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার নিজের লেখা আমি মাঝে মাঝে রিফ্রেশ করি। কষ্ট করে লিখি , পঠিত সংখ্যা কম দেখলে খারাপ লাগে। কেউ চাইলে আমার পোস্ট গুলো রিফ্রেশ করে রিডার বাড়াতে পারেন। আনন্দিত হবো।

০৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৪

সোনাগাজী বলেছেন:



মানুষ নিয়ে সমসাময়িক ব্যাপারে লিখুন, পাঠকর অভাব হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.