নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি না\'করে, জোট তৈরি করে, আগামী ইলেকশানে জেতা যাবে?

০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৩



আগামী বছর আমাদের পার্লামেন্ট ইলেকশান, ইহাতে কোন দল জয়ী হবে? যদি ভয়ংকর কোন অঘটন না'ঘটে, কোন দল জয়ী হবে, সেটা মোটামুটি পরিস্কার, ইহা শেখ হাসিনার দল। দেশে যেই রাজনৈতিক পরিস্হিতি বিরাজ করছে, এই অবস্হায় ইলেকশানে জেতার জন্য কি দরকার ছিলো: জোট তৈরি করা, নাকি জাতির পক্ষে রাজনীতি করা?

গত ইলেকশানের পর থেকে, কোন দল কিংবা কোন ব্যক্তিত্বকে জাতির পক্ষে রাজনীতি করতে দেখছেন? আসলে, শেখ হাসিনাও রাজনৈতিক মাঠে নেই, তিনি রাজনীতি করে জয়ী হওয়ার চেষ্টা করছেন বলে মনে হয় না; তিনি ক্ষমতায় আছেন, উনার সরকার আছে, সরকারের নামে, সরকারের কাজের লিষ্ট দিয়ে ও সরকারী সেট-আপকে কাজে লাগিয়ে উনি জিতার চেষ্টা করবেন বলে আমার ধারণা।

শেখ হাসিনার প্রতিপক্ষ জোট হচ্ছে বিএনপি-জামাত; এদের যৌথ কোন রাজনৈতিক কার্যকলাপ, রাজনৈতিক কোন নতুন এজেন্ডা, কোন নতুন ধরণের রাজনৈতিক তত্ব, জনযংযোগ, ইত্যাদি আপনাদের চোখে পড়েছে? আমার চোখে যা পড়েছে, সেটা হলো, বেগম জিয়ার অধিকার নিয়ে বিবৃতি দেয়া, উনার চিকিৎসা নিয়ে দাবী দাওয়া। বিনপি-জামাতের রাজনৈতিক কার্যকলাপে আপনি এমন কিছু দেখছেন কিনা, যা এদেরকে ভোট দিতে আপনাকে উৎসাহিত করতে পারে? এটা ঠিক যে, জামাত তাদের সাংগঠনিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে; কিন্তু তাদর রাজনৈতিক গন্তব্যের সাথে জাতির কোন প্রকার মিল নেই, ওরা ভুল পথে ছিলো, ভুল পথেই থাকবে।

আগামী ইলেকশানকে সামনে রেখে আরেকটি নতুন জোট সামনে আসবে, উহার নাম হবে "গণতান্ত্রিক মন্চ"; উহাতে সব আগের বিফল রাজনীতিবিদদের সাথে নতুন রক্ত হচ্ছে, নুরুল হক নুর, যিনি মুক্তিযোদ্ধা কোটার বিপক্ষে কথা বলে 'ডাকসু'তে জয়ী হয়েছিলো; এবার মুক্তিযোদ্ধা কোটার বিপক্ষে কথা বলে, পার্লামেন্টে যেতে চান। এই নতুন জোটে থাকছেন: রব, মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জেএসডি, মওলানার নামে সাইনবোর্ড, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, মান্দোলন। এগুলো রাজনীতিবিদ? এদের মুখ থেকে রাজনীতি বের হতে শুনেছেন?

মন্তব্য ৩১ টি রেটিং +২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৫

মোহাম্মদ গোফরান বলেছেন: বি এন পি আগামী ২০ বছরেও ক্ষমতায় আসে কিনা সন্দেহ।

০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৮

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা ইহাকে এভাবে লালন পালন করছেন, যাতে ইহা জিততে না'পারে, এবং বেঁচে থাকে।

২| ০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গাজী সাহেব দেশে আসেন। কোন মতে শেখ হাসিনার নেক নজরে পড়লেই ডাইরেক্ট এম পি।

০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩২

সোনাগাজী বলেছেন:



আমি উনার নজরে পড়ার কোন কারণ নেই; আমাদের এমপি জীবিত থাকাকালে, আমাদের এলাকা থেকে কেহ ভয়েও দাঁড়াবে না।

৩| ০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪০

শূন্য সারমর্ম বলেছেন:


কি এমন ভয়ংকর কিছু ঘটবে যে আওয়ামীলীগ ক্ষমতায় আসবে না??

০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

সোনাগাজী বলেছেন:





(১) শেখ হাসিনাে স্বাস্হ্য সম্পর্কিত (২) দ্রব্যমুল্য নিয়ে হঠাৎ কিছু একটা শুরু হলে।

৪| ০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তাঁরা রাজনীতিতে পাঁকা।
তঁরা অবশ্যি জিতে যাবেন।

০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫১

সোনাগাজী বলেছেন:


শেরে বাংলা, মওলানা ও শেখ ব্যতিত অন্য কোন বাংগালী জাতির জন্য রাজনীতি করেনি।

৫| ০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: লেখক বলেছেন
শেরে বাংলা, মওলানা ও শেখ ব্যতিত অন্য কোন বাংগালী জাতির জন্য রাজনীতি করেনি।

পদ্মা সেতু তাইলে কোন জাতির জন্য?

০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

সোনাগাজী বলেছেন:



১০ বছরে সেতু ১টি সেতু বানানো, তাও নিজের মাথা দিয়ে নয়, চীনাদের মাথা দিয়ে; ইহাকে রাজনীতির ফসল না বলে, ইহাকে বলে "দাসত্বের সিনড্রম" বলা উচিত।

৬| ০২ রা জুন, ২০২২ রাত ৮:৪৮

খাঁজা বাবা বলেছেন: বি এন পির ক্ষমতায় আসার জন্য কি করা উচিত বলে মনে করেন?

মুক্তিযোদ্ধার নাতি নাততিদের কোটা সম্পর্কে আপনার মতামত কি?

আমেরিকায় কি মুক্তিযোদ্ধাদের কোন কোটা ছিল? এখন কি কোন ধরণের কোটা আছে?

দেশে মুক্তিযোদ্ধা ও তাদের বংশধর ছাড়া কারো কি দেশের জন্য ভালবাসা নেই বলে মনে করেন?



০২ রা জুন, ২০২২ রাত ৯:৪৫

সোনাগাজী বলেছেন:



মুক্তিযোদ্ধাদের কোটার কোন দরকার ছিলো না: ৯ মাস যুদ্ধ করার পর, ভলনটিয়ার যোদ্ধাদের পেনশন দিয়ে বিদায় করলে হতো, অথবা চাকুরী দিলে হতো; আপনি ইহার সাথে একমত?

৭| ০২ রা জুন, ২০২২ রাত ৮:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তোরা যে যা বলিস ভাই
আমার সোনার হরিণ চাই!

০২ রা জুন, ২০২২ রাত ৯:৪৬

সোনাগাজী বলেছেন:



হরিণ এখন শেখ হাসিনার অংগনে।

৮| ০২ রা জুন, ২০২২ রাত ১০:২০

খাঁজা বাবা বলেছেন: লেখক বলেছেন:
মুক্তিযোদ্ধাদের কোটার কোন দরকার ছিলো না: ৯ মাস যুদ্ধ করার পর, ভলনটিয়ার যোদ্ধাদের পেনশন দিয়ে বিদায় করলে হতো, অথবা চাকুরী দিলে হতো; আপনি ইহার সাথে একমত? [/sb

আমি আপনার সাথে সম্পূর্ন একমত। যুদ্ধের পরে যারা যোগ্য তাদের বিভিন্ন বাহিনীতে পদায়ন করা উচিত ছিল। বাকিদের পেনশন বা তা সম্ভব না হলে স্পেশাল কোন স্কিমের আওতায় কর্মসংস্থান করা যেত।

প্রথম প্রশ্নটির উত্তর বাকি রইল। :)

০২ রা জুন, ২০২২ রাত ১০:২৬

সোনাগাজী বলেছেন:


কেন "যোগ্য" হতে হবে? যুদ্ধ করার সময় কি যোগ্যতার দরকার ছিলো?

তখন যেহেতু চাকুরী দেয়নি, পেনশন দেয়নি, এখন এই বুড়ো বয়সে পেনশন দিলেও হতো, ভাতা কেন দিলো?
কারণ, জাতির মগজ নেই।

৯| ০২ রা জুন, ২০২২ রাত ১০:২৫

মোহাম্মদ গোফরান বলেছেন: জামাত বের করে দিলে সব ল্যাঠা চুকে যায়।
ছাগল মন্ত্রীদের দিয়ে কখনো হাল চাষ হয়না। এদের বাদ দিতে হবে।
মুরাদ টাকলার মত মন্ত্রীরা মাহিয়া মাহিদের মধ্যে সুখ খুজতে গিয়ে নিজেরাই ঝরে পড়বে।

০২ রা জুন, ২০২২ রাত ১০:৩০

সোনাগাজী বলেছেন:




আপনি কি শেখ হাসিনাকে যোগ্য মনে করেন? ১৯ কোটী লোককে উনি চালাতে জানেননি; একটা কাজ করেছন, গণহত্যার জন্য দায়ীদের ১০/১৫ জনকে শাস্তি দিয়েছেন। কিন্তু উনি বিএনপি, জামাত ও জাপাকে কৌশলে পালন করছেন, যাতে দেশে শক্তিশালী কোন রাজনৈতিক দল তৈরি হতে না পারে!

১০| ০৩ রা জুন, ২০২২ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: নির্বাচনে আওয়ামীলীগ ক্ষমতায় আসবে। শেখ হাসিনা আমৃত্যু প্রধানমন্ত্রী থাকবেন।
আপনার কোনো সন্দেহ আছে?

০৩ রা জুন, ২০২২ রাত ১:৩৪

সোনাগাজী বলেছেন:



সন্দেহ আছে। আগামী ইলেশানের আগে ও পরে নাগরিক অসন্তোষ ঘটার সম্ভাবনা।

১১| ০৩ রা জুন, ২০২২ রাত ২:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: অল্পতে পেকে যাওয়া পাকনা মন্ত্রীডা নিজেরে মুই কি হনুরে মনে করে প্রধানমন্ত্রীর পা চেটে কিছু পাওয়ার পেয়ে, সাথে বুবুজানের উস্কানি তো আছেই। এরা দেশটাকে ডুবাবে।

০৩ রা জুন, ২০২২ ভোর ৪:০২

সোনাগাজী বলেছেন:



আপনি কি মহিউদ্দিন চৌধুরীর ছেলেরকথা বলছেন?

১২| ০৩ রা জুন, ২০২২ রাত ২:৫৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সন্দেহ আছে। আগামী ইলেশানের আগে ও পরে নাগরিক অসন্তোষ ঘটার সম্ভাবনা।

শেখ হাসিনা সব সেট করে রেখেছেন। কোথাও কোনো সমস্যা হবে না। এছাড়া পদ্মাসেতু, মেট্রোরেল এবং রোহিঙ্গারা তাকে এগিয়ে নিয়ে যাবেন।
নব্য ধনীরা শেখ হাসিনার জন্য জীবন দিয়ে দবেন প্রয়োজনে।
মোদীজি তো আছেনই।
আমেরিকা কিছুটা তেরিং বেরিং করছে। তারাও হাতে এসে যাবে সময় মতো। শেখ হাসিনা নাটাই ভালো চালাতে জানেন।

০৩ রা জুন, ২০২২ ভোর ৪:০৪

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগের কিছু মানুষজন রাজনীতি বুঝেন, তাঁরা দেশর জন্য চিন্তিত।

১৩| ০৩ রা জুন, ২০২২ রাত ২:৫৯

রাজীব নুর বলেছেন: আমি সোবুজ সাহেব কে ব্লগে খুব মিস করি। তিন মনে হয় কমেন্ট ব্যানে আছেন। দুঃখ লাগে।

০৩ রা জুন, ২০২২ ভোর ৪:০৬

সোনাগাজী বলেছেন:



উনি লেখেন না; ফলে, উনাকে লোকজন মনে রাখেন না; ব্লগে থাকলে লিখতে হয়।

১৪| ০৩ রা জুন, ২০২২ ভোর ৪:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: বুঝে লন কোনডা। পিএম কে যেইডা পশ্চাতদেশ উম্মুক্ত করে দিসে ঐডা।

০৩ রা জুন, ২০২২ সকাল ৭:২৮

সোনাগাজী বলেছেন:



আমি কাউকে তেমন একটা চিনি না।

১৫| ০৩ রা জুন, ২০২২ সকাল ৯:১১

নূর আলম হিরণ বলেছেন: শেখ হাসিনা সঠিক ভোট না দিয়ে ক্ষমতায় থাকার শর্টকাট ওয়ে পেয়ে গিয়েছে। এখন আর উনি কষ্ট করে রাজনীতি করতে চাচ্ছে না।

০৩ রা জুন, ২০২২ সকাল ১০:১৬

সোনাগাজী বলেছেন:


উনি স্বাধীনতার পক্ষের লোকদের জন্য ১টা দোযখ রেখে যাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.