নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বেকুব ইসরায়েলী আরবরা হুক্কা খাচ্ছে আর নিজ পায়ে কুড়াল মারছে!

০১ লা নভেম্বর, ২০২২ বিকাল ৪:৫৫



*** শতকরা ৬০ জন আরব ভোটার ভোট দিলে, নেতানিয়াহু কোনভাবেই সরকার গঠন করতে পারতো না ****

আজকে ইসরায়েলের জেনারেল ইলেকশান, এখন ভোট চলছে; ইহাতে প্রাক্তন প্রাইম মিনিষ্টার নেতানিয়াহু ফিরে আসার পুরো সম্ভাবনা। নেতানিয়াহুকে ঠেকানোর মতো ক্ষমতা ইসরায়েলী আরবদের ( ইসরায়েলের আরব নাগরিক ) ছিলো; ভোটারদের মাঝে ২১% হচ্ছে আরব; এরা যদি সন্মিলিতভাবে 'লেবার পার্টি' কিংবা অন্য কোন ডেমোক্রেটিক দলকে ভোট দিতো, নেতানিয়াহুর লিকুদ দল টার্গেট অনুসারে সীট পেতো না; তখন কমপক্ষে, বাম কিংবা ডেমোক্রেটদের সাথে কোয়ালিশন করতে বাধ্য হতো।

এখন ইসরায়েলী সময় দুপুর ১:০০টা, বিবিসি'র রিপোর্ট অনুসারে আরব ভোটারদের টার্ণ-আউট শতকরা ৫০ ভাগেরও কম। আলট্রা আরব-বিরোধী দলগুলো ও লিকুদ সব সময় কৌশলে প্রচারণা চালায় যাতে, আরবেরা ভোটে কম যায়। গত ভোটে আরব টার্ণ-আউট ভালো ছিলো; তখন নেতানিয়াহুর বিরুদ্ধে কোর্টের দুর্নীতির মামলা চলছিলো, শতশত ইহুদীরা নেতানিয়াহুর বাড়ীর সামনেই দিনরাত মিছিল করছিলো; এবার অবস্হা বদলে গেছে, নেতানিয়াহু আবার আগের মতো শক্তিশালী; কিন্তু আরবেরা একযোগে একই দলকে ভোট দিলে, কোয়ালিশন বদলে যেতো; এমন কি নেতানিয়াহু সরকার গঠন করলেও আগের মতো ক্ষমতা পেতো না। আরবেরা বাড়ীতে বসে হুক্কা টানছে আর নিজ পায়ে কুড়াল মারছে।

নেতানিয়াহু বিবিধ টার্মে মিলে ১৩ বছরের বেশী ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলো, এবং পুরো সময়টাতে চেষ্টা করে গেছে যাতে প্যালেষ্টাইন তার স্বাধীনতা না'পায়, বর্তমানে যারা "ওয়ান ষ্টেট সোল্যুশানের প্রবক্তা", নেতানিয়াহু হচ্ছে তাদের নেতা।

বর্তমান অস্হায়ী প্রধানমন্ত্রী লেপিদ এই সপ্তাহে ওয়াশিংটনে এসেছিলো; সে এখনো "২ রাষ্ট্রীয় সমাধানের" কথা বলছে; আরবেরা কমপক্ষে লেপিদের দলকে ভোট দিলে ভোটগুলো কাজে লাগতো; আরবেরা মানুষ হলো না।




মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০২২ বিকাল ৫:০৪

বিজন রয় বলেছেন: আসলে ওরা এমন বেকুব কেন?

০১ লা নভেম্বর, ২০২২ বিকাল ৫:০৮

সোনাগাজী বলেছেন:




আরবরা কাউয়ার মতো চালাক; ইসরায়েলী আরবরা ঠিক ইহুদীদের মতো সুযোগ সুবিধা পায়; কিন্তু নিতে জানে না, পড়ালেখা নেই।

২| ০১ লা নভেম্বর, ২০২২ বিকাল ৫:১০

বিজন রয় বলেছেন: যারা অনেক বেশি ধর্মকর্ম করে তারা কি লেখাপড়াকে একটু অবহেলা করে।
আরবদের বা হবু বাংলাদেশীদের দেখে তো তাই মনে হয়।

০১ লা নভেম্বর, ২০২২ বিকাল ৫:১৬

সোনাগাজী বলেছেন:


বেশীরভাগ ধর্ম মানুষকে আধুনিক সভ্যতা থেকে টেনে নিয়ে সামন্তবাদে নিয়ে যায়, পৃথিবী থেকে দুরে; কিন্তু ইহুদী ধর্ম মানুষকে আধুনিকতার অগ্রভাগে রাখে।

৩| ০১ লা নভেম্বর, ২০২২ বিকাল ৫:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: পোস্টটি ভালো লাগলো।

০১ লা নভেম্বর, ২০২২ বিকাল ৫:৩৭

সোনাগাজী বলেছেন:



ইসরায়েলী আরবরা যেই সুযোগ পাচ্ছে, সেটার আলোকে বলা যায়, প্যালেষ্টাইন ইসরায়েলের অংশ হয়ে গেলে, ওরা সৌদীর নাগরিকদের চেয়ে ভালো থাকতো; কিন্তু ইহুদীরা প্যালেষ্টানীদের নেবে না।

৪| ০১ লা নভেম্বর, ২০২২ বিকাল ৫:৪৭

মোহাম্মদ গোফরান বলেছেন: লেখক বলেছেন:



ইসরায়েলী আরবরা যেই সুযোগ পাচ্ছে, সেটার আলোকে বলা যায়, প্যালেষ্টাইন ইসরায়েলের অংশ হয়ে গেলে, ওরা সৌদীর নাগরিকদের চেয়ে ভালো থাকতো; কিন্তু ইহুদীরা প্যালেষ্টানীদের নেবে না।


সঠিক।

০১ লা নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫০

সোনাগাজী বলেছেন:



এদিকে আমাদের শ্রমিকরা কাজ করতে আরব যায়, বেদুইন হয়ে ফিরে আসে।

৫| ০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: লেখক বলেছেন:



এদিকে আমাদের শ্রমিকরা কাজ করতে আরব যায়, বেদুইন হয়ে ফিরে আসে।

আজকে অফিসে একজন আসছে অফিসে সৌদি থেকে ফেরত এসে আর যেতে পারছেনা। একটা ছোট্ট কাজ চায় তার।

০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১২

সোনাগাজী বলেছেন:


সরকার জানেও না যে, মানুষের চাকুরীর দরকার। দুনিয়ার যত অধম বাংগালী আছে, ওরা সবাই প্রশাসনে কাজ করে। প্রাইম মিনিষ্টার সবচেয়ে বড় চাকুরী করেন, আর মানুষকে "শাকসব্জি লাগাতে" বলেন;মাথাটা ডাবের মতো স্বাস্হ্যকর।

৬| ০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: লেখক বলেছেন:


সরকার জানেও না যে, মানুষের চাকুরীর দরকার। দুনিয়ার যত অধম বাংগালী আছে, ওরা সবাই প্রশাসনে কাজ করে। প্রাইম মিনিষ্টার সবচেয়ে বড় চাকুরী করেন, আর মানুষকে "শাকসব্জি লাগাতে" বলেন;মাথাটা ডাবের মতো স্বাস্হ্যকর।

আর মানুষকে "শাকসব্জি লাগাতে" বলেন;মাথাটা ডাবের মতো স্বাস্হ্যকর।
আপনিই একমাত্র সাহস করে লীগ বিম্পি রাজাকার সবার বিরুদ্ধে লিখেন কথা বলেন।

০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২২

সোনাগাজী বলেছেন:



উনার বাবাকে মেরে, ক্যান্টনমেন্টে বসে মিলিটারী অফিসারেরা ও স্বাধীনতাবিরোধীরা, উনার বাবার কবরের উপর "বিএনপি" বানায়েছে; তিনি উহাকে বিলুপ্ত না'করে, জামাতের সাথে বিয়ে বসতে দিয়েছেন।

৭| ০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: লেখক বলেছেন:



উনার বাবাকে মেরে, ক্যান্টনমেন্টে বসে মিলিটারী অফিসারেরা ও স্বাধীনতাবিরোধীরা, উনার বাবার কবরের উপর "বিএনপি" বানায়েছে; তিনি উহাকে বিলুপ্ত না'করে, জামাতের সাথে বিয়ে বসতে দিয়েছেন।

প্রধানমন্ত্রীর আশে পাশে দুষ্টু লোক বেশি। এই জন্য এবার ১০০ জন পুরনো এমপি নমিনেশন পাবেন না। সম্ববত জব্বারও নমিনেশন পাবেন না। ইহা আনন্দের সংবাদ।

০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৮

সোনাগাজী বলেছেন:



প্রধানমন্ত্রির পাশে দুষ্ট লোক বেশী হলে, উনি কোন টাইপের মানুষ?
বাংলাদেশের সব মানুষ কি ডোডো? উনি ভালো মানুষ চোখে দেখেন না?

৮| ০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: ১-২% ছাড়া বেশির ভাগ পিগমি ডোডো এগুলো।

০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩২

সোনাগাজী বলেছেন:



বুদ্ধিমান মানুষকে খুঁজে নিতে হয়; উনি দুনিয়ার আবর্জনা নিয়ে ঘর ভরেছেন।

৯| ০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ক্ষমতা পেলে সবাই অপব্যবহার করে, সরকারের দোষ দিয়ে লাভ নেই।

০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪১

সোনাগাজী বলেছেন:


আমাদের দেশের প্রশাসন অক্টোপাসের মতো, কেহ সরকারের বাহিরে গিয়ে কিছু করতে পারবে না।

১০| ০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪২

মোহাম্মদ গোফরান বলেছেন: আমাদের দেশের প্রশাসন অক্টোপাসের মতো, কেহ সরকারের বাহিরে গিয়ে কিছু করতে পারবে না স্রকার পুলিশ আর্মি দলীয় নেতা সবাই কে ভালো রাখতে হবে টিকে থাকতে হলে, না হলে পাকিস্তান পন্থিরা ক্ষমতায় চলে আসবে।

০১ লা নভেম্বর, ২০২২ রাত ৮:৫৩

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা যতটুকু সময় পেয়েছিলেন, দেশ সঠিক মতো চালালে, পাকিপন্হীরা অনেক আগেই করাচী চলে ক্যেতো।

১১| ০১ লা নভেম্বর, ২০২২ রাত ৮:২৩

জুন বলেছেন: অপ্রাসঙ্গিক ভাবেই বলছি আজ বিভিন্ন তথ্যে পেলাম বেশি চাই চাই করার জন্য বাইডেন নাকি জেলেনেস্কিকে ধমক দিয়েছে :-&
আর ফ্রান্স ও জার্মানির রাস্ট্রনায়কদ্বয় আমেরিকার উপর খাপ্পা কারণ যুদ্ধবাজ আমেরিকা জ্বালানি তেলের ব্যাপারে তাদের কথা রাখে নি। এই ব্যাপারে কিছু লেইখেন।

০১ লা নভেম্বর, ২০২২ রাত ৮:৫৫

সোনাগাজী বলেছেন:



ধমকের ব্যাপারটা জানি না। তবে, ফ্রান্স ও জার্মানীর দরকার ছিলো যুদ্ধ থামানোর চেষ্টা করা; সমস্যা কিন্তু ইউরোপের।

লিখবো, তেলের ব্যাপারে আমেরিকা "রিজার্ভের" উপর বসে আছে।

১২| ০১ লা নভেম্বর, ২০২২ রাত ৯:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



নাতানিয়াহু আসলে বাংলাদেশ - ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক স্থাপন হবে কি?

এই কূটনৈতিক সম্পর্ক না থাকায় বাংলাদেশীরা ফিলিসতিনে ভ্রমনের সুযোগ পাচ্ছে না। অথচ, আরবেরা ফিলিসতিনে যেতে পারেন।

০১ লা নভেম্বর, ২০২২ রাত ৯:০৯

সোনাগাজী বলেছেন:



নেতানিয়াহু বাংলাদেশ নিয়ে উৎসাহী হবে না; সে আরবদের নিয়ে এগুবে।

১৩| ০২ রা নভেম্বর, ২০২২ দুপুর ১২:২৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ইসরায়েলী দের আমার বেকুব নয় , অতি চালাক মনে হয়।

০২ রা নভেম্বর, ২০২২ বিকাল ৪:৩৪

সোনাগাজী বলেছেন:



আমি কাকে বেকুব বলেছি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.