নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ভারতের মুসলমানদের ভবিষ্যত ক্রমাগতভাবে খারাপের দিকে যাবে।

০৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৩



দিল্লি রাজ্যের বিজেপি'র এক্সেকিউটিভ মেম্বার নুপুর শর্মা কোথায় এক ডিবেইটে হযরত মোহাম্মদের (স: ) সাথে কমবয়সী বিবি আয়শার বিয়ে নিয়ে সমালোচনা করেছ; ইহা এখন ভারত ছেড়ে আরব দেশগুলো, পাকিস্তান, ইরান ও আফগানিস্তানে বিশাল আকার ধারণ করেছ; কাতার দুবাই, ওমানে ভারতীয় রাষ্ট্রদুতদের ডেকে কড়া প্রতিবাদ করেছে; ওআইসি সরাসরি বিজেপি'র কাছে প্রতিবাদ করেছে। আরবদের সাথে ভারতে বড় ব্যবসা আছে, বিজেপি নুপুর শর্মাকে পদ থেকে অপসারণ করেছে!

সমস্যা হলো, এতে বিজেপি'র ধর্মান্ধদর কাছে নুপুর শর্মার জনপ্রিয়তা বাড়ছে, নাকি কমছ? নুপুর শর্মা ক্ষমা চেয়েছে। নুপুরকে পদ থেকে বাদ দেয়া ও নুপুরের ক্ষমা চাওয়ায়, নবী মোহাম্মদ (স: ) সম্পর্কে বিজেপি'র ধর্মান্ধ লোকজনের ধারণা বদলাবে?

আরবদের এই অতিরিক্ত চাপের ভিকটিম কি আরবেরা হবে, নাকি ভারতীয় মুসলমানেরা হবে? ঘটনা এখানে থেমে গেলেও সারতো; কিন্তু ইহা আরো খারাপ রুপ নিচ্ছে, আরবরা ও আফগানিস্তান চাচ্ছে, ব্লাসফেমী আইনে নুপুরের বিচার হোক।

এখন অবধি ইহাতে যুক্ত বিজেপি; নুপুরের বিচার করতে হলে, মোদী সরকারের কোর্ট সিষ্ষ্টেম যুক্ত হবে। ভারতীয় ব্লসফেমী আইনে নুপুরের শাস্তি পাবার সম্ভাবনা কতটুকু? সম্ভাবনা নেই বললেই চলে। তবে, এটা সঠিক যে, ভারতীয় কোর্ট অপেক্ষাকৃতভাবে নিরপেক্ষ; কিন্তু কোর্টের ষ্টাফদের মাঝে বিজেপি কি নেই?

যাক, সময়ের সাথে ইহার কোন কটা সমাধান হবে, নুপুর বিজেপি'তে আরো বড় পদ পাবে। কিন্তু পুরো ঘটনার জন্য বলি হবে কারা?



মন্তব্য ৫৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: মোল্লারা ভয়ংকর।এরা নিজ স্ত্রীকে পর্দা করায়। রাত কাটায় পতিতালয়ে অথবা (লুত সম্প্রদায়ের মত পাপাচারে লিপ্ত হয়)।

০৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

সোনাগাজী বলেছেন:



এটা সেই সমস্যা নয়, এটা হচ্ছে, ধর্মের কারণে ভারতের মুসলমানদের সুযোগ সুবিধা কেড়ে নেয়ার ষড়যন্ত্র।

২| ০৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভারত ছাড়েন;
কি এক শমসের গাজী
আইছে খবর রাখেন?
কিছু মা মানুষের চরিত্র
কচুর মতো পবিত্র

০৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

সোনাগাজী বলেছেন:



বাংগালী ব্লগারদের আপনি চেনেন, এদের অনেকের ব্লগিং'র মান এদের মতই নীচু।

৩| ০৬ ই জুন, ২০২২ রাত ৮:২৭

রাজীব নুর বলেছেন: মোদী ক্ষমতা থেকে সরে গেলে সমস্যা কমতে থাকবে।

০৬ ই জুন, ২০২২ রাত ৮:৩৮

সোনাগাজী বলেছেন:



গত ১৫ বছরে সমস্যা যেখানে গেছে, উহা কমতে সময় লাগবে ৭৫ বছর।

৪| ০৬ ই জুন, ২০২২ রাত ৯:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: নূর ভাই @
নূর ভাই @


ছবি ফেবু থেকে নেয়া।

৫| ০৬ ই জুন, ২০২২ রাত ৯:৫১

শাহ আজিজ বলেছেন: ভারত যে এই জায়গায় ধরা খাবে নুপুর তা বুঝতে পারেনি । যাহোক আরবরা তাদের সেলফ খালি করছে ভারতীয় মাল নামিয়ে । কাদের মাল উঠবে ওখানে ?

০৭ ই জুন, ২০২২ রাত ১:১৯

সোনাগাজী বলেছেন:




সেখানে সমস্যা আছে; আরবরা চাইলে ও কঠিন হলে, ইউরোপীয় মাল পেতে পারে ও কোয়ালিটি কোরিয়ান ও ব্রাজিলিয়ান মালামাল পাবে।

৬| ০৬ ই জুন, ২০২২ রাত ১০:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভারতের এখন নুতন এজেন্ডা, যেখানে যেখানে বড় বড় ও পুরাতন মসজিদ আছে
তার সব কিছুর নীচে বা ক্যান্পাসে শিব মন্দির , শিব লিঙ্গ ইত্যাদি আছে ।

..........................................................................................................
এসবের অর্থ হলো , ভারত থেকে মুসলিম খেদাঁও ।
এসব সন্ত্রাসী কর্মকান্ড চলবে..... ভারত, পাকিস্তান, বাংলাদেশ , শ্রীলন্কা, মিয়ানমার ।
না হলে রাজার দেশে ( ছদ্মনাম : গনতন্ত্র ) রাজার সম্মান থাকে কি করে ???

০৭ ই জুন, ২০২২ রাত ১:২২

সোনাগাজী বলেছেন:


হিন্দু,মারা ঠাও শিখরা তুর্কি, আফগান, ও মোগলদর কাছে পরাজয়ের গ্লানিতে ভুগছে।

৭| ০৬ ই জুন, ২০২২ রাত ১০:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্যাপার না। সুনির্দিষ্টভাবে ইসলাম ধর্মকে সন্ত্রাসী ধর্ম, এর অনুসারীদের সন্ত্রাসী এবং বিশেষ করে নবী মোহাম্মদ (সাঃ) কে গালাগালি করাই হচ্ছে প্রকৃত বাক স্বাধীনতা। আশা করি বাক স্বাধীনতা রক্ষায় সচেতন সবাই একসাথে কাজ করবে।

০৭ ই জুন, ২০২২ রাত ১:২৬

সোনাগাজী বলেছেন:



ভারতে বাক-স্বাধীনতা আমেরিকা থেকেও বেশী, বিজেপি'র মুসলিম বিরোধীতা রাজনৈতিক কর্মকান্ডে পরিণত হচ্ছে। কাশ্মীর ব্যতিত অন্য এলাকার মুসলমানদের ওরা সন্ত্রাসী ডাকে না।

৮| ০৬ ই জুন, ২০২২ রাত ১০:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:


ভারতীয় মুসলমানরা এখন গর্ব করে নাকি? চাকুরী,ব্যবসা,লেখাপড়া ও অর্থনৈতিক অবস্থা কি এখন সুবিধাজনক অবস্থায়?

০৭ ই জুন, ২০২২ রাত ১:২৮

সোনাগাজী বলেছেন:



ভারতীয় মুসলমানেরা গড়ে বস্তি লেভেলে আছে। সামান্য নাম আছে সাংস্কৃতিক অংগণে।

৯| ০৬ ই জুন, ২০২২ রাত ১০:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:
আরবরা হ্যন্দি ভাষা বোঝে?
ভারতের কোন চিপায় কে কি বলছে তা
বাংলাদেশ পাকিস্তানের আগে কাতার কিভাবে জেনে যায়? মালামাল নামিয়ে ফেলে?

০৭ ই জুন, ২০২২ রাত ১:২৮

সোনাগাজী বলেছেন:




কাতারে এখন প্রচুর তালেবান অবস্হান করছে।

১০| ০৬ ই জুন, ২০২২ রাত ১০:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: মোল্লা বলতে আমি যা বুঝিয়েছিঃ
১) যারা নামে মুসলিম কিনতু অন্য ধর্মের মানুষের উপর জুলুম করতে বলে।
২) যারা বলে নিউটন কোরান পড়ে বিজ্ঞানি হয়েছে।
৩) মোল্লা সে যাকে আল্লাহ সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করবেন।

০৭ ই জুন, ২০২২ রাত ১:৩০

সোনাগাজী বলেছেন:


অটোম্যান আমলে মোল্লারাই সমাজর পরিচালক ছিলো।

১১| ০৬ ই জুন, ২০২২ রাত ১১:২৩

নূর আলম হিরণ বলেছেন: নবীর আমলে নবীকে যে পরিমান গালাগাল ও বিদ্রুপ করেছে তাতে যদি উনি সবগুলোতে প্রতিক্রিয়া দেখাতেন তাহলে জাজিরাতুল আরব খালি হয়ে যেতো।

০৭ ই জুন, ২০২২ রাত ১:৩২

সোনাগাজী বলেছেন:




নবী (স: ) আমলে কি ঘটেছে, উহা কে কোথায় লিখেছে? পুরো আরবে কতজন লিখতে জানতো? কিসের উপর লিখতো? কোরান ছাপা হয়েছে জার্মানীতে অষ্টাদশ শতাব্দীতে।

১২| ০৬ ই জুন, ২০২২ রাত ১১:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাক স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই বলার
অধিকার না! সংযত, শালীন ‌ও যুক্তির মাধ্যমে
তার বক্তব্য তুলে ধরাকেই বাক স্বাধীনতা বলে।
কাউকে হেয় প্রতিপন্য করে গায়ের জোরে তার
মতামতকে চাপিয়ে দেবার নাম বাক স্বাধীনতা নয়।

০৭ ই জুন, ২০২২ রাত ১:৩৪

সোনাগাজী বলেছেন:




আপনার ডেফিনেশন ঠিক আছে, কিন্তু বাংগালীদের শকরা ৯০ জন কোন বিষয়ে সঠিকভাবে আলোচনা চালিয়ে যেতে সক্ষম হয় না।

১৩| ০৭ ই জুন, ২০২২ রাত ২:৩০

শ্রাবণধারা বলেছেন: বাংলাদেশের জামাত এবং ভারতের বিজেপির মধ্যে খুব বেশি পার্থক্য আছে কি। হয়ত কিছু পার্থক্য আছে যেমন বিজেপি যুদ্ধ অপরাধীদের হল নয়, কিন্তু বিজেপিও মৌলবাদী একটি দল যারা বুদ্ধিবৃত্তি এবং মানবতার ধার ধারেনা, তাদের কাছে মানুষের চেয়ে সনাতন ধর্ম বড়।

একজন মৌলবাদী মহিলার বক্তব্য শুনে এবং তার প্রতিক্রিয়ায় আরব দেশগুলোর পন্য বর্জন দেখে আপনি ঠিক কি কারনে সিদ্ধান্ত নিলেন যে ভারতে মুসলমানদের অবস্থা ক্রমশঃ খারাপের দিকে যাবে তা আমার বোধগম্য নয়।

বিজেপির এই কাজে একজন সুস্থ মানুষের প্রতিক্রিয়া হবে প্রতিবাদ, অথবা উপেক্ষা বা নিরবতা - কিন্তু যারা সেই প্রতিবাদ করলো, যেমন কাতার, তাদের মধ্যে আপনি তালেবানী দেখলেন, এটা আশ্চর্য!

উপরে কাল্পনিক_ভালোবাসা এবং হাসান কালবৈশাখী'র মন্তব্য লক্ষ করুন। ব্লগে সুস্থ এবং অসুস্থ মানুষের উদাহরন উপরের দুটি মন্তব্য থেকে একেবারে পরিষ্কার।

০৭ ই জুন, ২০২২ রাত ২:৪৭

সোনাগাজী বলেছেন:



আপনার বক্তব্য আপনি রাখেন, কাল্পনিক_ভালোবাসা ও হাসান কাল বৈশাখীর সাথে আমি দীর্ঘ সময় ধরে ব্লগিং করছি

০৭ ই জুন, ২০২২ রাত ২:৪৮

সোনাগাজী বলেছেন:


ভারতের বিজেপি'র ধর্মান্ধদের শিকারে পরিণত হবে ভারতের মুসলমানরা, বিজেপিকে আরব, ইরান, আফগানিস্তান বা পাকিস্তানন ক্ষেপালে ভারতের অভ্যন্তরে পরিস্হিতি খারাপের দিকে যাবে।

১৪| ০৭ ই জুন, ২০২২ সকাল ৭:০০

তানভির জুমার বলেছেন: ভারতের কোর্ট অপেক্ষাকৃতভাবে নিরপেক্ষ। ইহা কি শুনাইলেন হাসি আর থামতেছেনা।
১) রাষ্ট্রীয় সর্বশক্তি শক্তি ব্যবহার করে একটি মসজিদ কে মন্দির বানাল (বাবরি মসজিদ)
২) কোর্ট ব্যবহার করে মুসলিম মেয়েদের মাথার হিজাব নিষিদ্ধ করিল।
৩) গরুর গোসত রাখার সন্দেহ করে প্রতি বছর ১০০ খানেক মুসলিম কে বিনা বিচারে পিটিয়ে হত্যা করে।
৪) বেশী মুসল্লি হলে মসজিদের বাইরে নামাজ পড়লে পিটানি শুরু করে।
৫) এখন আরেকটি পপুলার মসজিদ জ্ঞানবাপী মসজিদ ভেঙ্গে মন্দির বানাচ্ছে কোর্ট কে ব্যবহার করে।
অন্যগুলো বাদ দিলাম এইগুলো দেখার পরও যদি ভারতের কোর্ট অপেক্ষাকৃতভাবে নিরপেক্ষ মনে হয় আপনার তাহলে আর কিছু বলার নাই।

০৭ ই জুন, ২০২২ সকাল ৭:০৭

সোনাগাজী বলেছেন:



ভারতীয় কোর্টে অনেক জ্ঞানী বিচারক আছে; সমস্যা হলো, ওরা আপনার মনরক্ষা করতে বিচার করে না, ওরা ভারতীয় আইন ও সংবিধান অনুসারে বিচার করে।

১৫| ০৭ ই জুন, ২০২২ সকাল ৭:০৬

তানভির জুমার বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
আরবরা হ্যন্দি ভাষা বোঝে?
ভারতের কোন চিপায় কে কি বলছে তা
বাংলাদেশ পাকিস্তানের আগে কাতার কিভাবে জেনে যায়? মালামাল নামিয়ে ফেলে।

আরবে আরবীর পর দ্বিতীয় পপুলার ভাষা হচ্ছে হিন্দি আর উর্দু। হিন্দি আর উর্দু ভাষার স্পিকিং প্রায় কাছাকাছি। ইহা আপনার জানা উচিত। ইন্ডিয়ার সবচেয়ে বড় কাষ্টমার হচ্ছে আরবরা।

০৭ ই জুন, ২০২২ সকাল ৭:৪৯

সোনাগাজী বলেছেন:


ভারতে কাতারের ডিপ্লোমেটরা আছে, ওরা নিজের সরকারকে প্রয়োজনীয় বিষয়ে অবহিত করে। হাসনা কাল বৈশাখী যা বলেছেন, সেটা হলো কানা বক শিকার করা।

১৬| ০৭ ই জুন, ২০২২ সকাল ৯:১৯

বিটপি বলেছেন: আপনার কাছে কোন বিচার দেখে মনে হল যে ভারতের বিচার ব্যবস্থা নিরপেক্ষ? কর্ণাটক হাইকোর্টের কাছে বিচার চাইলে তারা ফতোয়া ধরিয়ে দেয়। বাবরী মসজিদ হামলার যে বিচার তারা করল, তা অবিচারের একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। লাভ জিহাদ নামের ভুয়া ইস্যুকে তারা আইন করে শাস্তিযোগ্য অপরাধ বানায়। নৈতিকতা ও ভারতীয় সংস্কৃতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা সমকামী বিয়ে বৈধ বলে রায় দেয়।

আমি নিশ্চিত বিচার হলে নুপুরের শাস্তি অবশ্যই হবে, কারণ সে প্রচলিত আইনে কোন অপরাধ করেনি, কিন্তু ঠেলার নাম বাবাজী থিউরিতে তাকে শাস্তি দেয়া ছাড়া উপায় থাকবেনা। ইন্ডীয়ার আইন ও আদালত ঠেলায় চলে, যুক্তিতে না।

০৭ ই জুন, ২০২২ দুপুর ১২:৩০

সোনাগাজী বলেছেন:


আপনাকে উদাহরণ দিয়ে বুঝানো আমার পক্ষে সমস্যা হবে, আপনি প্রথমে বলুন, আপনি "ধর্ম নিরপেক্ষ" ভারত দেখতে চান, নাকি ধর্মীয় ভারত দেখতে চান? এরপর আমি সহজে ব্যাখ্যা করতে পারবো।

১৭| ০৭ ই জুন, ২০২২ সকাল ৯:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বাংলাদেশের কাঠমোল্লা এবং ভারতের বিজেপির উগ্রবাদীদের বহির্বিশ্ব সম্পর্কে কোনো ধারণাই নেই। ভারত আরবদেশে বাজার হারাতে পারে।

০৭ ই জুন, ২০২২ দুপুর ১২:৩১

সোনাগাজী বলেছেন:


বিজেপির লোকেরা সারাবিশ্বে চাকুরী করে, আপনি ময়মনসিংহ চেনেন মাত্র।

১৮| ০৭ ই জুন, ২০২২ সকাল ৯:৫৩

নূর আলম হিরণ বলেছেন: লেখক বলেছেন: নবী (স: ) আমলে কি ঘটেছে, উহা কে কোথায় লিখেছে? পুরো আরবে কতজন লিখতে জানতো? কিসের উপর লিখতো? কোরান ছাপা হয়েছে জার্মানীতে অষ্টাদশ শতাব্দীতে।
নবীকে কে মন্দ কথা বলেছেন, কটু কথা বলেছেন সেটা কোরআনে কিছুটা লিখিত আছে। ইতিহাস ও হাদীসগ্রন্থেও আছে। কোরআন কিছুটা লিখা ছিল পাতায়, পাথরে, কাঠে আর মুখস্থ করে রাখা হতো। তখন আরবে শিক্ষিত মানুষ অবশ্যই ছিল। নবীর আমলের আরো আগেও অনেক সমৃদ্ধিশীল কাব্য গ্রন্থ ও আরো অনেক দরকারি গ্রন্থ লিখা হয়েছিল।

০৭ ই জুন, ২০২২ দুপুর ১২:৩৩

সোনাগাজী বলেছেন:



আরবদের আরবী লেখা শিখায়েছে মিশরীয়, বাংগালী ও পাকিস্তানীি শিক্ষকেরা।

১৯| ০৭ ই জুন, ২০২২ সকাল ১০:১৪

তানভির জুমার বলেছেন: ভারতীয় কোর্টে অনেক জ্ঞানী বিচারক আছে; সমস্যা হলো, ওরা আপনার মনরক্ষা করতে বিচার করে না, ওরা ভারতীয় আইন ও সংবিধান অনুসারে বিচার করে।

আমাদের দেশের জ্ঞানী বিচারক যদি মন্দির ভেঙ্গে মসজিদ বানানোর রায় দেয়, যদি শাখা সিদুর পড়া নিষিদ্ধ করে, তাহলে কি আপনার মন রক্ষা হব?

০৭ ই জুন, ২০২২ দুপুর ১২:৩৬

সোনাগাজী বলেছেন:



ধর্মীয় বিষয়ে, আমাদের দেশের বিচারের সাথে ওদর বিচার মিলবেনা; কারণ, ওরা সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ; আমাদের দেশও তাই; কিন্তু আমাদের বিচারকদের মাঝে আপনার মতো লোকজন আছেন।

২০| ০৭ ই জুন, ২০২২ সকাল ১০:২১

নতুন বলেছেন: ভারতের কি হইলো বুঝতে পারতেছিনা। এরা এতো ধামিক না। কিন্তু বিজেপি তাদের মাঝে হঠাত এমন কইরা হিন্দুত্ববাদের ব্যবসা করে লাভ করলো কিভাবে?

বিশ্বের ব্যবসা, চাকুরীর বাজারে ভারতীয়া বেশ এগিয়ে কিন্তু ভারত এখন কেন পেছনে হাটছে বুঝতে পারছিনা।

০৭ ই জুন, ২০২২ দুপুর ১২:২৭

সোনাগাজী বলেছেন:



ওরা আদিকালের হিন্দুইজম ফেরত আনছে, এতে র‌্যাপিটেলিষ্ট ও শিক্ষিতরা বাকীদের দাসের মতো করে ব্যবহার করছে।

২১| ০৭ ই জুন, ২০২২ দুপুর ১২:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারতে দিন দিন মুসলিমদের অবস্থা খারাপ হচ্ছে; ইদানীং তারা ভারতের সব মসজিদের ভিতর শিবের (হোল/সোনা/ ধোন) লিঙ্গ খুঁজে পাচ্ছে। শিবের এতো লিঙ্গ হলো কি করে?

০৭ ই জুন, ২০২২ দুপুর ১২:৪২

সোনাগাজী বলেছেন:


মন্দিরে যদি কুরান পাওয়া যায়, ভারতের মসজিদে শিবের লোকেরা উহা স্হাপন করতে পারে! শুধু বাংলাদশে নয়, পাকিস্তানে ও ভারতেও নীচু মানের লোকজন আছে

২২| ০৭ ই জুন, ২০২২ দুপুর ২:৪৭

রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: ভারতে এ অবস্থা চললে পাকিস্থানীরা লাভবান হবে। মুসলিম বিশ্ব পাকিস্থানিদের পক্ষে চলে আসবে। আরবের বাজার যদি ইন্ডিয়ার হাত ফসকে যাই তবে ভারতও অর্থনৈতিক ভা্বে ক্ষতিগ্রস্থ হবে। পাকিস্থানিদের দাপট বেড়ে যাবে। এ অঞ্চলে যুদ্ধ যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা বেড়ে যাবে বলে।

০৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৫

সোনাগাজী বলেছেন:



পাকিস্তান কি আর কখনো ভারতের সাথে যুদ্ধ করতে যাবে বলে আপনার মনে হয়? ভারত যা উৎপন্ন করে, পাকিস্তান কি সেগুলো উৎপন্ন করতে পারবে?

২৩| ০৭ ই জুন, ২০২২ দুপুর ২:৫৪

রাােসল বলেছেন: সিঙ্গাপুরে প্রচুর হিন্দু মন্দির, পেগোডা, গির্জা এবং মসজিদ রয়েছে। আমরা এখানে ধর্ম নিয়ে বিরোধ শুনিনি। এটি একটি ধনী দেশও। সোনাগাজী সাহেব, আপনার প্রতিক্রিয়া আশা করছি, কেন তারা গরীব নয়।

০৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৯

সোনাগাজী বলেছেন:



সিংগাপুরের মানুষ দক্ষত, কাজ করে খায়, অর্থনৈতিক দৈন্যতা নেই। কানাডায় ও আমেরিকায়, সব উপাসনালয় সরকারীভাবে উপকৃত হয়; অর্থনীতি ও শিক্ষা। বিজেপি ভারতকে পেছনে নিয়ে যাচ্ছ।

২৪| ০৮ ই জুন, ২০২২ দুপুর ২:৪৮

খাঁজা বাবা বলেছেন: মোহাম্মদ গোফরান বলেছেন: মোল্লারা ভয়ংকর।এরা নিজ স্ত্রীকে পর্দা করায়। রাত কাটায় পতিতালয়ে অথবা (লুত সম্প্রদায়ের মত পাপাচারে লিপ্ত হয়)।

মোল্লা মানে কি?

০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:২১

সোনাগাজী বলেছেন:




মোল্লা হলো, ধর্ম যাদের প্রফেশান।

২৫| ০৮ ই জুন, ২০২২ দুপুর ২:৫২

খাঁজা বাবা বলেছেন: কাশ্মীর ব্যতিত অন্য এলাকার মুসলমানদের ওরা সন্ত্রাসী ডাকে না।

৯০% ভারতীয় সিনেমায় ভিলেন চরিত্র মুসলিম হয়।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:২২

সোনাগাজী বলেছেন:



মুসলমানেরা ভয়ংকর খারাপ পজিশনে আছে ভারতে, এখন ওদের কোন অধিকারই নেই।

২৬| ০৮ ই জুন, ২০২২ দুপুর ২:৫৫

খাঁজা বাবা বলেছেন: কাতারের দোকান থেকে ১০০ টাকার ভারতীয় পন্য নেমে গেলে অন্তত ১০ টাকার বাংলাদেশি পন্য বেশি উঠবে।
খারাপ না।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:২৩

সোনাগাজী বলেছেন:




ভারত যসব প্রোডাক্ট আরব দেশে বিক্রয় করে, বাংলাদেশে সেগুলোর উৎপাদন হয় না।

২৭| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:৫১

খাঁজা বাবা বলেছেন: ভারত যসব প্রোডাক্ট আরব দেশে বিক্রয় করে, বাংলাদেশে সেগুলোর উৎপাদন হয় না।

সুপার মার্কেটে যত ভারতীয় পন্য দেখবেন, চাল ও কিছু মসলা, গরুর মাংস ছাড়া সব বাংলাদেশ থেকে যায়।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:৫৬

সোনাগাজী বলেছেন:




ভারত টেকনোলোজী এক্সপোর্ট করে।

২৮| ০৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১২

খাঁজা বাবা বলেছেন: আরবরা ভারতীয় সফটওয়ার তো কেনে না, ভারতীয় টেকনোলজির বাজার আমেরিয়া।
হার্ডওয়ার চাইনিজ ও ইউরোপ আমেরিকান চলে।
সস্তা জিনিস আরবদের পছন্দ না। ভারতীয়রাও ফোন কিনলে ভারতীয় মেড কেনে না মনে হয়।

০৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:২০

সোনাগাজী বলেছেন:


তাই?

আমার মনে হয়, ডাটা সেন্টার, মেডিক্যাল ইত্যাদিতে ভারতীয় টেকনোলোজী ও এপ্লিকেশন আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.