নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগ\'ডের লেখা নিয়ে জুলভার্ন ভুল ব্যাখ্যা দিচ্ছে।

১১ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৩




ব্লগার 'জুলবার্ন'এর সর্বশেষ পোষ্টে আমি নীচের কমেন্টটা করতে চাচ্ছি:

"ব্লগ দিবস উপলক্ষে সামু একটা প্রতিযোগীতার ব্যবস্হা করেছে, সবাই ইহাতে অংশ নেয়ার জন্য উৎসাহ দেখায়েছেন; আপনি যতসব অপ্রয়োজনীয় কথা বলে উহাকে পন্ড করছেন কেন? আপনার পোষ্টে যা যা বলেছেন, এগুলো খারাপ ধারণা; যাঁর রেজিষ্ট্রেশন আছে, তিনি লিখতে পারবেন।"

ব্লগার সাহেব আমাকে কমেন্ট ব্যান করেছেন সেই চাঁদগাজী যুগ থেকে; আমাকে ব্যান করে দুনিয়ার অপ্রয়োজনীয় কথা লিখে যাচ্ছন। একটা লেখার প্রতিযোগীতাকে পন্ড করার জন্য লেগে গেছেন।

মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৬

নাহল তরকারি বলেছেন: আপনিও এই প্রতিযোগিতায় অংশ নিন।

১১ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৮

সোনাগাজী বলেছেন:



আপনি যখন বলছেন, অংশ নেবো।

২| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ৯:০২

রাজীব নুর বলেছেন: এই প্রতিযোগিতায় আমি কি লিখতে পারি?

১১ ই নভেম্বর, ২০২২ রাত ৯:২২

সোনাগাজী বলেছেন:



আপনি লেখা শুরু করেন, সময় তো খুবই কম

৩| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ১০:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি কমেন্ট ব্যানের বিপক্ষে।

আমার ব্লগ জীবনের প্রথম দিকে মাত্র একবার এক ব্লগারকে কমেন্ট ব্লগ করেছিলাম।

গত ৩ বছরে কাউকে কমেন্ট ব্যান করি নাই।

আমাকে অনেক ব্লগার কটু কথা বলেছেন, তারপরো করি নাই।

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১০:২২

সোনাগাজী বলেছেন:


আমাকে যাঁরা কমেন্ট ব্যান করেন, তাঁরা ব্লগে টিকেন না।

৪| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ১০:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আশা করি, ব্লগার জুল ভার্ন আপনার কমেন্ট ব্যান উঠিয়ে নিবেন।

আপনি কি উনাকে কোন কটু কথা বলেছিলেন?

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৪১

সোনাগাজী বলেছেন:


আমি আল্লহকে ছাড়া আর কাউকে কটু কথা বলি না; জুল ভার্ন'এর লেখাগুলো মোটামুটি ভুল ধারনার উপর লেখা থাকে, সেই ভয়েই আমাকে ব্যান করে রেখেছেন।

৫| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: অপ্রয়োজনীয় পোস্টটি দেয়া অনুচিত হয়েছে। যার গরু সে সে যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে জবাই করুক। আপনি পান থেকে চুন কষলেই যারা পোস্ট প্রসব করে ফেলে তাদের লেভেলে নেমে যাচ্ছেন কেন? যাকে তাকে নিয়ে পোস্ট দিলে তাদের ইম্পরট্যান্স দেয়া হয়।

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৪৪

সোনাগাজী বলেছেন:



আমি চাচ্ছি উনি আমার মন্তব্যটা পড়ুক, ব্লগ দিবসের লেখা নিয়ে বিতর্কের সৃষ্টি না'করুক; গরু উনার নয়, গরু সামুর, কিংবা ব্লগার কামরুজ্জমান সাহেবের।

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৪৮

সোনাগাজী বলেছেন:


আপনারা চাইলে আমি পোষ্ট সরাতে পারি, আমি গণতন্ত্রে বিশ্বাস করি।

৬| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৪৭

শেরজা তপন বলেছেন: ভল্লুকের বাচ্চা-কাচ্চা নিয়ে নেমেছেন দেখছি। :)
ঝগড়া বিবাদ মান অভিমান কটু বাক্য বিনিময়ের পরেও যারা নিয়মিত কিংবা অনিয়মিত হলেও বছরে অন্তত দু-চারটা পোস্ট দেন কিংবা কিছু মন্তব্য করেন- আপনার উচিৎ তাদের পক্ষাবলম্বন করা।

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫০

সোনাগাজী বলেছেন:



আমি সবার পক্ষে আছি; জুল ভার্ন বলতে চাচ্ছেন, যাঁরা কম লেখেন, তারা নাকি প্রতিযোগীতয়া অংশ নেয়া ঠিক হবে না; দেখছেন, কিসব ছেলেমানুষী কান্ড!

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫২

সোনাগাজী বলেছেন:



জটিল ভাই, জুল ভার্ণ, জ্যাকেল ও কয়েকজন মিলে আমার গাধাটাকে খেয়ে ফেলেছেন, এবার উল্লুক নিয়ে বের হয়েছি।

৭| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৮

শেরজা তপন বলেছেন: উঁহু আপনি ভুল বুঝেছেন। আপনি লেখাটা ভাল করে পড়ুন। তিনি বলেছেন;
অনেক অনেক হাই প্রোফাইল লেখক ব্লগার আছেন যারা বছরের পর বছর ব্লগে কিছুই লিখেননি, একটা মন্তব্য করেও নিয়মিত লেখালেখি করেন তেমন ব্লগারদের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে উৎসাহিত করেননি তারাই ব্লগের লেখা প্রতিযোগিতায় বেশী উৎসাহী!

ব্লগে যারা নিয়মিত বা অনিয়মিত হোক সে গরুর রচনা কিংবা কাকের ছাও বকের ছাও লিখেন কিংবা দু চার মাহিনা অন্তর একটা মন্তব্য অন্তত করেন তাদের কথা উনি বলেননি। দয়া করে উনার পোস্টটা আবার পড়ে আপনার সাময়িক পোস্টটা রিভিউ করেন।

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০২

সোনাগাজী বলেছেন:



যাঁরা অনেকদিন লেখেননি তাঁরা উৎসাহ দেখালে জুল ভার্নের কি সমস্যা?

৮| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৯

শেরজা তপন বলেছেন: তিনি আরো বলেছেন;
অনেকেই হয়তো বলবেন, 'কর্মব্যস্ততার জন্য ব্লগে লিখতে পারিনি'- যারা বছরের পর বছর কর্মব্যস্ততার জন্য ব্লগে আসতে পারেননি, তাদের কাছে সবিনয়ে অনুরোধ করবো- আপনাদের কর্মব্যস্ততা ছেড়ে পুরস্কারে জন্য লেখা দেওয়ার দরকার নাই।

~ এটাতো মোটেই অযৌক্তিক কথা নয়। আপনার কি মত?

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০৪

সোনাগাজী বলেছেন:



আমার মতামত হলো, ব্লগে যাঁদের রেজিষ্ট্রশন আছে, চাইলে তাঁরা সবাই লিখতে পারবেন।

৯| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০৭

নেওয়াজ আলি বলেছেন: যে কমেন্ট ব্যান করে উনার সমালোচনা হজম করার ক্ষমতা কম মনে হয়। অবশ্যই যার যার ব্যক্তিগত বিষয়।

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১১:১০

সোনাগাজী বলেছেন:


সমস্যা হলো, আমাকে যাঁরা কমেন্ট ব্যান করেন, তাঁরা একদিন ক্লান্ত হয়ে যান।

১০| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি বলেছেন: আমি আল্লহকে ছাড়া আর কাউকে কটু কথা বলি না;
=============

সেটা তো ঠিকই আছে!!! মান-অভিমান তো আল্লাহর সাথেই হবে!!! এতে অন্য কারো কিছু বলা উচিৎ না।

আল্লাহ কি আপনার কটু কথার উত্তরে কিছু বলেছেন?

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১১:১১

সোনাগাজী বলেছেন:



আল্লাহ অসীম, কটু কথায় বিচলিত হন না; না, উত্তর এখনো আসেনি।

১১| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ১১:১৩

শেরজা তপন বলেছেন: বদ্দা, আপনার সাথে জুলভার্ন ভাই এর মতের মিল হলে ব্লগে গলাগলি করে জড়াজড়ি করে পড়ে থাকতেন।
এটা হইবেক না। তাঁর কথা তাকে বলতে দিন, আপনার কথা আপনি বলুন- চলুক এই ভাবে... :)

বেহুদা অনেকগুলো মন্তব্য করার জন্য দুঃখিত!

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১১:২২

সোনাগাজী বলেছেন:



জুল ভার্ন প্যাথেটিক মিথ্যুক।

আপনি এই মন্তব্য পড়ার পর পোষ্ট সরায়ে দেবো।

১২| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৩৬

সোনাগাজী বলেছেন:



জুলভার্ন পোষ্ট টা দেখুক, ৫ মিনিটের মাঝে পোষ্ট সরায়ে দেবো, সামু আবার জেবনারেল করে দেবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.