নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ভালুক এখন ঘরের ভেতরে, জিলেনস্কির বাঁদরনাচ থেমে যাবে।

০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৮



পুটিনের প্ল্যান কাজ করেনি, তার বাহিনী কিয়েভ দখল করতে পারেনি, কিয়েভ ঘেরাও করার পর, সেখানে থেকে সরে গেছে; ইহাতে জিলেনস্কি কিয়েভ মুক্ত করার ক্রেডিট নিয়ে লাফালাফি করেছে; কিন্তু ভুলে গেছে যে, উহা রাশিয়ান বাহিনী, আর পুটিন হচ্ছে অজগর, এখন ক্রমেই গিলার শুরু করেছে। বাইডেন মাইডেন, ন্যাটো ম্যাটো কেহই কোন কাজে লাগবে না, রাশিয়া ইউক্রেনের পুর্বান্চল দখল করে নিচ্ছে।

যুদ্ধ বেশ কিছু সময় চলবে, ইউক্রেনের অনেক বেকুব নাগরিক যুদ্ধের কিছু না'বুঝে জন্মভুমি রক্ষা করতে এসে প্রাণ হারায়েছে; এখন উৎসাহ কমে আসবে। মারিওপোলের বীরত্বের কাহিনীর কি হলো? রাশিয়ানরা যখন সারেন্ডার করতে বলেছিলো, তখন সারেন্ডার করলে, অনেক সৈনিকের প্রাণ রক্ষা হতো; ২ সপ্তাহ অকারণ ১ বর্গ কিলোমিটারকে 'মুক্ত এলাকা' হিসবে ধরে রাখতে গিয়ে শতাধিক মানুষের প্রাণ গেছে; এগুলো প্রাণঘাতী বেকুবী দেশপ্রেম।

৪৪ মিলিয়ন জনসংখ্যা থেকে ১৫ মিলিয়ন দেশ ছেড়ে পালায়েছে; এদের থেকে ৭/৮ মিলিয়ন আর কখনো দেশে ফিরবে না; যুদ্ধ থামলে, সেটা নিয়ে পশ্চিমর সাথে মন কষাকষি হবে। যুদ্ধের আগে দেশে কমপক্ষে ১০/১২ মিলিয়ন ন্যাটো-বিরোধী ছিলো; ওরা রাশিয়ানদর ভয়াবহ আক্রমণে চুপ হয়েছিলো, এখন তাদের একাংশ মুখ খুলবে, তারা জিলেনস্কির সরকারকে যুদ্ধের জন্য দায়ী করবে।

৪৪ মিলিয়ন থেকে ১৫ মিলিয়ন মানুষ কি করে পালালো? যেই এলাকায় যুদ্ধ চলছ, সেখানে এত মানুষ ছিলো না। আসলে, পশ্চিম এলাকা থেকে বেশী মানুষ পালায়েছে; সেখানে তো যুদ্ধ হয়নি, মানুষ পালালো কেন? মানুষ পালায়েছে ২টি কারণে: (১) রিফিউজি অবস্য়ায় ওরা পশ্চিমের দেশগুলো ও আমেরিকায় চলে যেতে চেয়েছিলো (২) দেশে ওদের সম্পদ বলতে কিছু ছিলো না তেমন।

জনসংখ্যার তুলনায় ইউক্রেন বিশাল দেশ, এবং মাথাপিছু অনেক প্রাকৃতিক সম্পদ ও ব্যবসা বাণিজ্য থাকার কথা, সেগুলো কই? এটাই ন্যাটো মাথা ব্যথা: সোভিয়েত থেকে বেরিয়ে আসার পর, মাত্র শতকরা ১০ ভাগ মানুষ দেশের সম্পদ দখল করে নিয়েছে, বাকীদের জন্য তেমন কিছু নেই। এই অসম অর্থনীতি আবারো সোস্যালিজমকে ফিরায়ে আনবে সেই এলাকায়; সোস্যালিজমের ফিরে আসাকে ঠেকাতে ন্যাটো সেই এলাকাকে দখলে রাখতে চায়। যুদ্ধ এখন তার বাস্তবরূপ নিচ্ছে, নাগরিকরা ভাবার সময় পাচ্ছে, জিলেনস্কির বাঁদর-নাচ থেমে যাবে শীঘ্রই।




মন্তব্য ৩৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২২ রাত ৮:০২

শূন্য সারমর্ম বলেছেন:


পুটিনের জটিল রোগ যুদ্ধ থামিয়ে দিবে?

০১ লা জুন, ২০২২ রাত ৮:০৮

সোনাগাজী বলেছেন:


পুটিন যদি আসলে ক্যান্সারে ভোগে, যুদ্ধ থামতে পারে; তবে, ইহা সত্য কিনা, জানা মুশকিল।

২| ০১ লা জুন, ২০২২ রাত ৮:১৩

জুন বলেছেন: আমি ঠিক একইরকম চিন্তা করছিলাম। জিলেনেস্কিকে আমার কখনোই একজন রাজনীতিবিদ মনে হয় নি। সত্য তিতা হলেও কিসিঞ্জার যা বলেছে সেটা মেনে নেয়াই তার জন্য বুদ্ধিমানের কাজ হতো। এখন দেশের নিরীহ মানুষের জীবন নিয়ে খেলছে, এই জেলেনেস্কির পরিনতিও হবে পোল্যান্ড এর লেস ওয়ালেসার মতন, মার্কিন স্বার্থ উদ্ধারের পর তাকে যেমন ছুড়ে ফেলা হয়েছিল তেমনটি।

০১ লা জুন, ২০২২ রাত ৮:১৯

সোনাগাজী বলেছেন:




সে মনে করেছিলো, ফ্রি অস্ত্র ও ডলার পাওয়া যাচ্ছে, রাশিয়াক ঠেকাবে; সাধারণ নাগরিককে অস্ত্র দেয়াতে অনক মানুষের প্রাণ গেছেও বাড়ীঘর ধুলায় মিশেছ। যাদর পরিবার পশ্চিমে গেছে, সেসব পুরুষরা ক্রমেই পালিয়ে যাবে।

যুদ্ধ আমেরিকাকে মহা সংকটের দিকে নিচ্ছে; কর্পরশনগুলো ব্যবসা গুটাচ্ছে।

৩| ০১ লা জুন, ২০২২ রাত ৮:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার ধারনা
ইউরোপ আমেরিকা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারলে
নিজ গৃহে অশান্তি শুরু হবে ।
ইতিমধ্যে সে সব দেশে মূল্যবৃদ্ধি ও জনমনে আতন্ক হতাশা শুরু হয়েছে ।

......................................................................................................
রুবেল এর উর্ধগতি তার একটি প্রমান ।

০১ লা জুন, ২০২২ রাত ৮:২২

সোনাগাজী বলেছেন:


আমেরিকা ইউক্রেন থেকে বেশী সমস্যার দিকে যাচ্ছে; ইউরোপ স্হবির হয়ে যাচ্ছে; মার্কেলহীন ইউরোপে কেহ কাউকে সাহায্য করবে না।

৪| ০১ লা জুন, ২০২২ রাত ৮:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: কে কোন অস্ত্র নিয়ে যুদ্ধ করছেন বুঝা মুশকিল।

০১ লা জুন, ২০২২ রাত ৮:৩৪

সোনাগাজী বলেছেন:


ইউক্রেণীরা সামরিক পজিশন নিয়ে যুদ্ধ করার অবস্হানে নেই, ওদর কাছে বহনযোগ্য হালকা অস্ত্র; রাশিয়ান বাহিনী ট্যাংক , সাঁজোয়া গাড়ী, আর্টিলারী ও হেলিকপ্টার ব্যবহার করছে, সাথে সমুদ্র থেকেমিসাইল ব্যবহার করছে।

৫| ০১ লা জুন, ২০২২ রাত ৯:৩২

খাঁজা বাবা বলেছেন: প্রথমদিকে রাশিয়ার প্ল্যান ছিল কিয়েভ দখল করে সরকার পরিবর্তন করা। এই প্ল্যান এ ব্যর্থ হয়ে এখন প্ল্যান দিনিপার নদীর পূর্বপার পর্যন্ত পূরো পূর্বাঞ্চল দখল ও কৃষ্ণ সাগর থেকে ইউক্রেন কে বিচ্ছিন্ন করে রাশিয়ার সীমান্ত রোমানিয়া পর্যন্ত নিয়ে যাওয়া। এতে ন্যাটো চাপে থাকবে।

০১ লা জুন, ২০২২ রাত ৯:৩৮

সোনাগাজী বলেছেন:



ন্যাটো ভাবছে যুদ্ধে পুটিনের জনপ্রিয়তা কমে যাবে, পুটিন ক্ষমতা হারাবে; এতে রাশিয়ানদের কি বদলাবে কে জানে।

৬| ০১ লা জুন, ২০২২ রাত ৯:৫৫

খাঁজা বাবা বলেছেন: ন্যাটোর লক্ষ্য রাশিয়াকে টুকরো টুকরো করে বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও সমরশক্তিতে তৃতীয় সারির দেশে পরিনত করা।

০১ লা জুন, ২০২২ রাত ১০:০৩

সোনাগাজী বলেছেন:



রাশিয়ান জাতি কি ঐ ধরণের জাতি? শুধুমাত্র মুসলিম ১টি ডিস্ট্রিক্ট আলাদাহতে চয়েছিলো; বাকীরা এক জাতি, এক আচরণ।

৭| ০১ লা জুন, ২০২২ রাত ১০:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আর কত দিন এই যুদ্ধ যুদ্ধ খেলা চলবে বলে মনে করেন? নাকি যুদ্ধ শেষ হয়ে গেছে? এখন খুব একটা খবর হয়না কেনো?

০১ লা জুন, ২০২২ রাত ১১:০৪

সোনাগাজী বলেছেন:


ন্যাটোর প্ল্যান আছে লম্বা সময়ের জন্য; ইউক্রেনের পক্ষে সম্ভব হবে না, দেশের মানুষ ক্লান্ত হয়ে যাবে; ইউক্রেন শান্তির জন্য প্রস্তাব দেবে।

৮| ০১ লা জুন, ২০২২ রাত ১১:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যুদ্ধের নিরীহ গিনিপিগে
পরিণত হচ্ছি আমরা।

০১ লা জুন, ২০২২ রাত ১১:৩৩

সোনাগাজী বলেছেন:



৩য় বিশ্বে তেমন প্রভাব পড়ার কথা নয়; তবে, রোংগা ব্যবসায় আয় কমে যাবে।

৯| ০১ লা জুন, ২০২২ রাত ১১:২৭

রাজীব নুর বলেছেন: জিলেনেস্কির কিন্তু সাহস আছে। এখনও উঁচা গলায় কথা বলছে। সেদিন দেখলাম, তার সৈন্যদের পুরস্কার দিচ্ছে।
ইউক্রেন এর ঝামেলা শেষ করে পুটিন এরপর কাকে ধরবে?

০১ লা জুন, ২০২২ রাত ১১:৩৯

সোনাগাজী বলেছেন:



সুযোগ পেলে, পুটিন পোল্যান্ড ও লিথুনিয়াকে ভয় দেখাবে

১০| ০২ রা জুন, ২০২২ রাত ১২:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: কিছু জানোয়ার আমার এক্স ও একটা মেয়ে কাজিন কে নিয়ে নোংরামির প্রয়াস চালাচ্ছে। ওরকম কোন মন্তব্য আসলে আকার ইংগিতে ডিলেট দিবেন। পড়ে মন্তব্য ডিলিট দিন।

০২ রা জুন, ২০২২ রাত ১:২৩

সোনাগাজী বলেছেন:



এগুলো ব্লগে ঘটছে?

১১| ০২ রা জুন, ২০২২ রাত ১:২৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ২/১ জনের মন্তব্য দেখে ধারণা হয়েছে। ওরা এখানে ছিল একসময়।

০২ রা জুন, ২০২২ রাত ২:০৪

সোনাগাজী বলেছেন:



স হজভাবে নেন, দেশে অনেক লিলিপুটিয়ান জন্ম নিচ্ছে।

১২| ০২ রা জুন, ২০২২ রাত ১:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:


ফিনল্যান্ড ন্যাটোতে ডুকলে পুটিন কিভাবে সামাল দিবে?

০২ রা জুন, ২০২২ রাত ২:০৫

সোনাগাজী বলেছেন:


ওখানে সামাল দেয়ার কিছু নেই; ফিনল্যান্ডের লোকজন বুদ্ধিমান।

১৩| ০২ রা জুন, ২০২২ রাত ১:৫৯

গরল বলেছেন: ন্যাটো রাশিয়ার যা বুঝার বুঝে গেছে, দরকার ছিল নিরপেক্ষ দেশ সুইডেন ও ফিনল্যান্ডকে পক্ষে আনার, সেটাও আনা হয়ে গেছে। পরীক্ষার জন্য একটা তৃতীয় পক্ষ দরকার ছিল আর সেটা হল ইউক্রেন, যেখানে এখন আরও অনেক পরীক্ষা নিরীক্ষা করা যাবে রাশিয়া নিয়ে। তবে বিশ্বের জন্য একটা বড় লাভ হল ফসিল ফুয়েল এর নির্ভরতা কমানোর একটা বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছে ইউরোপ, আমেরিকা ও কানাডাও সে পথেই হাটবে ভবিষ্যতে।

০২ রা জুন, ২০২২ রাত ২:০৮

সোনাগাজী বলেছেন:



গাড়ীতে ফসিল-ফুয়েলর ব্যব হার দ্রুত কমবে, এটা সঠিক; ন্যাটো মানব সভ্যতাকে ভুল পথে নিয়ে যাবে।

০২ রা জুন, ২০২২ রাত ২:১০

সোনাগাজী বলেছেন:




যেদিন চীন তাইওয়ান নিবে, সেদিন ন্যাটো একটি বিবৃতি দিবে মাত্র, এর বাইরে কিছু করতে পারবে না।

১৪| ০২ রা জুন, ২০২২ সকাল ৯:২২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভাঁড় দেশ চালাতে পারেনা; একজন ভালো রাজনীতিবিদই একটি দেশ চালাতে পারে।

০২ রা জুন, ২০২২ সকাল ১১:১১

সোনাগাজী বলেছেন:



জিলনস্কি এখনো অভিনয় করছে।

১৫| ০২ রা জুন, ২০২২ সকাল ১০:৩৬

বিটপি বলেছেন: রাশিয়া আমেরিকার মত হারামী নয়। তারা যেভাবে এগুচ্ছে, তাতে বুঝা যায় এই প্ল্যান তারা একদিনে করেনি। রাশিয়া যদি ইউক্রেনের পোল্যান্ড এবং রোমানিয়া ছাড়া বাকি সব সীমান্ত এলাকা দখল করে নেয়, তবে ইউক্রেনের হাতে আর থাকে কি? পুরো ইউক্রেন একসময় যুদ্ধ ছাড়াই রাশিয়ার পদানত হয়ে যাবে।

০২ রা জুন, ২০২২ সকাল ১১:১০

সোনাগাজী বলেছেন:


আমেরিকা, রাশিয়া ও পশ্চিম যা কিছু করে, লম্বা সময় নিয়ে ভেবেচিন্ত করে। তবে, এবার পুটিনের দুর্নীতিবাজ জেনারেলরা রাখাল ছলর সমান প্ল্যান করেছ শীতে আক্রমণ করে।

পুটিন যা দখল করুক না কেন, পুটিনর পর, অন্য রাশিয়ানরা সব ফরত দিয়ে দেবে।

১৬| ০২ রা জুন, ২০২২ দুপুর ১:৫০

রানার ব্লগ বলেছেন: জিলেনেস্কির উচিৎ ভাল্লুক কে এক মোন মধু আর বাদাম দিয়ে শান্ত করা !!!

০২ রা জুন, ২০২২ দুপুর ২:১২

সোনাগাজী বলেছেন:



পুটিন খারাপ লোক সন্দেহ নেই; কিন্তু এরপরও রাশিয়ার সাথে বসে সমাধান খোঁজার দরকার ছিলো

১৭| ০২ রা জুন, ২০২২ বিকাল ৪:১৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ন্যাটো যুদ্ধ দীর্ঘায়িত করে রাশিয়াকে দুর্বল করতে চাইছে। রাশিয়া অর্থনৈতিকভাবে চাপে থাকলেও জ্বালানী তেলের দাম বাড়িয়ে ক্ষতি পুষিয়ে নিবে।
কিন্তু নিজের এবং দেশের মানুষের জীবন ও ভবিষ্যত চিন্তা না করে জেলেনস্কি ন্যাটোর ফাঁদে পা দিয়ে দেশকে ধ্বংশ করছে এবং বিশ্বকে অস্থিতিশীল করছে।
জোকার দিয়ে দেশ চলে না, দেশ চালাতে রাজনৈতিক জ্ঞান অপরিহার্য।

০২ রা জুন, ২০২২ বিকাল ৪:৩১

সোনাগাজী বলেছেন:




পুটিনর ভুলে রাশিয়া দীর্ঘমেয়াদে ক্ষটিগ্রস্ত; আর, ইউক্রেনীয়রা প্রান হারাচ্ছে তাদের বানর সরকার ও ক্রিমিনাল ন্যাটোর কারণে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.