নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সামুতে কলেজ হোষ্টেলের ডার্টি জোক কেন?

০৭ ই জুন, ২০২২ দুপুর ১২:৫৩



সামুতে কলেজ হোষ্টেল কিংবা টং-দোকানের ডার্টি জোক শোভা পায় না, এখানে আসতে হবে একাডমিক ও স্কলারলী জোক। গতকালের ১টি পোষ্টে দেখলাম, ৪ জন বেশ পরিচিত ব্লগার কলেজ হোষ্টেলের ডার্টি জোক লেখার জন্য প্রতিযোগীতায় নেমেছিলেন।

মানুষ হিউমার পছন্দ করেন, ইহাকে সাহিত্য থেকে শুরু করে সায়েন্টিক পেপারের মাঝেও পুঁতে দেয়া যায়; জোক হিউমারর একটি সোর্স; তবে, একমাত্র সোর্স নয়। কিছু মানুষ খুব সাধারণ বক্তব্যের মাঝেও হিউমার যোগ করে দিতে পারেন, ইহা বড় ধরণের একটা দক্ষতা।

জোকের স্হান, কাল, পাত্র আছে; এই ব্যাপারে পরিবেশনকারীকে খুবই নিপুণ হতে হবে। ব্লগ'এর ষ্ট্যান্ডার্ডকে গণনায় নিয়ে পরিবেশনের জন্য দরকার একাডেমিক ও স্কলারলী জোক। এখানে ব্যাচেলর পার্টি, কিংবা কলেজ হোষ্টেলের ডার্টি জোকের যায়গা নেই।

সামুতে কোন ব্লগার স্বরচিত জোক পরিবেশন করেছেন বলে আমার জানা নেই। হয়তো, শাহ আজিজ, নুরু সাহেব কিংবা ফেনীর ব্লগার লিটন সাহেব করে থাকতে পারেন, আমার চোখে পড়েনি।

আমি দীর্ঘদিন ব্লগিং করছি, আমার আগের কোন নিকে, একবারের জন্যও আমি জোক পরিবেশন করিনি। এই নিকে, আমি স্বরচিত জোক ২ পোষ্টে পরিবেশন করেছি; ইহা আমার জন্য একটা এক্সপেরিমেন্ট ছিলো; খারাপ হয়নি, ২বারই অনেকেই পড়েছেন।

যারা উদ্দেশ্যহীনভাবে ব্লগিং করন, পোষ্টের বিষয়ের উপর নিজর সঠিক কোন ধারণা নেই, যা সামনে পড়ে তা নিয়ে এস্কিমোদের গানের মতো কিছু একটা লিখে পোষ্ট করেন, তাদের জোক নিয়ে ব্লগে বেশ সমস্যা হয়; এরা কোন জোক কোন স্হানে পরিবেশন করতে হবে তা বুঝতে পারেন না; এবং এরা নিজেরা কখনো জোক লিখতেও পারন না, কলেজ হোষ্টেলের ডার্টি জোকই এদের একামত্র ভয়সা।


মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২২ দুপুর ১:০১

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর বলেছেন দাদা

০৭ ই জুন, ২০২২ দুপুর ১:০৪

সোনাগাজী বলেছেন:



ভালো; আপনার মন্তব্যটা কি কপিপেষ্ট করা? 'কবিদা' শব্দটা বাদ পড়েছে!

০৭ ই জুন, ২০২২ দুপুর ১:১৬

সোনাগাজী বলেছেন:



আপনি কিন্তু ডার্টি জোকেও হাত তালি দিয়েছেন! বাদুরের ভুমিকা পছন্দ করেন?

২| ০৭ ই জুন, ২০২২ দুপুর ১:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি খুব বেশী সরলিকরণ করে ফেলেন।
সবাইকে এক কাতারে ফেলে দিয়ে নিজে শ্রেষ্ঠ হওয়ার দাবি করেন সূক্ষভাবে।
এই বিষয়ে কিছু বলতে গেলে আপনার সাপোটারদের হুমকির মুখে পরতে হয়।

বিশেষ দ্রষ্টব্য : মন্তব্যে চ্যালার পরিবর্তে সাপোটার ব্যবহার করেছি। সোনা সাহেবকে কোনো বিশেষণে ভূষিত করি নাই। হাগা, গু ইত্যাদি অভদ্র শব্দ ব্যবহার করি নাই। আশা করতে পারি কি এবার কেউ হুমকি দিবে না? আমি আবার অল্পতেই ভয় পাই। B:-)

০৭ ই জুন, ২০২২ দুপুর ১:৪০

সোনাগাজী বলেছেন:




আপনি স্বরচিত জোক সামুতে প্রকাশ করেছেন? আমি করেছি; উহা না বললে আপনি জানবেন কি করে? আশ্রম খুললেন সবেমাত্র ষেদিন।

৩| ০৭ ই জুন, ২০২২ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: যাদের লেখার বিষয়ের অভাব তাঁরা আজাইরা জোকস মোকস পোষ্ট করে। অনেকটা শাক দিয়ে মাছ ডাকার মতো।
তবে লেখার খাতিরে জোকস আসতে পারে। সেটা প্রয়োজনে। জোকস তৈরি করতে মেধা লাগে। সবার মেধা থাকে না।

০৭ ই জুন, ২০২২ দুপুর ১:৩৯

সোনাগাজী বলেছেন:



যারা জোক লিখতে জানে না, তারা কলেজ হোষ্টেলেরগুলো এখানে নিয়ে এসেছে।

৪| ০৭ ই জুন, ২০২২ দুপুর ১:৪০

শূন্য সারমর্ম বলেছেন:


ব্যাক্তিভেদে হিউমারের তারতম্যতার ফ্যাক্ট কি কি? আপনার মুদ্রাদোষ কি কি?

০৭ ই জুন, ২০২২ দুপুর ১:৪৬

সোনাগাজী বলেছেন:




আমার মুদ্রা দোষ হলো, অণ্যের ভুল ধরা।

যেই ব্যক্তি যেখানে সময় কাটায়, সে সেখানকার হিউমার (জোক ইতয়াদি ) শেখে ও বলতে থাকে।
[native code]
}

৫| ০৭ ই জুন, ২০২২ দুপুর ১:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি দোষের কিছু মনে করিনা তবে তা অবশ্যই একটা সীমারেখার মধ্যে থাকতে হবে।

০৭ ই জুন, ২০২২ দুপুর ১:৫৩

সোনাগাজী বলেছেন:




আপনার জন্য ব্লগ নিশ্চয় ব্যাচেলর পার্টির যায়গা?

৬| ০৭ ই জুন, ২০২২ দুপুর ১:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যার যার অন্তর প্রকাশিত হবেই
যে কোন ছলে এটাই নিয়ম!
ছাগলকে বাঘের চামড়া পরিয়ে
বাঘ সাজালেও সে যেমন বাঘ
হয়না তেমনি, কাককে ময়ুর
পুচ্ছ পড়ালেও সে ময়ুর হয়না।
অবচেতন মনে ছাগল ভ্যা করবে
আর কাউয়া করবে কা কা!
কোকিলের বাসায় জন্ম নেয়া
কাক ছানা কি কুহু কুহু ডাকে
কখনো? কাউয়ার বাচ্চা যখন
কা কা করে ডাকে ওঠে তখন
কোকিল তাকে ঘাড় ধরে বের করে
দেয়! এটাই নিয়ম!

০৭ ই জুন, ২০২২ দুপুর ২:০৪

সোনাগাজী বলেছেন:



গতকাল দেখলাম, একজন জিং জিং ধরণর জোক দিয়েছেন, আরো ৩ জন নিজেদের জিং জিং জোক প্রকাশের জন্য অস্হির হয়েছিলেন! জ্ঞান অনেক সময় বের হতেই থাকে, উহাকে থামানো কঠিন ব্যাপার।

৭| ০৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: কাপড় খুলে নেংটা হয়ে বস্তির লোকের মতো গালি দিচ্ছে কিছু করছেনা আপনি আছেন জোকস নিয়ে!!!!
এরা লিখতে পারেনা কিছুই। আর কি করবে!!
এদের ক্ষমা করে দেন।
১৫/২০ জন ব্লগারের সাথে কথা বললাম। উনারা লজ্জায় কোথাও কমেন্ট করতে পারছেনা। পোস্ট তো দূরের কথা। যাদের গরু তারা যেমনে ইচ্ছা জবাই করুক। আপনি উনাদের ইগনোর করুন স্যার।

০৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫১

সোনাগাজী বলেছেন:



আমাকে টার্গেট করেছে লিলিপুট রাজ্য, আমার উপায় নেই, চুপ করে আছি

৮| ০৮ ই জুন, ২০২২ ভোর ৪:৪০

বিষন্ন পথিক বলেছেন: কেউ জোক পোষ্ট করলে আপনার সমস্যা বুঝলাম না, ব্লগ কি সায়েন্টিফিক জার্নাল ?

০৮ ই জুন, ২০২২ ভোর ৬:৩২

সোনাগাজী বলেছেন:



ব্লগে কোন ধরণের জোক আসা উচিত, ব্যাচেলর পার্টির জোক, কলেজ হোষ্টেলের ডার্টি জোক, স্কলারলি জোক?

৯| ০৮ ই জুন, ২০২২ সকাল ১০:০৮

বিটপি বলেছেন: খুব ভালো বলেছেন। তবে কথা কি দাদা আমার কোম্পানীর ফরাসী বস একবার কথা প্রসঙ্গে বলেছিলেন, বাঙালিদের মধ্যে কোন ক্লাস নেই। এখানকার প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাস্তা ঝাড়ু দেয়া মেথর - সবার কোয়ালিটি এক। তাই রাস্তার গালাগালি এখন মন্ত্রী পাড়ায়ও শোনা যায়। শিক্ষা বা সামাজিক অবস্থান মানুষের ব্যক্তিত্বের কোন উন্নতি আনেনি।

উনার কথা তখন সত্য বলে মনে হয়নি, কিন্তু এখন চারপাশে লক্ষ্য করে অনেক ইন্সট্যান্স দেখতে পাচ্ছি। তাই ডার্টি জোকস এ দেশে কলেজ থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত চলতে পারে - আমি কোন সমস্যা দেখিনা।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:১৫

সোনাগাজী বলেছেন:




আপনি সচিব হলে উহা আস্তাবলে পরিণত হতো।

১০| ০৮ ই জুন, ২০২২ সকাল ১১:২০

তানভির জুমার বলেছেন: জোক ভালো লাগেনা তবে গাজাখুরী নাস্তিকতার পোস্ট ভালো লাগে।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:১৬

সোনাগাজী বলেছেন:



আপনার ভালো লাগবে আরবী জোক।

১১| ০৮ ই জুন, ২০২২ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: সামুর ইতিহাসে এখন ব্লগাররা কিছুটা ঝিমিয়ে গেছে। আর খোচাখুচি বেশী করছে।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:১৮

সোনাগাজী বলেছেন:



বেশীরভাগ ব্লগারদের লেখা দেখেন, মোটামুটি গার্বেজ; অন্য দেশের ৫ম শ্রেণীর বাচ্চারাও এর থেকে ভালো লেখে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.