নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধ চলছে ইউক্রেনে, বোতল টোকানীদের সংখ্যা বাড়ছে নিউইয়র্কে।

০৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৭



বোতল কুড়ায়ে নিউইয়র্কে দৈনিক ১০ ডলার আয় করা বেশ সহজ; বোতল ও ক্যান জমা নেয়ার জন্য মেশিন আছে বিবিধ দোকানে, প্রতিটির জন্য ৫ পেনি দেয়া হয়; ইহা রিসাইক্যালিং প্রোগ্রামের অংশ। এক সময় ইহা ছিলো হোমলেস ও বেআইনীভাবে বসবাসরত মেক্সিকানদের কাজ; এখন ইহা ৯৫ ভাগ চীনা বয়স্ক মহিলাদের ব্যবসা।

করোনার সময় থেকে শুরু করে, যুদ্ধের ভেতরে নিউইয়র্কে কোন কোন খাবারের মুল্য শতকরা ৫০ ভাগ থেকে ২০০ ভাগও বেড়ে গেছে; সামানুপাতিক হারে প্রতিযোগীতা বেড়েছে বোতল টোকানীতে: দিনে তো কাজ চলছে, সারারাতও বিরামহীনভাবে ঘুরে বেড়াচ্ছে বোতল টোকানীর লোকজন। আগে, আমাদের এলাকায় ২/১ জন সাদা বয়স্ক মানুষ বোতল সংগ্রহ করতো, এখন এদের আর দেখা যায় না, পুরোটাই চীনা বৃদ্ধাদের দখলে।

এসব বয়স্ক চীনা মহিলাদের একাংশ আসছে নতুন ইমিগ্রেন্ট হয়ে, অন্য অংশ আসছে ধনী দুর্নীতিবাজ চীনাদের পারিবারিক সদস্য হিসাবে। বর্তমান চীনে মাতাপিতাদের সন্মান করা হয় কিনা বলা মুশকিল, ব্লগার শাহ আজিজ বলতে পারবেন; কিন্তু ব্রুকলীনে অবস্হাপন্ন চীনা পরিবারের বৃদ্ধাদের আমি বোতল কুড়াতে দেখছি।

আমার দেখা সবচয়ে ধনী বোতল টোকানী নারীটিও চীনা, সে এখনো ইয়ং, সুন্দরী, বেশ লম্বা, তার বাড়ী আছে, বাড়ীর মুল্য দেড় মিলিয়ন ডলারের উপরে। তার বাবা চীনা খাবার বিক্রয় করতো রাস্তায়, মৃত্যুর আগে বাবা উইল করে মেয়েকে বাড়ীটি দিয়ে গেছে; কিন্তু শর্ত আছে, সে বাড়ীটি বিক্রয় করতে পারবে না, কাউকে ভাড়াটিয়া রাখতে পারবে না, বিয়ে করলে পরিবার নিয়ে থাকতে পারবে।

সে এখনো বিয়ে করেনি, আমি ভাবছি, ব্লগার নুরু সাহেবের জন্য দেখবো কিনা। একটা ব্যাপার হলো, সে বোতল টোকায় বাংগালী এলাকায়, অনেক বাংগালীর সাথে তার বেশ ভালো সম্পর্ক; দেখি, অনকের সাথে হাসিখুশী মুখে আলাপ করে, ধীরে সুস্হে যাওয়া আসা করে; তার জন্মও আমেরিকায়।

কোভিড বেশ কমে এসেছে নিউইয়র্কে, গড়ে দৈনিক ৫ হাজারের বেশী সংক্রমণ নেই, ১০/২০ জনের মৃত্যু হচ্ছে দৈনিক; অর্থনীতি ভালোরদিকে যাবার কথা, কিন্তু যুদ্ধ মানুষর মাঝে হতাশা ছড়ায়ে দিয়েছে।


মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৩

রানার ব্লগ বলেছেন: যুদ্ধ কেবল নিউইয়র্ক না বাংলাদেশেও ভাল প্রভাব ফেলেছে !!! দ্রব্য মূল্যের চাপে অস্থীর আমরা !!!

০৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে আসলে যুদ্ধ সব সময়ই চলছে; সিরিয়ায় যু্দ্ধ চলছ, সেখানেও বাংগালীরা চাকুরীর খোঁজে যাচ্ছে।

২| ০৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আর আমাদের বোতল খালি হবার যোগার হয়েছে।

০৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৭

সোনাগাজী বলেছেন:



বাক্যটা পড়ে দেখেন তো, ইহার কোন অর্থ হয় কিনা?

৩| ০৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: গতকাল এই ভিডিওটা দেখলাম। এটা বেশ চিন্তার বিষয়। এসবের প্রভাব মূলত সারা দুনিয়াতেই পড়বে।
Will San Francisco survive

০৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:০৩

সোনাগাজী বলেছেন:



কিছুটা দেখলাম, ইহা ঘটছে সানফ্রানসিস্কোতে।

৪| ০৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: দেড় মিলিয়ন ডলার না টাকা? টাকা হলে সাড়ে ১৩ লাখ দিয়ে বাড়ি কেমনে কি?

০৫ ই জুন, ২০২২ রাত ৮:২২

সোনাগাজী বলেছেন:


ডলার।

৫| ০৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৭

আহমেদ জী এস বলেছেন: সোনাগাজী,




লেখাটি দারুন হয়েছে।

শিরোনামের ধরনে কোলকাতার ছবি ( নাম মনে নেই ) তে মিঠুন চক্রবর্তীর একটি হিট ডায়লগের কথা মনে পড়লো ---
" মারবো এখানে লাশ পড়বে শ্মশানে..."
তেমনি আপনার দেয়া শিরোনামটিও -
যুদ্ধ চলছে ইউক্রেনে, বোতল টোকানীদের সংখ্যা বাড়ছে নিউইয়র্কে। :)

০৫ ই জুন, ২০২২ রাত ৮:২৩

সোনাগাজী বলেছেন:



করোনার পর, আমেরিকানরা সবে মাত্র নিশ্বাস ফেলার চেষ্টা করছিলো, ঠিক সেই সময়ে বুড়ো বাঁদর যু্দ্ধ লাগায়ে দিয়েছে।

৬| ০৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৮

শূন্য সারমর্ম বলেছেন:
'
দেশে বোতল টোকানীর বয়স ২০'এ নিচে হয়,টুকটাক নেশা করে,গ্যাং করে;পড়াশোনার বালাই নেই।

০৫ ই জুন, ২০২২ রাত ৮:২৬

সোনাগাজী বলেছেন:


কিসের পড়ালখার কথা বলছেন? আপনার পরিবারের জন্য সহজ ছিলো আপনাকে পড়ালেখা করানো? ওদেরকে কে নেবে স্কুলে? শেখ হাসিনা? উনার অত বেশী মগজ আছে বলে আমি বিশ্বাস করি না।

৭| ০৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
I d'nt like to
die drinking
expired milk
like Chand Gazi!

০৫ ই জুন, ২০২২ রাত ৮:২৮

সোনাগাজী বলেছেন:



চীনা ভাষা শিখতে পারবেন; হ্যাঁ বললে লেগে যাবো।

৮| ০৫ ই জুন, ২০২২ রাত ৮:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ইউটুবে বহু মুভি এখন পাওয়া যায়না দেখে

মহা বেকুব হয়ে গেলাম।

ইউটুব বেকুব হই গেসে।

০৫ ই জুন, ২০২২ রাত ৮:২৯

সোনাগাজী বলেছেন:



ইউটিউবে সব ধরণের বিষয় আসছে এবং অনেক বেশী! আমাদের গল্পকার নাকি ইউটিউবে জাল বসায়েছেন?

৯| ০৫ ই জুন, ২০২২ রাত ৮:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগার নূরু সাহেবের জন্য দেখেন, আমি ওনাকে বুঝিয়ে রাজি করানোর চেষ্টা করবো। B-)

০৫ ই জুন, ২০২২ রাত ৮:৩০

সোনাগাজী বলেছেন:



সহব্লগার হিসেবে আপনার দায়িত্বটা নিজে বুঝে নিয়েছেন, ভালো।

১০| ০৫ ই জুন, ২০২২ রাত ৮:৩৮

রাজীব নুর বলেছেন: আপনাকে একটা তথ্য দেই-
চলতি বছরে বাংলাদেশে সমস্ত কিছুর দাম বেড়ে গেছে। খুব বেশি বেড়ে গেছে। অনেকে বলছেন এখন তাঁরা পেট ভরে খান না। আধা পেট খান। দেশের মানুষ যদি তিনবেলা পেট ভরে খেতে না পারে, তাহলে পদ্মাসেতু আর মেট্রোরেল নিয়ে আমরা কি করবো?

০৫ ই জুন, ২০২২ রাত ৮:৪৫

সোনাগাজী বলেছেন:



২০১২ সালে নিজ টাকায় পদ্মাসেতুতে হাত না দিয়ে, বিশ্ব ব্যাংকের টাকায় হাত দিলে, তিনি সাড়ে ৬ বিলিয়ন ডলারে ৩/৪ কোটী ছেলেমেয়েক পড়াতে পারতেন; শেখদের কারো মাথায় বুদ্ধি ছিলো না।

১১| ০৫ ই জুন, ২০২২ রাত ৮:৪৬

শাহ আজিজ বলেছেন: চীনে ১৪০ কোটি+ মানুষের দেশে ঐ পরিসংখ্যান মেলানো মুশকিল তবে বড় শহরে ফকিরদের ভিড় দৃশ্যমান । মেয়েরা সাধারনত মাকে বেশি ভালবাসে কারন তাদের ছোট বাবুর একমাত্র দেখভাল করার জন্য মা'ই অবলম্বন । কোন কোন মা বাবা অবহেলিত , বিচ্যুত যাদের সন্তানেরা জন্মদাতার খোজ খবর নেয় না উপরন্তু বাড়তি বোঝা মনে করে । সু শিক্ষা , শ্রদ্ধা বোধ , ভালোবাসা না শিখলে সন্তানেরা এরকম বখে যায় । আমি গুয়াং চৌ তে অনেক মাকে পাপ্পি পালতে দেখি যার সন্তানেরা আমেরিকা থাকে এবং মা বাবার জন্য ফ্লাট কিনে দিয়েছে , লাক্সারি ফ্লাট । গ্রামে একসাথে থাকতে হয় কারন চুলা একটি । আমি যেমন ভালোবাসায় পরিপূর্ণ সন্তানদের দেখেছি তেমনি বখে যাওয়া সন্তানদেরও পেয়েছি যাদের মা বাবা ভিক্ষা করে খায় , ফুট পাত , ষ্টেশনের কোনে রাত কাটায় । আমাদের দেশে ছ্যাঁচোড় কমিউনিস্টরা এসব বিশ্বাস করেনা বরং আমায় সাম্রাজ্যবাদের দালাল মনে করে ।

০৫ ই জুন, ২০২২ রাত ৮:৫৬

সোনাগাজী বলেছেন:




আমাদের দেশের কথিত অনেক কম্যুনিষ্ট লোকজন এত বড় ইডিয়ট যে, জীবনে বিয়ে করেনি দলের জন্য।
আমােরিকার চীনারা বুড়োদের দেখাশোনা তেমন করে না, বুড়োদের পুরোপুরি সরকারের উপর নির্ভর করতে হয়; কিন্তু কোরিয়ানরা ভালো।

১২| ০৫ ই জুন, ২০২২ রাত ১০:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:

:কিসের পড়ালখার কথা বলছেন? আপনার পরিবারের জন্য সহজ ছিলো আপনাকে পড়ালেখা করানো? ওদেরকে কে নেবে স্কুলে? শেখ হাসিনা? উনার অত বেশী মগজ আছে বলে আমি বিশ্বাস করি না।


-না অতটা সহজ ছিলো না,তবে করিয়েছে; শেখ হাসিনার দরকার পদ্মা সেতুর উদ্বোদনে আবার মোদীকে দাওয়াত দেয়া।

০৬ ই জুন, ২০২২ রাত ১:২১

সোনাগাজী বলেছেন:



কয়েক কোটী কৃষি দিনমুজুর, রিকসা ড্রাইবার, ঝি-দের ছেলেমেয়েদের রাষ্ট্র পড়াতে পারতো? জে: জিয়ার ২ ছেলেকে পড়ানোর জন্য ১০ লাখ টাকা দিয়েছিলো এরশাদ

১৩| ০৫ ই জুন, ২০২২ রাত ১১:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেনঃ
চীনা ভষা শিখতে পারবেন; হ্যাঁ বললে লেগে যাবো।

সোনাসাব, আপনার জানার বাকি আছে অনেক কিছু।
পৃথিবীর আদিমতম ভাষা সব দেশে একই.! এটা কাউকে
শিখাতে হয়না। এ ভাষা ঈশ্বর প্রদত্ত।

@ মশিউর রহমান চাঁদগাজীর মতো expired milk পান করে
মরতে চাইনা। সোনাভাইর কাছে শাক চুন্নী পেত্নীও অপ্সরা!

০৬ ই জুন, ২০২২ রাত ১২:২৭

সোনাগাজী বলেছেন:



আমি জীবনে অসুন্দরী মেয়ে দেখি নাই।
সম্প্রতি, ১ বন্ধুর অফিসে গেছি, তিনি নেই, আমি অফিসে অপেক্ষা করছি। উনার এপার্টমেন্ট ব্যবসা আছে; ১ কালো মেয়ে রেন্ট দিতে এসেছে, আমি বসায়ে ১টি সোডা এনে দিয়েছি, বন্ধূ আসতে বেশী দেরী হওয়ায়, অনেকক্ষণ বসে, মেয়ে শেষে চেক দিয়ে চলে গেছে। পরে বন্ধুকে টেলিফোন করে, আমার খোঁজ খবর নিয়েছে; বন্ধু হতবাক।

১৪| ০৬ ই জুন, ২০২২ রাত ১২:১২

মোহাম্মদ গোফরান বলেছেন: চীনে ১৪০ কোটি+ মানুষের দেশে ঐ পরিসংখ্যান মেলানো মুশকিল তবে বড় শহরে ফকিরদের ভিড় দৃশ্যমান । মেয়েরা সাধারনত মাকে বেশি ভালবাসে কারন তাদের ছোট বাবুর একমাত্র দেখভাল করার জন্য মা'ই অবলম্বন । কোন কোন মা বাবা অবহেলিত , বিচ্যুত যাদের সন্তানেরা জন্মদাতার খোজ খবর নেয় না উপরন্তু বাড়তি বোঝা মনে করে । সু শিক্ষা , শ্রদ্ধা বোধ , ভালোবাসা না শিখলে সন্তানেরা এরকম বখে যায় । আমি গুয়াং চৌ তে অনেক মাকে পাপ্পি পালতে দেখি যার সন্তানেরা আমেরিকা থাকে এবং মা বাবার জন্য ফ্লাট কিনে দিয়েছে , লাক্সারি ফ্লাট । গ্রামে একসাথে থাকতে হয় কারন চুলা একটি । আমি যেমন ভালোবাসায় পরিপূর্ণ সন্তানদের দেখেছি তেমনি বখে যাওয়া সন্তানদেরও পেয়েছি যাদের মা বাবা ভিক্ষা করে খায় , ফুট পাত , ষ্টেশনের কোনে রাত কাটায় । আমাদের দেশে ছ্যাঁচোড় কমিউনিস্টরা এসব বিশ্বাস করেনা বরং আমায় সাম্রাজ্যবাদের দালাল মনে করে ।

মন্তব্যটি ভাল লাগলো।

০৬ ই জুন, ২০২২ রাত ১২:৩১

সোনাগাজী বলেছেন:



ব্লগার শাহ আজিজ চীন ও আশপাশের লোকজনের সংস্কৃতি দেখেছন।

১৫| ০৬ ই জুন, ২০২২ রাত ১২:১৬

আখেনাটেন বলেছেন: সে এখনো বিয়ে করেনি, আমি ভাবছি, ব্লগার নুরু সাহেবের জন্য দেখবো কিনা।
চীনা ভষা শিখতে পারবেন; হ্যাঁ বললে লেগে যাবো। ---- বিরাট হাসলুম...ব্লগার নুরু সাহেব এখন এ সুযোগ হাতছাড়া না করলেই হয়....যে ভাবেই হোক উনাকে রাজি করায়ে ফেলেন....।??? :P :P

০৬ ই জুন, ২০২২ রাত ১২:৩০

সোনাগাজী বলেছেন:



শুরুতে সবাই না, না বলেন; পরে আমার ইমেইল খুঁজবেন।

১৬| ০৬ ই জুন, ২০২২ রাত ১২:১৮

আখেনাটেন বলেছেন: বাংলাদেশেও শহরে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের নাভিশ্বাস অবস্থা....গ্রামের লোকজন এখনও কিছুটা ভালো আছে..কারণ নিজের প্রয়োজনীয় অনেক জিনিস তারা নিজেরাই উৎপাদন করছে বলে.....

০৬ ই জুন, ২০২২ রাত ১২:২৯

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা জাতির সময়টুকু নষ্ট করেছেন, অনেক কঠিন সমস্যার সৃষ্টি করে যাচ্ছেন।

১৭| ০৬ ই জুন, ২০২২ সকাল ৭:১৭

ইফতেখার ভূইয়া বলেছেন: ব্যাপারটা আমারও নজরে এসেছে। তবে আমি নিউ ইয়র্কের সামগ্রিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেশ উদ্বিগ্ন। চুরি, ছিনতাই, খুনোখুনি অনেক বেড়ে গেছে। তবে সামাজিক এই সমস্যাগুলোর জন্য এখানকার প্রশাসন অনেকটাই দায়ী।

০৬ ই জুন, ২০২২ সকাল ৯:৫৩

সোনাগাজী বলেছেন:




আফ্রিকান আমেরিকানকে (কালো মেয়র ) নমিনেশন দেয়া ঠিক হয়নি নিইয়র্ক শহরে; দুষ্টরা জানে কালোরা অদক্ষ। মেয়র বাংগালীদর মতো কথার খৈ ফুটাচ্ছে।

১৮| ০৬ ই জুন, ২০২২ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: আজ একজন মানুষকে খুব কষ্ট নিয়ে বলতে শুনলাম- মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পদ্মাসেতু আর মেট্রোরেলের দরকার নাই। বাজার নিয়ন্ত্রন করুণ। আমাদের বাঁচতে দেন।

০৬ ই জুন, ২০২২ বিকাল ৩:৫২

সোনাগাজী বলেছেন:


মানুষের কিছু নেই: পড়ালেখা নেই, বেকার, আয় নেই, শান্তি নেই; মানুষ কি সেতু খাবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.