নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

গাড়ী কোথায়, ইহা তো জাংক!

০৩ রা জুন, ২০২২ সকাল ১০:৪৬



আমেরিকায় বিশ্বের সব জাতির লোকজন ইমিগ্রেন্ট হিসেবে আসে, সময়ের সাথে একদিন আমরিকানে পরিণত হয়; আমি ১ জন ভিয়েতনামী তরুণের সাথে জড়ায়ে গিয়েছিলাম, ওর কথাবার্তা আমার কাছে জোকের মতো লাগছিলো।

অক্টোবরের ঠান্ডা বিকেলে কুইন্সে গেছি; অনেক কষ্টে ১ ম্যাকডোনাল্ড রেষ্টুরেন্টের সামনে পার্কিং পেলাম। কাজ শেষে বাড়ী ফেরার পালা, বেলা ডুবেনি, হালকা বৃষ্টি ও কুয়াশার কারণে অনেকটা অন্ধকার হয়ে এসেছে। গাড়ীতে উঠে, ঠাঁসাঠাঁসি প্যারালাল পার্কিং থেকে বের হতে গিয়ে আমার গাড়ী সামনের ও পেছনের গাড়ীর বাম্পারে লেগেছ সামান্য। অনেকটা বের হয়ে গেছি, তখন দেখি, ছোটখাট আকাররের ১ লোক আমার পথ আটকে দাঁড়ায়েছে; দরজার কাঁচ নামায়ে জিজ্ঞেস করলাম,
-ব্যাপার কি?
-তুমি আমার গাড়ী ভেংগে ফেলেছ। গাড়ী থেকে নেমে দেখ, তুমি কি করেছ?
আমার গাড়ী সামনে ও পেছনের গাড়ীকে সামান্য চুম্বন করেছে মাত্র, গাড়ী ভাংলো কি করে? নামলাম। দেখি, আমার পেছনে ১৯৬০ সালের দিকের কচ্ছইব্যা মডেলের ভকস-ওয়াগেন; উহাই তার গাড়ী, উহাকে এখানে আনলো কি করে? উহা তো চলার কথা নয়।আমি বললাম,
-তোমার গাড়ী কই?
-অন্ধ নাকি? চোখের সামনে ভকস-ওয়াগেন দেখছ না?
-ইহাকে তুমি গাড়ী বলছ? ইহা তো জাংক!
-শোন, তুমি আমাকে অপমাণিত করছ, জাংক জাংক বললে, আমি পুলিশ ডাকবো।
-এই জাংক রাস্তায় আনার কারণে পুলিশ তোমাকে ৩০০ ডলারের টিকিট দেবে।

এই অবস্হায়, জাংক'এর দরজা খুলে ছোটখাট এক ভিয়েতনামী সুন্দরী বেরিয়ে এলো, হাতে ১ ডলারের হ্যামবার্গার; বেচারা ভেতরে বসে খাচ্ছিলো মনে হয়, এখন সে ঝগড়ায় যোগ দিলো, সে আমাকে বলে,
-তুমি ধাক্কা দিয়ে গাড়ী ভেংগেছ, এখন উহাকে জাংক জাংক করছ কেন, ইহা কি তুমি কিনে দিয়েছ?
-এই গাড়ী তোমার কে হয়?
-গাড়ী আমার কেহ হয় না, ইহা আমার বয়ফ্রেন্ডের গাড়ী!
-এই ভাংগাচুরা লোকটা তোমার বয়ফ্রেন্ড? তুমি অন্ধ নাকি, আর মানুষ পাওনি? তোামর হাতে ডিনারে সময়ে ১ ডলারের হ্যামবার্গার? আমার গাড়ীতে উঠে বস, আমি তোমাকে বেষ্ট রাষ্টুরেন্টে নিয়ে যাবো।
-আমি তোমার সাথে যাবার জন্য বসি নেই; গাড়ী ভেংগেছ, ক্ষতিপুরণ দাও, না'হয় পুলিশ ডাকবো।
-আমি পকেট থেকে ৩ ডলার বের করে ছেলের সামনে ধরলাম; ছেলে বলে,
-হেই, এটা ঠিক করতে ৪০০ ডলার লাগবে।
-তুমি গাড়ী কত দিয়ে কিনেছ? ইহাকে এখান থেকে ফেলতে হলে ২০০ ডলার খরচ হবে।
-শোন, ইহা রিপেয়ার করার টাকা না দিয়ে তুমি কোথায় যেতে পারবা না।
-আমি তোমার জন্য বৃষ্টিতে ভিজে জাংক পাহারা দেবো, ভাবছ?

আমি ৫ ডলারের ১টা নোট ছেলের দিকে দিয়ে বললাম,
-যাও, তুমি ২ ডলারে একটা বিগ-ম্যাক কিনো, আর সুন্দরীকে ৩ ডলার দিয়ে ১টি কোয়ার্টার পাউন্ডার কিনে দাও; এখন আমার সামনের থেকে সর।


মন্তব্য ৪৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২২ সকাল ১১:১৬

জুল ভার্ন বলেছেন: বাহ! ভিন্ন ধরনের একটা লেখা!!! ভালো লেগেছে।

০৩ রা জুন, ২০২২ সকাল ১১:১৭

সোনাগাজী বলেছেন:



আমি কিংকর্তব্যবিমুঢ়!

২| ০৩ রা জুন, ২০২২ সকাল ১১:২০

জুল ভার্ন বলেছেন: স্যরি, মন্তব্যটা অন্য একটা পোস্টে করেছিলাম, সেল ফোনের কারসাজিতে অপাত্রে পরে গিয়েছে।

০৩ রা জুন, ২০২২ সকাল ১১:২৪

সোনাগাজী বলেছেন:



আমিও ভাবছিলাম, কম্প্যুটারের ইলুশান ছাড়া ইহা ঘটতে পারে না।

৩| ০৩ রা জুন, ২০২২ সকাল ১১:৪০

শূন্য সারমর্ম বলেছেন:

গাড়ি তেমন কিছু হয়নি,কেন জরিমানা চাইলো ৪০০ ডলার?

০৩ রা জুন, ২০২২ সকাল ১১:৪২

সোনাগাজী বলেছেন:



ভিয়েতনামী, কম্পুচিয়ান, ফিলিপাইনীজ, এসব লোকজন ঠকবাজ।

৪| ০৩ রা জুন, ২০২২ সকাল ১১:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার গাড়ীতে উঠে বস, আমি তোমাকে বেষ্ট রাষ্টুরেন্টে নিয়ে যাবো।
একটুর জন্য ফসকে গেলো :-B

০৩ রা জুন, ২০২২ দুপুর ১২:২০

সোনাগাজী বলেছেন:




এগুলো হলো ঢিল ছোঁড়া, পরিস্হিকে ঘোলা করার প্রচষ্টা।

৫| ০৩ রা জুন, ২০২২ সকাল ১১:৫৭

রানার ব্লগ বলেছেন: ভিয়েতনামের মেয়েরা সুন্দরী হয় নাকি?!

০৩ রা জুন, ২০২২ দুপুর ১২:২২

সোনাগাজী বলেছেন:




নারী জাতি সুন্দরী, ইহা সব জাতির বেলায়।

৬| ০৩ রা জুন, ২০২২ দুপুর ১২:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ও কি পরে সরে গিয়েছিল?

০৩ রা জুন, ২০২২ দুপুর ১২:২২

সোনাগাজী বলেছেন:



৫ ডলার পেয়ে খুশী।

৭| ০৩ রা জুন, ২০২২ দুপুর ১:০৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনি মেরে দিয়ে আপনিই তর্ক করছেন? বেশ বেশ বেশ।

০৩ রা জুন, ২০২২ বিকাল ৪:৪২

সোনাগাজী বলেছেন:


প্যারালাল পার্কিং'এ গাড়ীর সাথে গাড়ী লাগতে পার,র জন্য পয়সা দিতে হয় না; সর্বোপরি, ওর গাড়ী ছিলো ভাংগা

৮| ০৩ রা জুন, ২০২২ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: ৪ ডলার দাবী করেছে!!!
খাইছে আমারে!!!!

আপনার গাড়ির নাম কি? মডেল কত?

০৩ রা জুন, ২০২২ বিকাল ৪:৪৫

সোনাগাজী বলেছেন:



বেশ আগের ঘটনা, টয়োটা ক্যামরী।

৯| ০৩ রা জুন, ২০২২ দুপুর ২:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার পোস্টে মন্তব্য করলে অনেকের জ্বলে।

০৩ রা জুন, ২০২২ বিকাল ৪:৪৭

সোনাগাজী বলেছেন:



অনেকেই লিখতে ও কমেন্ট করতে জানে না; ব্লগার নীল আকাশ চায় যে, আমাক ব্যান করা হোক, উনি একজনর পোষ্টে, ১ কমেন্ট করেছিলেন, উহা ছিলো সাড়ে ১৩ পৃষ্ঠা।

১০| ০৩ রা জুন, ২০২২ বিকাল ৫:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: সম্ভবত ব্লগার নীল আকাশের সাথে আমার একবার কিছুক্ষণ সময় কাটানোর সুযোগ হয়। সে একজন ভালো মানুষ বলে আমি জানি।কিন্তু যখন শোনেছি,নীল আকাশ আমাদের চট্টগ্রামের একজন ব্লগারের অনেক ক্ষতি করেছেন। তিনি খুব ভালো ব্লগার ছিলেন।উনি যদি আসলেই তা করে থাকেন উনার সেটা করা অনুচিত হয়েছে। কিছু মাস আগে চট্টগ্রামের পেনিন্সুয়ালায় কয়েকজন ব্লগার এর সাথে কফি খাওয়ার সময় এগুলো জানি। তবে আমি এক পক্ষীয় কথা শোনছি। নীল আকাশের বক্তব্য শোনিনি। তাই তার সম্পর্কে কোন মন্তব্য করতে চাইনা।

তবে আমি নিজে দেখেছি উনি আপনাকে স্থায়ী ব্যান করার অনুরোধ জানিয়েছেন।

কারো লেখা বন্ধ করে দেয়ার জন্য উঠে পড়ে লাগা খুব বাজে মানুষের কাজ। চায়ের টেবলে বসে আলোচনা করে সমাধান করা যায়না এমন কোন সমস্যা আসলে নেই।

০৩ রা জুন, ২০২২ বিকাল ৫:১১

সোনাগাজী বলেছেন:


এদের জীবনভাবনা বেদুইনদের মতো।

১১| ০৩ রা জুন, ২০২২ বিকাল ৫:৫৬

আলাপচারী প্রহর বলেছেন: আগেই বলেচি, আপনি ঝগড়া রাশির লোক।

০৩ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৫

সোনাগাজী বলেছেন:




সত্য, আমি মাঝে মাঝে ইচ্ছা করেই ঝগড়া লাগিয়ে দিই।

১২| ০৩ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এগুলো কি আপনি সত্যি সত্যি
ঘটিয়েছেন নাকি বানিয়ে বানিয়ে
নিজেকে হীরো বানাচ্ছেন।
সব মেয়েকেই আপনার কাছে
অপ্সরা লাগে? নিগ্রো মেয়েও
আপনার কাছে পরী!
বাংলাদেশে এমন কান্ড
ঘটালে মেরে তক্তা বানিয়ে
দিতো!

০৩ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৯

সোনাগাজী বলেছেন:





বাংলাদেশ আর আমেরিকার কালচার তো এক নয়।

মেয়েদের সুন্দর করেছে প্রকৃতি, যাতে পুরুষ মানুষের মন জয় করতে পারে।

১৩| ০৩ রা জুন, ২০২২ সন্ধ্যা ৭:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: মেয়েটা আপনার লোভনীয় প্রস্তাবে রাজি হলো না। খাঁটি প্রেমিকা। বাঙালি হলে মনে হয় রাজি হয়ে যেত।

০৩ রা জুন, ২০২২ রাত ৮:১৮

সোনাগাজী বলেছেন:



এগুলো তো প্রস্তাব নয়, ছেলেকে হতাশ করার চেষ্টা মাত্র।

১৪| ০৩ রা জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


এই পোস্টে কেউ লাইক দিচ্ছে না কেন!!! সবাই কি ভিয়েতনামী মেয়ের পক্ষে?

০৩ রা জুন, ২০২২ রাত ৮:১৭

সোনাগাজী বলেছেন:



মেয়ে ঝগড়ায় অংশ না'নিলে ভালো হতো; তারপরও আমি তাকে খারাপ কিছু বলিনি!

১৫| ০৩ রা জুন, ২০২২ রাত ১১:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: লেখক বলেছেন:



অনেকেই লিখতে ও কমেন্ট করতে জানে না; ব্লগার নীল আকাশ চায় যে, আমাক ব্যান করা হোক, উনি একজনর পোষ্টে, ১ কমেন্ট করেছিলেন, উহা ছিলো সাড়ে ১৩ পৃষ্ঠা।

একটা পোস্ট লিখে ফেললেই হতো। মন্তব্যের দরকার কি ?

০৪ ঠা জুন, ২০২২ রাত ১২:১২

সোনাগাজী বলেছেন:



উনি অপ্রয়োজনীয় থিংকট্যাংক।

১৬| ০৪ ঠা জুন, ২০২২ রাত ১২:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: এই দিকে তো একজনের নামে কপি পেস্টের অভিযোগ উঠেছে।

০৪ ঠা জুন, ২০২২ রাত ১২:২৭

সোনাগাজী বলেছেন:



উনি লিখতে জানেন না, যা লিখেন, সেটা অন্যের লেখা থেকে সিনথেসাইজড করা; এটা অনেক আগে উনাকে জানায়েছিলাম।

১৭| ০৪ ঠা জুন, ২০২২ রাত ১২:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: ইউটুব নাটকের গল্প থেকে গল্প লিখে নিজের নামে চালায় দিসে বলতেছে।

০৪ ঠা জুন, ২০২২ রাত ২:৪৭

সোনাগাজী বলেছেন:


একজন লেখক কি কারণে ক্যাচাল লেখে? ইহাই কারণ, মাথায় কিছু নেই।

১৮| ০৪ ঠা জুন, ২০২২ রাত ১:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন:
তার গাড়ির নাম টয়োটা ক্যামরী।

এক সময় আমি এই গাড়ির নাম উচ্চারণ করতামঃ
টয়োটা ছ্যামরী।

০৪ ঠা জুন, ২০২২ রাত ২:৪৯

সোনাগাজী বলেছেন:



বরিশালে কি কিশোরীদের ছ্যামরী ডাকে?

১৯| ০৪ ঠা জুন, ২০২২ সকাল ৯:৫৬

শ্রাবণধারা বলেছেন: হলোই বা বহু পুরাতন গাড়ি তাই বলে আপনি জাংক-টাংক বললেন, তাও আবার যখন সেই ছেলের প্রেমিকা তার গাড়িতে। ভিয়েতনামি না হয়ে সাত ফিট লম্বা ভয়ঙ্কর চেহারার কালো ছোকরা হলে কি আপনি একই কাজ করতেন?

০৪ ঠা জুন, ২০২২ বিকাল ৩:৪৭

সোনাগাজী বলেছেন:



পার্কিং করতে বা পার্কিং থেকে বের হতে কালোদের গাড়ীতে ধাক্কা লাগলে, একটু হাত নেড়ে দিলে সমস্যার শেষ

২০| ০৪ ঠা জুন, ২০২২ রাত ৮:১০

খাঁজা বাবা বলেছেন: ৫ ডলার নিয়ে ছেড়ে দিল?

০৪ ঠা জুন, ২০২২ রাত ৮:৩০

সোনাগাজী বলেছেন:



তাই ঘটলো; তার মাথায় কুবুদ্ধি ছিলো, কিছু আদায় করা যায় কিনা!

২১| ০৫ ই জুন, ২০২২ ভোর ৫:৩৩

বেবিফেস বলেছেন: ভালো লাগলো।,

০৫ ই জুন, ২০২২ ভোর ৬:০৫

সোনাগাজী বলেছেন:




লোকজন আপনার সাথে গন্ডগোল টন্ডগোল করলে আমাকে জানাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.